
মিশরের আলেকজান্দ্রিয়া থেকে কায়রো যাওয়ার পথে ৫৫ জন আরোহীসহ একটি বিমান অস্ত্রের মুখে ছিনতাই করা হয়েছে।
সাইপ্রাস ব্রডকাস্টিং কর্পোরেশনের বরাতে বিবিসি জানিয়েছে, বিমানটিতে ৫৫ জন আরোহী রয়েছে। প্রাথমিকভাবে বলা হয়েছিল বিমানটিতে ৮০ জন আরোহী রয়েছে।
ছিনতাই হওয়া বিমানটি সাইপ্রাসের লারনাকা বিমানবন্দরে অবতরণ করেছে বলে জানিয়েছেন ইজিপ্ট এয়ারের একজন নারী মুখপাত্র।
সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, বিমানের আরোহীদের মধ্যে ৪৮ জন যাত্রী ও ৭ জন ক্রু রয়েছেন। আরোহীদের মধ্যে ১০ জন মার্কিন ও ৮ জন ব্রিটিশ নাগরিক রয়েছেন।