১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
Home Blog Page 51

ফতুল্লা থানা ও তারাব পৌর ছাত্রদল আহবায়ক কমিটি নিয়ে বিতর্ক চরমে

নিউজ প্রতিদিন : রূপগঞ্জ উপজেলার তারাব পৌর ছাত্রদলের নতুন আহবায়ক কমিটি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এ কমিটির আহবায়ক কাজী রাজন বিবাহিত বলে দাবি করেছে ছাত্রদলের একটি অংশ।এমন ঘটনায় বিবাহিতের ছবিসহ সংবাদ প্রকাশের পর ছাত্রদল নেতা কাজি রাজনকে তার পদ থেকে অব্যাহতি দিয়ে এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

চাঞ্চল্যকর এমন বিতর্কের পাশাপাশি এবার ভুয়া সার্টিফিকেট দিয়ে ফতুল্লা থানার সদস্য সচিব হয়েছেন রিয়াদ আহমেদ নামে এক ছাত্রদল কর্মী । এমন অভিযোগের ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে সর্বত্র । ছাত্রদলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক টিমের দায়িত্ব থাকা নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি রনির একান্ত লোক হওয়ার কারনে ৮ম শ্রেনীও পাস করে নাই এমন লোককে অন্য একজনের সার্টিফিকেট দিয়ে বিশেষ ক্ষমতায় রনি রিয়াদ আহম্মেদকে এই পদে আসিন করেছেন।

জানা যায়, ফতুল্লা থানা ছাত্রদলের সদস্য সচিব রিয়াদ আহম্মেদ মাদকাসক্তির কারনে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে চিকিৎসাও নিয়েছেন। এছাড়াও তার বিবাহিত হওয়া ও তালাকপ্রাপ্ত হওয়ার কথাও ছাত্রদল কর্মীদের কাছে জানা যায়।মোটা অংকের অর্থের লেনদেনের বিনিময়ে রনি সাংগঠনিক ক্ষমতার অপব্যবহার করে তাকে ফতুল্লা থানা ছাত্রদলের মত একটা গুরুত্বপূর্ণ ইউনিটে সদস্য সচিব করে আনেন। নাম প্রকাশে অনিচ্ছুক কাশীপুর ইউনিয়ন ছাত্রদলের একজন কর্মী জানান যেখানে রিয়াদ আহম্মেদ কখনো এস,এস,সি পরিক্ষায় অংশ গ্রহণই করেন নাই সেখানে ফতুল্লা থানা ছাত্রদলের সদস্য সচিবের মত একটা গুরুত্বপূর্ণ পদ পাওয়ার কোন যোগ্যতাই তার নাই। কিন্তু ছাত্রদলে পদ প্রাপ্তির আশায় জেলা সভাপতি রনির পরামর্শে সে অন্য একজনের ভুয়া সাট্রিফিকেট সংগ্রহ করে সেই সার্টিফিকেটের এর নামের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নতুন আইডি খুলেছে রাকিব আহাম্মেদ রিয়াদ নামে। আর মশিউর রহমান রনি কেন্দ্রীয় ছাত্রদলের ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক হওয়ার কারনে ছাত্রদলের বিভাগীয় সাংগঠনিক টিমের তদন্তের সময় এই ব্যাপারটা গোপন রেখেই টিমকে বিভ্রান্ত করে তার কাজ হাসিল করে নেয়। একই সাথে রেমন রাজিব নামে অপর একজনকে রনি ফতুল্লা থানা ছাত্রদলের আহব্বায়ক কমিটিতে সদস্য পদ দিয়েছেন যে ব্যাক্তির এস.এস.সি পরিক্ষার সার্টিফিকেট নাই।সম্পর্কে সে মশিউর রহমান রনির বেয়াই সেই কারনেই রনি তাকে ফতুল্লা থানা ছাত্রদলে সদস্য করেছেন।

এছাড়াও ফতুল্লা থানা ছাত্রদলে রনি ক্ষমতাবলে নিজের আপন ভাগিনা ও প্র‍য়াত সৈনিক লীগ নেতা মোখলেসুর রহমানের ছেলে ইয়াসিন আরাফাতকে ফতুল্লা থানা ছাত্রদলের যুগ্ন আহব্বায়ক করেছেন।

এ বিষয়ে জানা যায় ইয়াসিন আরাফাত কখনোই ছাত্রদলের সাংগঠনিক কাজে সম্পৃক্ত ছিলো না।কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হওয়ার পরেই রনি নিজের ভাগিনাকে পদায়ন করার জন্য ইয়াসিন আরাফাতকে দিয়ে কিছু রাজনৈতিক নেতাদের শুভেচ্ছা ও কেক কাটার মত প্রোগ্রামে ফটোসেশান করিয়ে তার রাজনৈতিক প্রফাইল তৈরী করেছেন।। দীর্ঘ ১৭ বছর পর গঠিত ফতুল্লা থানা ছাত্রদলে এসব ছাড়াও অসংখ্য অসংগতি আছে বলে ছাত্রদলের সর্বস্তরের কর্মীদের অভিযোগ। নাম প্রকাশে অনিচ্ছুক ফতুল্লা থানা ছাত্রদলের এক নেতা জানান আওয়ামী পরিবারের সন্তান হওয়ার কারনে রনি স্থানীয় আওয়ামী লীগ মহলকে খুশি করার জন্য কৌশলে ছাত্রদলের নিবেদিত ও ত্যাগী নেতা-কর্মীদের মাইনাসে করে ফতুল্লা থানা ছাত্রদলের কমিটি গঠন করেছে। চাঞ্চল্যকর এমন ঘটনার বিষয়ে ফতুল্লা থানা ছাত্রদলের সদস্য সচিব রিয়াদ আহম্মেদের মুঠোফোনে যোগাযোগ করলেও তার কোন বক্তব্য পাওয়া যায় নাই ।

ছাত্রদলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক টিমের দায়িত্ব থাকা নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি মশিউর রহমান রনির মুঠোফোনে যোগাযোগ করলে তিনি  বলেন, কাজী রাজনের নামের প্রিন্টিংয়ের কারণে তারাবো পৌর ছাত্রদলের একটা মিসটেক হয়েছে । আমরা তা সংশোধন করে কাজী রাজনকে ছাত্রদলের পদ তেকে অব্যাহতি দিয়েছি । ঠিক এমনটি যদি কেউ প্রমাণ দিতে পারে তবে তার বিরুদ্ধে অনুরূপ ব্যবস্থা নেয়া হবে । যারা পদ পান নাই তারাই হয়তো এমন মিথ্যে তথ্য দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করে যাচ্ছে । আর রিয়াদ আহমেদসহ সকলের সার্টিফিকেট বারবার যাচােই বাছাই করেই পদায়ন করা হয়েছে । আর আমার নিজ থানা এলাকার কমিটি নিয়ে বিতর্ক হবে তা কি কেউ চাইবে ? আর আমাদের এই কমিটি নিয়ে বিতর্ক করতেছে পদবঞ্চিত কেউ কেউ ।

আওয়ামীলীগ পালানোর সময় পাবে না : মিলন মেহেদী

নিউজ প্রতিদিন : বাংলাদেশ জাতীয়তাবাদী মৎসজীবী দল ফতুল্লা থানা শাখার দ্বি-বার্ষিক সম্মেল ২০২০ অনুষ্ঠিত হয়েছে।

রোববার ( ১ নভেম্বর ) বাদ আসর মধ্যনগর জমির উদ্দিন প্রিকেডেট এণ্ড কিন্ডারগার্ডেন সংগ্লন মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ফতুল্লা থানা মৎসজীবী দলের সদস্য সচিব রাসেল প্রধানের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলা মৎসজীবী দলের যুগ্ন আহ্বায়ক এইচ এম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটি মৎসজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক মিলন মেহেদী, প্রধান বক্তা এড. এইচ এম আনোয়ার প্রধান, বিশেষ অতিথ নারায়ণগঞ্জ জেলা মৎসজীবী দলের সদস্য সচিব আমিনুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মিলন মেহেদী বলেন শেখ হাসিনাও মনে হয় গভীর রাতে আতকে উঠেন যে, আমি কি করছি দেশে খুন রাহাজানি, ধর্ষন বেড়েই চলছে, তিনি হিটলারের উদাহরণ দিয়ে বলেন হিটলার কিন্তু সারা পৃথিবীতে যুদ্ধ বাধিয়ে মানুষ মেরেছিল তারপর হয়তো নিজের ভুল বুঝতে পেরে শেষ এপর্যন্ত আত্নহত্যা করেছিলো, আমাদের বেচে থাকতে হবে, দলের নেতা কর্মীদের বলেন আপনারা দলের জন্য দেশের জন্য কাজ করেন, আওয়ামীলীগ পালানোর সময় পাবে না।

তিনি আরও বলেন এই সরকারের সময় শেষ পর্যায়ে চলে এসেছে, সরকারকে উদ্দ্শ্য করে মিলন মেহেদী বলেন এখনো সময় আছে আপনারা জনগনের কাতারে আসেন বি এন পি কে মুল্যায়ন করুণ এবং নেতা কর্মীরদের বিরোদ্ধে মিথ্যা মামলা হামলা বন্ধ করেন।

এসময়ে উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি নুর হোসেন, সহ সভাপতি বক্তাবলী ইউনিয়ন বিএনপি ইব্রাহিম আজাদ, বক্তাবলী ইউনিয়ন মৎসজীবী দলের আহ্বায়ক ছলিমুল্লা হৃদয়, কুতুবপুর ইউনিয়ন মৎসজীবী দলের আহ্বায়ক ওমর ফারুক নাইম খান, বক্তাবলী ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক দিলখুস আলী, মহানগর মৎসজীবী দলের যুগ্ন আহ্বায়ক হালিম আজাদ, নারায়ণগঞ্জ জেলা মৎসজীবী দলের যুগ্ন আহ্বায়ক দিলিপ, রিপন সিকদার, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহ সভাপতি তারেক আহম্মেদ, যুবদল নেতা আনিস, যুবদল নেতা নজরুল ইসলাম প্রধন, যুবদল নেতা বাদশা প্রমুখ।

সবশেষে নব নির্বাচিত ফতুল্লা থানা মৎসজীবী দলের ১৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন নারায়ণগঞ্জ জেলা মৎসজীবী দলের আহ্বায়ক এড. এইচ এম আনোয়ার প্রধান।

রাসূল (ছাঃ) এর সুন্নাত নীতি বিশ্বাস ছাড়া মু’মিন হওয়া সম্ভব নয়-পীর সাহেব জৌনপুরী

আবুল কালাম আজাদ :  পবিত্র ঈদে মীলাদুন্নাবী (ছাঃ) উপলক্ষে আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরীফের (নারায়নগঞ্জ) উদ্যোগে শুক্রবার বার্ষিক ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে  সভাপতিত্ব ও মুনাজাত পরিচালনা করেন তাহরিকে খাতমে নুবুয়্যাত বাংলাদেশের আমীর আল্লামা ড. মুফতি সাইয়্যেদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৌনপুরী।

সভাপতির বক্তব্যে পীর সাহেব বলেন, রবিউল আউয়াল মাসের আগমনে মু’মিন মুসলমানরা হৃদয়ে আনন্দ নিয়ে শরীয়াতের আলোকে ঈদে মীলাদুন্নাবী (ছাঃ) পালন করে যা অত্যন্ত সওয়াবের কাজ। যারা ঈদে মীলাদুন্নাবী (ছাঃ) অস্বীকার করে নিঃসন্দেহে তারা পথভ্রষ্ট।

রাসূল (ছাঃ) এর আযমত, মুহাব্বত ও সুন্নাতের অনুসরন ছাড়া প্রকৃত সুন্নী হওয়া যায় না। এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জীবনের সর্বক্ষেত্রে রাসূল (ছাঃ) এর সুন্নাত তথা রীতি নীতি অনুসরন অনুকরন করতে হবে। একটি মহল অহরহ আল্লাহ, রাসূল (ছাঃ), ইসলাম ও কুরআনের সাথে জঘন্য বেয়াদবীর মাধ্যমে বিশ্বের পরিবেশ পরিস্থিতিকে অস্থিতিশীল করা ও মু’মিন মুসলমানদের ঈমান ধ্বংসের গভীর চক্রান্তে লিপ্ত আছে।

পীর সাহেব আরো বলেন, বাংলাদেশে করোনা পরিস্থিতিতেও ঈদে মীলাদুন্নাবী সাঃ মাহফিলে মু’মিন মুসলমানদের জনসমুদ্র মাহফিলকে সাফল্যমন্ডিত করার পাশাপাশি তাদের ঈমানী শক্তির পরিচয় দিয়েছে। এবং ফ্রান্সের জঘন্য কর্মকান্ডের কারনে দেশটির সরকারকে করোনার চেয়ে ভয়ানক কোন মহামারী দিয়ে পাকড়াও করার জন্য সবাইকে আল্লাহর নিকট দোয়া করার
আহবান জানান।

ইসলামী মহা সম্মেলনে উপস্থিত ছিলেন, মাওলানা ইমদাদুল্লাহ আব্বাসী জৌনপুরী, মাওলানা এহসানুল্লাহ আব্বাসী জৌনপুরী, মাওলানা নেয়ামতুল্লাহ আব্বাসী জৌনপুরী, তিলাওয়াত করেন, মাওলানা ক্বারী ওবায়দুল্লাহ আব্বাসী জৌনপুরী, নাতে রাসূল (ছাঃ) পরিবেশন করেন সাইয়্যেদ মুহাম্মদ মুস্তফা আহমাদ আমিন আকিব আব্বাসী, আলোচনা পেশ করেন, মাওলানা শফিকুল ইসলাম পীর সাহেব, পীরজাদা মাওলনা নাইমুর রহমান, মাওলানা এনামুল হক আযাদী প্রমুখ। সম্মেলন শেষে মহান আল্লাহর
দরবারে বাংলাদেশকে করোনা সহ যাবতীয় বালা মুসীবত ও সকল প্রকারের ষড়যন্ত্র থেকে মুক্ত রাখার জন্য দোয়া কামনা করেন।

বক্তাবলী শহীদ দিবস উপলক্ষে আলোকিত বক্তাবলীর  প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিউজ প্রতিদিন : ২৯ শে নভেম্বর ” বক্তাবলী শহীদ দিবস” উপলক্ষে আলোকিত বক্তাবলীর  প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

বক্তাবলী পরগণার সামাজিক সংগঠন আলোকিত বক্তাবলী’র সভাপতি মো.নাজির হোসেনের  সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় ৩০ শে অক্টোবর (শুক্রবার) সকাল ১০ টায় কানাই নগর স্মৃতি স্তম্ভে  প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, রাশেদুল ইসলাম সুমন, মো. আক্তার হোসেন, মো. বাদশা মিয়া, আঃ রহিম, মো.মোক্তার হোসেন, আমজাদ হোসেন, মো. শাকিল, মো.হাফিজুল, মো. সাকিব, মো. মেরাজ, মো. মূসা, মো.ইমন, মো.সিফাত,মো. সিয়াম, মো. জুনায়েদ ও মো. নিহাদ প্রমূখ।

ফ্রান্স আরেকটি ক্রুসেড যুদ্ধ চায় : পীর সাহেব জৌনপুরী

নিউজ প্রতিদিন : ফ্রান্সের ঘৃনিত পত্রিকা শার্লি এবদো কর্তৃক প্রকাশিত আল্লাহর হাবীব নুরনাবী হযরত মুহাম্মদ সাঃ এর ব্যঙ্গচিত্র পুলিশ প্রহরায় প্রদর্শনের ব্যবস্থা করেছে দেশটির সরকার যা চরম ধৃষ্টতা ছাড়া আর কিছুই নয়।

ফরাসি সরকারের এই ঘৃন্য আচরন পৃথিবীর সকল মু’মিনমুসলমানদের হৃদয়ে রক্ত ক্ষরন সৃষ্টি হয়েছে। ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ফ্রান্সের এ ধরনের ধৃষ্টতামূলক কর্মকান্ডের নিন্দা না করে তাদের সাথে বিনিয়োগ বৃদ্ধির আশা করছে যা কান্ডজ্ঞানহীন মূর্খতার পরিচায়ক। বাক্ স্বাধীনতার নামে রাসূল (সাঃ)কে নিয়ে কোন প্রকারের ব্যঙ্গ বিদ্রæপ বরদাশত করা হবে না।

২৫ (অক্টোবর) রবিবার বাদ যোহর আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরীফ প্রাঙ্গনে ফ্রান্সে রাসূল সাঃ এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মানববন্ধনে তাহরিকে খাতমে নুবুয়্যাত বাংলাদেশে আমীর আল্লামা মুফতী ড. সাইয়্যেদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৌনপুরী এ কথা বলেন।

পীর সাহেব বলেন, মু’মিন মুসলমানদের হৃদয়ের স্পন্দন রাসূল সাঃ এর শানে বেয়াদবীমূলক আচরন যদি বন্ধ না করা হয় সারা বিশ্বে প্রতিবাদের দাবানল ছড়িয়ে পরবে। আমরা লক্ষ্য করেছি ফরাসী এই ঘৃনিত পত্রিকা এর আগেও কয়েকবার রাসূল সাঃ শানে জঘন্য বেয়দবী করেছে। ফ্রান্স সহ ইউরোপে ইসলাম গ্রহনকারী মুসলিমদের সংখ্যার বৃদ্ধিকে সহ্য করতে না পেরে ফ্রান্স এ ধরনের ঘৃন্য কর্মকান্ডে লিপ্ত হচ্ছে। ফ্রান্স সরকার রাষ্ট্রীয়ভাবে ব্যঙ্গচিত্র প্রদর্শনের মাধ্যমে বিশ্ব মুসলিমকে ক্রুসেডযুদ্ধ বাধানোর গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। পীর সাহেব আরো বলেন, নিজেদেরকে সভ্য, শিক্ষত ও ধর্মনিরপেক্ষ হিসেবে বিশ্বের নিকট উপস্থাপনকারী দেশটির কান্ডজ্ঞানহীন আচরন শান্তিকামীবিশ্ববাসীকে হতবাক করেছে।

তাই সরকারের নিকট আমাদের দাবীঅনতিবিলম্বে সংসদে নিন্দা প্রস্তাব আনতে হবে। এবং ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে ফ্রান্স সরকারকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আবেদন করতে হবে। যদি ক্ষমা না চায় তাহলে ফ্রান্স দূতাবাস বন্ধ করে দিন। ফ্রান্সের সকল পন্য আমদানী বন্ধ করে দিন।

পীর সাহেব দলমত নির্বেশেষে সকল মু’মিন মুসলমানদেরকে ঈমানী দায়িত্ব হিসেবে ফ্রান্সের সকল পন্য বর্জন করা এবং ফ্রান্স সরকারের বিরুদ্ধে কুনুতে নাজেলা পড়ার আহবান জানান ।

বক্তাবলীতে রাধানগর সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত

নিউজ প্রতিদিন : ফতুল্লার বক্তাবলীতে রাধানগর সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২০ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯অক্টোবর) সকাল ১০ টায় রাধানগর প্রাথমিক বিদ্যালয়ে এই কমৃসূচিপালন করা হয়।

অনুষ্ঠানে রাধানগর সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোঃ মঈনুল হোসেন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক বাদল হোসেন ববির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ¦ আবুল হোসেন।আলোচনা অনুষ্ঠানের পর অতিথীদের উপস্থিতিতে বৃক্ষরোপণ করা হয় এবং এলাকার লোকদের মাঝে চারাগাছ বিতরণ করা হয়। তাছাড়া সংগঠনটি আগামী বছর এই গ্রামের শিশু শ্রেণির শিক্ষার্থীদের বিনামুল্যে ভর্তির জন্য সহযোগিতার আশ্বাস দেন এবং মৃত ব্যক্তিদের দাফনের জন্য বিনামূল্যে কাফনের কাপড় সরবরাহের কার্যক্রম চালু করা হয়।

অনুষ্ঠানে বক্তাবলী পরগণার সবগুলি বৃহৎ সংগঠনকে আমন্ত্রণ জানালে সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে আরো সফল করে তুলেন। এ যেন একে অপরের মিলন মেলা। সবগুলো সংগঠন এক মঞ্চে থাকায় ভ্রাত্তিত্ববোধ ও একে অপরের প্রতি সম্মান  প্রদর্শনের অপুর্ব মিলনমেলায় পরিনত হয়েছে যা ইতিপূর্বে কখনো দেখা যায় নি।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম জীবন,  আলোকিত বক্তাবলীর সভাপতি নাজির হোসেন, সাধারণ সম্পাদক আবুল কালাম, বক্তাবলী ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি আল আমিন ইকবাল, সিনিয়র সহ-সভাপতি এম এ মতিন, সাধারণ সম্পাদক, মতিউর রহমান ফকির, ধলেশ্বরীর তীরে সংগঠনের সিনিয়র সভাপতি জিয়াউর রহমান ফকির, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান, সহ-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক রাসেল প্রধান, কানাইনগর সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মাহবুব হাসান রতন, আলোকিত বক্তাবলীর দপ্তর সম্পাদক মো. দুলাল মিয়া, বিশেষ সম্পাদক মনির হোসেন ছাড়া ও এলাকার মিয়ন মাদবর ,সুফিয়ান মাদবর, জলিল মেম্বারসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

ধর্ষণ বন্ধে দ্রুত সর্বোচ্চ শাস্তির আইন কার্যকর করতে হবে-পীর সাহেব জৌনপুরী

নিউজ প্রতিদিন: তাহরিকে খাতমে নুবুয়্যাত বাংলাদেশের আমীর, জৌনপুরী দরবার শরীফের পীর আল্লামা মুফতী ড. সাইয়্যেদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দীকী বলেছেন, ধর্ষন ও গণধর্ষন মহামারীর প্রতিবাদে উত্তাল সারাদেশ। সকল মানুষের দাবী হচ্ছে বিশেষ ট্রাইবুনাল গঠন করে দ্রæত সর্বোচ্চ বিচারের ব্যবস্থা করা। তাই যেভাবেই হোক ধর্ষন প্রতিরোধ করুন। নতুবা দেশের মানুষ বিক্ষুব্দ হয়ে রাজপথে নেমে আসবে এবং সরকারকে গণ ঘেরাও করবে। তখন সরকার কোন কল কিনারা পাবে না। গতকাল বাদ জুম’আ আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরীফ প্রাঙ্গনে সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।সমাবেশে পীর সাহেব আরো বলেন, ধর্ষন সামাজিক মহামারীতে রুপ নিয়েছে। এর কারন কুশিক্ষা, কুরআনের আইনে বিচার না হওয়া, পর্দা প্রথা বাধ্যতামূলক না থাকা। ধর্ষণ সন্ত্রাস বন্ধ করতে হলে কুরআন সুন্নাহর আইন বাধ্যতামূলক করে ধর্ষকদের শাহাবাগে, মতিঝিলে প্রকাশ্য ভাবে কতল করতে হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন, মাওলানা নেয়ামতুল্লাহ আব্বাসী জৌনপুরী, মাওলানা ওবায়দুল্লাহ আব্বাসী জৌনপুরী মাওলানা আবদুর রহীম, মাওলানা বরাতুল ইসলাম, মাওলানা মুহাম্মদ আবুবকর সিদ্দিক নক্সেবন্দী, পরিচালনায় ছিলেন তাহরিকে খাতমে নুবুয়্যাতের ভারপ্রাপ্ত মহাসচীব মাওলানা আরিফুর রহমান পীর সাহেব বলেন, প্রতিদিন বিভিন্ন মিডিয়ায় সারাদেশের ধর্ষন, গণধর্ষন, খুন, গুম, দূর্নীতি, অত্যাচার, লুটপাটসহ নানা অপকর্মের সংবাদ প্রকাশিত হচ্ছে।

আঈন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ যদি দ্রুত এসব অপকর্মের বিচার
করে সর্বোচ্চ শাস্তি দিতেন তাহলে দেশ শান্তিময়, অপরাধমুক্ত, সমৃদ্ধ জাতিতে পরিনত হত।
তিনি আরো বলেন, বিচ্ছিন্ন দুয়েকটি ঘটনার বিচারের বিষয়ে পত্রিকা তথা গণমাধ্যমে ফলাও করে প্রকাশ করা হয়, তাতে সারাদেশের হাজারো অন্যায় অবিচার ধর্ষন, খুন গুম বন্ধে কোন প্রভাব ফেলে না।
তিনি বলেন, ভারতের টিভি চ্যানেল সমূহের অশ্লীলতা, নগ্নতা এবং মাদকাসক্ততা ধর্ষন মহামারীর মূল কারন। এবস কারনেই পাকিস্তান, চীন, নেপাল, রাশিয়া সহ বিভিন্ন দেশ ভারতীয় নগ্নতার প্রচার প্রদর্শনের চ্যানেল সমূহ নিষিদ্ধ ঘোষনা করেছে। বাংলাদেশ একটি মুসলিম দেশ। এদেশের রাষ্ট্র প্রধান হচ্ছেন একজন মুসলিম নারী।

এতদসত্তেও ধর্ষন বন্ধে নগ্নতা ও অশ্লীলতার ভারতীয় টিভি চ্যানেল সমূহ নিষিদ্ধ করা হচ্ছে না। তিনি আরো বলেন, এসব অপকর্মের বিরুদ্ধে সকল রাজনৈতিক সংগঠন, বেসরকারী সংগঠন এবং সারা দেশের আবাল বৃদ্ধ বনিতাকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে গণ প্রতিরোধ গড়ে

তুলতে হবে। সরকার যদি ধর্ষনের বিষয়ে দ্রত ফাসির আইন না করে তবে
সরকারকে গণ বিস্ফোরনের মুখোমুখি হতে হবে।

বক্তাবলীতে খালেদার জিয়ার সুস্থতা কামনায় নজরুল প্রধাণের উদ্যোগে দোয়া

স্টাফ রিপোর্টার : সাবেক ৩ বারের প্রধাণমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি জাকির খাঁনের ৪৭ তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।২৮ সেপ্টেম্বর (সোমবার) বাদ এশা বক্তাবলীর কিং বার্গার চাইনিজ রেস্টুরেন্টে  বক্তাবলী ইউনিয়ন যুবদল নেতা নজরুল ইসলাম প্রধাণের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দল নেতা মতিউর রহমান ফকির

ফতুল্লা থানা মৎস্যজীবী দল নেতা রাসেল প্রধান,বক্তাবলী ইউনিয়ন বিএনপির নেতা
ইব্রাহম আজাদ,বক্তাবলীর ইউনিয়ন যুবদল নেতা আনোয়ার হোসেন, মোঃ মিলন মিয়া
আওলাদ ফকির।

আরো উপস্থিত ছিলেন, নবি হোসেন, আলমগীর কবির, দিদার প্রধান, দিদার হোসেন, মাছুম, আলামিন সরকার ও আলামিন প্রধান প্রমূখ।

আল্লামা শফীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, আলাউদ্দিন জিহাদী গ্রেফতার

নিউজ প্রতিদিন : ফেসবুকে হেফাজতে ইসলামের সাবেক আমীর আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে কটূক্তি করে স্ট্যাটাস দেয়ার অভিযোগে ৪ জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। রোববার দুপুরে নারায়ণগঞ্জ মহানগর ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি হারুনুর রশিদ এ মামলা দায়ের করেন।

এ দিনই পুলিশ ফতুল্লার মাহমুদপুর এলাকায় অভিযান চালিয়ে আবতাহী মুজাদ্দেদিয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মুফতি আলাউদ্দিন জিহাদীকে (৩৫) গ্রেফতার করেছে।

মামলার অপর আসামিরা হলেন- চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার জাহাপুর গ্রামের ঝন্টু বিশ্বাসের ছেলে মানিক (১৫), ফরিদপুর জেলার আব্দুল্লাহ আল মামুন (১৮) ও কুমিল্লা জেলার আহসান উল্লাহ (১৮)।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, কারও মৃত্যু নিয়ে কটূক্তি করা ঠিক নয়। এ বিষয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। যে আইডি থেকে কটূক্তি করা হয়েছে সেই ‘মুফতি আলাউদ্দিন’ নামে ফেসবুক আইডিটি শনাক্ত করা হয়েছে। ওই আইডির অ্যাডমিন মুফতি আলাউদ্দিন জিহাদী। এ আইডি থেকে কটূক্তিকর স্ট্যাটাস দেয়ার পর অপর আসামিরা তা শেয়ার করেছে। এ বিষয় আরও তদন্ত চলছে।

এদিকে ‘মুফতি আলাউদ্দিন’ নামে আইডিতে প্রবেশ করে দেখা যায়- কটূক্তিকর স্ট্যাটাসটি ডিলেট করে দুঃখ প্রকাশ করে আরেকটি স্ট্যাটাস দেয়া হয়েছে। সেই স্ট্যাটাসে লেখা রয়েছে ‘পূর্বের পোস্টটি অত্র পেজের একজন অ্যাডমিন আমাকে না জানিয়ে দিয়েছিল। এরূপ পোস্ট অবশ্যই অনুচিত ও বেমানান। পোস্টটির জন্য দুঃখ প্রকাশ করছি।’

বক্তাবলীতে লিপি ওসমানের সুস্থতা কামনায় আমজাদ মেম্বারের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ প্রতিদিন : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের সহর্ধমিনী লিপি ওসমান সহ পরিবারের সকলের সুস্থতা কামনায় বক্তাবলী ইউনিয়ন ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য মো. আমজাদ হোসেন বাদনের উদ্যোগে তার নিজস্ব কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ আছর বক্তাবলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আমজাদ মেম্বারের  নিজস্ব কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ছিদ্দিকুর রহমান, ইদ্রিস আলী, নুরুল হক মোল্লা, মো. সুলতান হাজি, মনির হোসেন, সিরাজ শেখ, নাজির আলী মেম্বার, মোজাম্মেল বেপারী, নুর ইসলাম মোল্লা, নুরুজ্জামাল, ছাত্তার মোল্লা, শাহাবুদ্দিন, সাফাত আলী মোল্লা, নবির হোসেন, আবুল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।