পারাবত লঞ্চের ধাক্কায় নিখোঁজ মুসলিম পাঠানের লাশ ধলেশ্বরী নদী হতে উদ্ধার করা হয়েছে।নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ১শ শয্যা বিশিস্ট হাসপাতালে প্রেরন করতে চাইলে এলাকাবাসী ও স্বজনদের অনুরোধে পুলিশ লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করে।

গত ৫ ডিসেম্বর ভোর ৪ টায় পুরান গোগনগর খেয়াঘাট হতে ট্রলার যোগে ৮ জন ব্যবসায়ী নদী পারাপার হওয়ার সময় পারাবত- ১২ ধাক্কা দিলে নদীতে পড়ে যায় যাত্রীরা।

মুসলিম পাঠানের স্বজনরা জানান, লঞ্চের চেইন ধরে মুসলিম পাঠান, বাতেন পাঠান, ট্রলার মাঝি ইমরান লঞ্চের উপর উঠতে সক্ষম হন। বাকিরা তীরে উঠেন। মুসলিম পাঠান, ইমরান ও বাতেন পাঠান সারেংকে লঞ্চ থামিয়ে অন্যদের বাচানোর চেষ্টা অনুরোধ করে।

লঞ্চের ষ্টাফরা মুসলিম পাঠান ও ইমরানকে নদীতে ফেলে দেয় ডাকাত আখ্যা দিয়ে। ইমরান তীরে উঠতে পারলেও মুসলিম উঠতে পারেনি।শনিবার সকাল হতে সন্ধ্যা পর্যন্ত ডুবুরীরা তল্লাশী চালিয়ে লাশ উদ্ধার করতে পারেনি।

৭ ডিসেম্বর রবিবার দুপুরে স্বজনরা লাশ নদীতে ভাসতে দেখে সদর মডেল থানা পুলিশ কে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে।