গত শুক্রবার বক্তাবলীর রামনগরে আব্দুর সামাদ ঈদগাহ কমিটি গঠিত হয়েছে। কমিটি গঠন কল্পে শুক্রবার বিকাল ৩টায় ঈদগাহ ময়দানে কমিটির আহবায়ক আঃ হালিমের সভাপতিত্বে জরুরী সভা অনুষ্ঠিত। সভায় উপস্থিত ছিলেন রামনগর পঞ্চায়েত প্রধান নাসির উদ্দিন,হাবিজ উদ্দিন,সদর উদ্দিন মেম্বার,মোক্তার হোসেন,রেওয়াজ উদ্দিন,রজ্জব আলী ভান্ডারী,মোতালেব মেম্বার,সুরুজ মিয়া নাজির মাহমিদ, হাফেজ তমিজ উদ্দিন,জামাল উদ্দিন,ইউসুফ আলী,নজরুল ইসলাম,মোতালেব,আঃ আউয়াল,আলমাছ আলী, মাসুক আহমেদ কলি,আবু সাঈদ রিংকু,কফিল উদ্দিন,মনির হোসেন,আলী হোসেন। সভায় সর্ব সম্মতিক্রমে আব্দুর হালিমকে সভাপতি,মোক্তার হোসেন কে সম্পাদক এবং হাজী শরিয়ত উল্লাহ কে কোষাধ্যক্ষ করে ৫১ সদ্যস্যের কমিটি গঠিত হয়। কমিটির সাবেক সভাপতি সাফায়েত উল্লাহর মৃত্যুতে দীর্ঘ দিন পুনাঙ্গ কমিটি না থাকায় পর পর দুটি মিটিং করার পর একটি কমিটি গঠিত হয়। এর পূর্বে ঈদগাহের মোতায়ালী শাহনাজ পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করে,আব্দুর  হালিমকে আহবায়ক করে আহবায়ক কমিটি গঠন করে। গ্রামের সর্বস্তরের লোক সভায় উপস্থিত হয়ে কমিটি গঠনে সহায়তা করে। এবং বর্তমান কমিটির মাধ্যমে ঈদগাহের ব্যাপক উন্নয়নমূলক কাজ হওয়ার আশা পোষন করেন।