নিউজ প্রতিদিন:ফতুল্লা থানার বক্তাবলী এলাকার রামনগর গ্রামের শহর আলী মেম্বার আর নেই (ইন্না লিল্লাহি ……. রাজিউন) ।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ১২টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি বক্তাবলী ইউনিয়ন জাকের পার্টির সভাপতির দায়িত্বে ছিলেন । তিনি ৪ ছেলে ১ মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য গুণাগ্রাহী রেখে যান।

শনিবার সকাল ১০:৩০ মিনিটে রামনগর আব্দুস সামাদ ইদগাঁ মাঠে জানাযা নামাজ সম্পন্ন হয় এবং মুক্তারকান্দি কবর স্থানে তাকে দাফন করা হয়। এসময় বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী সহ এলাকার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সর্বস্থরের লোক অংশগ্রহণ করেন এবং বিদেহী আত্মার মাকফেরাত কামনা করেন।