রাত্রি জেগে তারা দেখি
ঐ আকাশে তাকিয়ে
খুঁজে ফিরে দু’টি চোখ
এদিক সেদিক হাকিয়ে।
চারদিক শূণ্য লাগে
কোথায় যেন কী নেই,,
প্রতিদিন স্মৃতির পাতায়
কত যে উঁকি দেই।
কোটি মানুষরে ভীরে খুঁজি
কোথায় আছো তুমি?
ভাল নেই মা তুমিহীনা
ভীষন একা আমি।
রাত্রি জেগে তারা দেখি
ঐ আকাশে তাকিয়ে
খুঁজে ফিরে দু’টি চোখ
এদিক সেদিক হাকিয়ে।
চারদিক শূণ্য লাগে
কোথায় যেন কী নেই,,
প্রতিদিন স্মৃতির পাতায়
কত যে উঁকি দেই।
কোটি মানুষরে ভীরে খুঁজি
কোথায় আছো তুমি?
ভাল নেই মা তুমিহীনা
ভীষন একা আমি।