নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগই বিজয়ী হবে। শেখ হাসিনা নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন। এ লক্ষ্যে তিনি ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।

.
বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে হানাদার মুক্ত দিবসের আলোচনায় সভায় চতুর্থ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইভি বলেন, বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ হতো না। বাংলাদেশ হয়েছে বলেই আজকে আমরা লাল সবুজের পতাকা নিয়ে সারা বিশ্বে ঘুরে বেড়াতে পারছি। শেখ হাসিনা এখন মুক্তিযোদ্ধাদের ভাতা দিচ্ছেন। এমনকি তিনি প্রতিটি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স করে দিচ্ছেন।

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য হাজেরা সুলতানা, বীর মুক্তিযোদ্ধা ও কবি বুলবুল খান মাহবুব প্রমুখ।