নারায়ণগঞ্জ আদালত উড়িয়ে দেওয়াসহ পিপি ওয়াজেদ আলীকে হত্যার হুমকি দিয়ে চিঠি

31
নারায়ণগঞ্জ জেলা আদালত উড়িয়ে দেওয়া ও পিপি ওয়াজেদ আলীকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে আবুল বাশার নামে এক ব্যক্তি। বুধবার ডাকঘর এর মাধ্যমে পাঠানো একটি চিঠিতে এ হুমকি দেয়া হয় বলে জানিয়েছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এসএম ওয়াজেদ আলী খোকন। এ ঘটনায় তিনি বৃহস্পতিবার (২৮ জুন) সকালে বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় ওই জিডিটি দায়ের করেন।

পিপি ওয়াজেদ আলী খোকন বলেন, বুধবার ডাকঘর থেকে একটি চিঠি আসে। এতে প্রেরকের নাম লেখা আছে আবুল বাশার। ঠিকানা দেওয়া হয়েছে উত্তর ইসদাইর।

চিঠিতে বলা হয়েছে রিফাত নামের এক মাদকের মামলার আসামীকে না ছাড়লে কোর্ট সহ আমাকে ও আমার পরিবারকে জানে শেষ করে দেওয়া হবে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঞ্জুর কাদের বলেন, হুমকিদাতাকে খুঁজে বের করা হবে। চিঠিসহ বিভিন্ন সূত্র ধরে বাশারের সন্ধানে পুলিশের একটি টিম কাজ করছে।

এ ছাড়াও দ্রুত অভিযুক্তকে সনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সম্পাদক
মোঃ আবুল কালাম আজাদ

নির্বাহী সম্পাদক :
আব্দুল রহিম

বার্তা সম্পাদক
এম এম হাসান,

আইন উপদেষ্টা :
এড নুরুল আমিন মাসুম
মোবাইলঃ ০১৭১৩৫৬০২৩৩, ০১৮৩৬৬০২৩৭১
ই-মেইলঃ newsprotidin.net@gmail.com,
azaddesh@yahoo.com

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
207/1 (নীচতলা) বি.বি রোড, নারায়ণগঞ্জ