“কষ্টের রং ভালোবাসা”
:রোজ রোজ দেরি করে ফোন ধরাটা অভ্যাস করে নিয়েছ!
নাকি ইচ্ছে করেই এমন!
:যেটা ভাবতে ভালো লাগে ভেবে নাও না পাখি।
:হেয়ালিপনা!
:তা বুঝি একবারও বলেছি?
:ভালোবাসো তো অামায়?
:কেনো সন্দেহ হয়!
:না,ভয় হয়
:হারিয়ে যাবো তাই?
: তা নয় ঠিক।
ভালোবাসো তো অামায়!
:যদি বলি তোমার হয়ে থাকব।
:তাহলে এতোটা কষ্ট কেন দাও?
যতোটা ভালোবাসো ততোটাই কষ্ট দাও!
:কষ্টের রং টা দেখবে!
:নীল রং!
:না,
কষ্টের রং ভালোবাসা
:যা করছ তাই কিন্তু পাবে।
:সে কি!
দূরে সরে যাবে!
:তা হবে কেন?
:অাচ্ছা কখনো মৃত্তিকা দেখছ!
:সে তো সবাই….
:অনেক গভীরে পানির ফোয়ারা।
মৃত্তিকা স্তরের উপর হাঁটি,
ফসল ফলাই।
কিন্তু ভীতরের স্রোতধারা কি কেউ দেখতে পায়!
:অত বুঝতে চাই না গো
শুধু ভালোবাসতে চাই,
ভালো থাকতে চাই
হাসতে চাই খেলতে চাই
অার শুধু তোমাকে চাই!
:অামি তো মৃত্তিকা হতে চাই
অার ভালোবাসা!
সে তো সেই পানির ফোয়ারা করে রাখতে চাই…..
নাকি ইচ্ছে করেই এমন!
:যেটা ভাবতে ভালো লাগে ভেবে নাও না পাখি।
:হেয়ালিপনা!
:তা বুঝি একবারও বলেছি?
:ভালোবাসো তো অামায়?
:কেনো সন্দেহ হয়!
:না,ভয় হয়
:হারিয়ে যাবো তাই?
: তা নয় ঠিক।
ভালোবাসো তো অামায়!
:যদি বলি তোমার হয়ে থাকব।
:তাহলে এতোটা কষ্ট কেন দাও?
যতোটা ভালোবাসো ততোটাই কষ্ট দাও!
:কষ্টের রং টা দেখবে!
:নীল রং!
:না,
কষ্টের রং ভালোবাসা
:যা করছ তাই কিন্তু পাবে।
:সে কি!
দূরে সরে যাবে!
:তা হবে কেন?
:অাচ্ছা কখনো মৃত্তিকা দেখছ!
:সে তো সবাই….
:অনেক গভীরে পানির ফোয়ারা।
মৃত্তিকা স্তরের উপর হাঁটি,
ফসল ফলাই।
কিন্তু ভীতরের স্রোতধারা কি কেউ দেখতে পায়!
:অত বুঝতে চাই না গো
শুধু ভালোবাসতে চাই,
ভালো থাকতে চাই
হাসতে চাই খেলতে চাই
অার শুধু তোমাকে চাই!
:অামি তো মৃত্তিকা হতে চাই
অার ভালোবাসা!
সে তো সেই পানির ফোয়ারা করে রাখতে চাই…..