নিউজ প্রতিদিন ডটনেট : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের সিরাজপুর এলাকায় সুদের টাকা না মা-মেয়েকে কাঁঠাল গাছের সঙ্গে বেঁধে নির্যাতন অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে মা মমতাজ বেগম বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

পরিবার ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের সিরাজপুর এলাকার আব্দুল গফুর মিয়ার স্ত্রী কুলসুম এর কাছ থেকে গত দুই মাস আগে ১৭ হাজার টাকা সুদে আনেন ওই নির্যাতিতা মমতাজ বেগম। বৃহস্পতিবার সাড়ে দশটার দিকে সুদের টাকা চাইতে গেলে টাকা না দেওয়ায় তার বাড়ির সামনে কাঁঠাল গাছের সাথে মা মমতাজ ও মেয়েকে বেঁধে এলোপাথাড়ি ভাবে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পরে টাকা না দিলে তাকে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজনসহ স্থানীয় ইউপি সদস্য ঘটনাস্থল থেকে মা-মেয়েকে উদ্ধার করে। এ ঘটনায় মমতাজ বাদী হয়ে বৃহস্পতিবার বিকেলে থানায় একটি অভিযোগ দায়ে করেন।

কালিয়াকৈর থানার পুলিশের ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।