২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 42

বক্তাবলী শহীদ দিবস উপলক্ষে আলোকিত বক্তাবলীর  প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিউজ প্রতিদিন : ২৯ শে নভেম্বর ” বক্তাবলী শহীদ দিবস” উপলক্ষে আলোকিত বক্তাবলীর  প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

বক্তাবলী পরগণার সামাজিক সংগঠন আলোকিত বক্তাবলী’র সভাপতি মো.নাজির হোসেনের  সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় ৩০ শে অক্টোবর (শুক্রবার) সকাল ১০ টায় কানাই নগর স্মৃতি স্তম্ভে  প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, রাশেদুল ইসলাম সুমন, মো. আক্তার হোসেন, মো. বাদশা মিয়া, আঃ রহিম, মো.মোক্তার হোসেন, আমজাদ হোসেন, মো. শাকিল, মো.হাফিজুল, মো. সাকিব, মো. মেরাজ, মো. মূসা, মো.ইমন, মো.সিফাত,মো. সিয়াম, মো. জুনায়েদ ও মো. নিহাদ প্রমূখ।

ফ্রান্স আরেকটি ক্রুসেড যুদ্ধ চায় : পীর সাহেব জৌনপুরী

নিউজ প্রতিদিন : ফ্রান্সের ঘৃনিত পত্রিকা শার্লি এবদো কর্তৃক প্রকাশিত আল্লাহর হাবীব নুরনাবী হযরত মুহাম্মদ সাঃ এর ব্যঙ্গচিত্র পুলিশ প্রহরায় প্রদর্শনের ব্যবস্থা করেছে দেশটির সরকার যা চরম ধৃষ্টতা ছাড়া আর কিছুই নয়।

ফরাসি সরকারের এই ঘৃন্য আচরন পৃথিবীর সকল মু’মিনমুসলমানদের হৃদয়ে রক্ত ক্ষরন সৃষ্টি হয়েছে। ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ফ্রান্সের এ ধরনের ধৃষ্টতামূলক কর্মকান্ডের নিন্দা না করে তাদের সাথে বিনিয়োগ বৃদ্ধির আশা করছে যা কান্ডজ্ঞানহীন মূর্খতার পরিচায়ক। বাক্ স্বাধীনতার নামে রাসূল (সাঃ)কে নিয়ে কোন প্রকারের ব্যঙ্গ বিদ্রæপ বরদাশত করা হবে না।

২৫ (অক্টোবর) রবিবার বাদ যোহর আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরীফ প্রাঙ্গনে ফ্রান্সে রাসূল সাঃ এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মানববন্ধনে তাহরিকে খাতমে নুবুয়্যাত বাংলাদেশে আমীর আল্লামা মুফতী ড. সাইয়্যেদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৌনপুরী এ কথা বলেন।

পীর সাহেব বলেন, মু’মিন মুসলমানদের হৃদয়ের স্পন্দন রাসূল সাঃ এর শানে বেয়াদবীমূলক আচরন যদি বন্ধ না করা হয় সারা বিশ্বে প্রতিবাদের দাবানল ছড়িয়ে পরবে। আমরা লক্ষ্য করেছি ফরাসী এই ঘৃনিত পত্রিকা এর আগেও কয়েকবার রাসূল সাঃ শানে জঘন্য বেয়দবী করেছে। ফ্রান্স সহ ইউরোপে ইসলাম গ্রহনকারী মুসলিমদের সংখ্যার বৃদ্ধিকে সহ্য করতে না পেরে ফ্রান্স এ ধরনের ঘৃন্য কর্মকান্ডে লিপ্ত হচ্ছে। ফ্রান্স সরকার রাষ্ট্রীয়ভাবে ব্যঙ্গচিত্র প্রদর্শনের মাধ্যমে বিশ্ব মুসলিমকে ক্রুসেডযুদ্ধ বাধানোর গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। পীর সাহেব আরো বলেন, নিজেদেরকে সভ্য, শিক্ষত ও ধর্মনিরপেক্ষ হিসেবে বিশ্বের নিকট উপস্থাপনকারী দেশটির কান্ডজ্ঞানহীন আচরন শান্তিকামীবিশ্ববাসীকে হতবাক করেছে।

তাই সরকারের নিকট আমাদের দাবীঅনতিবিলম্বে সংসদে নিন্দা প্রস্তাব আনতে হবে। এবং ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে ফ্রান্স সরকারকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আবেদন করতে হবে। যদি ক্ষমা না চায় তাহলে ফ্রান্স দূতাবাস বন্ধ করে দিন। ফ্রান্সের সকল পন্য আমদানী বন্ধ করে দিন।

পীর সাহেব দলমত নির্বেশেষে সকল মু’মিন মুসলমানদেরকে ঈমানী দায়িত্ব হিসেবে ফ্রান্সের সকল পন্য বর্জন করা এবং ফ্রান্স সরকারের বিরুদ্ধে কুনুতে নাজেলা পড়ার আহবান জানান ।

বক্তাবলীতে রাধানগর সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত

নিউজ প্রতিদিন : ফতুল্লার বক্তাবলীতে রাধানগর সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২০ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯অক্টোবর) সকাল ১০ টায় রাধানগর প্রাথমিক বিদ্যালয়ে এই কমৃসূচিপালন করা হয়।

অনুষ্ঠানে রাধানগর সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোঃ মঈনুল হোসেন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক বাদল হোসেন ববির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ¦ আবুল হোসেন।আলোচনা অনুষ্ঠানের পর অতিথীদের উপস্থিতিতে বৃক্ষরোপণ করা হয় এবং এলাকার লোকদের মাঝে চারাগাছ বিতরণ করা হয়। তাছাড়া সংগঠনটি আগামী বছর এই গ্রামের শিশু শ্রেণির শিক্ষার্থীদের বিনামুল্যে ভর্তির জন্য সহযোগিতার আশ্বাস দেন এবং মৃত ব্যক্তিদের দাফনের জন্য বিনামূল্যে কাফনের কাপড় সরবরাহের কার্যক্রম চালু করা হয়।

অনুষ্ঠানে বক্তাবলী পরগণার সবগুলি বৃহৎ সংগঠনকে আমন্ত্রণ জানালে সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে আরো সফল করে তুলেন। এ যেন একে অপরের মিলন মেলা। সবগুলো সংগঠন এক মঞ্চে থাকায় ভ্রাত্তিত্ববোধ ও একে অপরের প্রতি সম্মান  প্রদর্শনের অপুর্ব মিলনমেলায় পরিনত হয়েছে যা ইতিপূর্বে কখনো দেখা যায় নি।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম জীবন,  আলোকিত বক্তাবলীর সভাপতি নাজির হোসেন, সাধারণ সম্পাদক আবুল কালাম, বক্তাবলী ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি আল আমিন ইকবাল, সিনিয়র সহ-সভাপতি এম এ মতিন, সাধারণ সম্পাদক, মতিউর রহমান ফকির, ধলেশ্বরীর তীরে সংগঠনের সিনিয়র সভাপতি জিয়াউর রহমান ফকির, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান, সহ-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক রাসেল প্রধান, কানাইনগর সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মাহবুব হাসান রতন, আলোকিত বক্তাবলীর দপ্তর সম্পাদক মো. দুলাল মিয়া, বিশেষ সম্পাদক মনির হোসেন ছাড়া ও এলাকার মিয়ন মাদবর ,সুফিয়ান মাদবর, জলিল মেম্বারসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

ধর্ষণ বন্ধে দ্রুত সর্বোচ্চ শাস্তির আইন কার্যকর করতে হবে-পীর সাহেব জৌনপুরী

নিউজ প্রতিদিন: তাহরিকে খাতমে নুবুয়্যাত বাংলাদেশের আমীর, জৌনপুরী দরবার শরীফের পীর আল্লামা মুফতী ড. সাইয়্যেদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দীকী বলেছেন, ধর্ষন ও গণধর্ষন মহামারীর প্রতিবাদে উত্তাল সারাদেশ। সকল মানুষের দাবী হচ্ছে বিশেষ ট্রাইবুনাল গঠন করে দ্রæত সর্বোচ্চ বিচারের ব্যবস্থা করা। তাই যেভাবেই হোক ধর্ষন প্রতিরোধ করুন। নতুবা দেশের মানুষ বিক্ষুব্দ হয়ে রাজপথে নেমে আসবে এবং সরকারকে গণ ঘেরাও করবে। তখন সরকার কোন কল কিনারা পাবে না। গতকাল বাদ জুম’আ আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরীফ প্রাঙ্গনে সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।সমাবেশে পীর সাহেব আরো বলেন, ধর্ষন সামাজিক মহামারীতে রুপ নিয়েছে। এর কারন কুশিক্ষা, কুরআনের আইনে বিচার না হওয়া, পর্দা প্রথা বাধ্যতামূলক না থাকা। ধর্ষণ সন্ত্রাস বন্ধ করতে হলে কুরআন সুন্নাহর আইন বাধ্যতামূলক করে ধর্ষকদের শাহাবাগে, মতিঝিলে প্রকাশ্য ভাবে কতল করতে হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন, মাওলানা নেয়ামতুল্লাহ আব্বাসী জৌনপুরী, মাওলানা ওবায়দুল্লাহ আব্বাসী জৌনপুরী মাওলানা আবদুর রহীম, মাওলানা বরাতুল ইসলাম, মাওলানা মুহাম্মদ আবুবকর সিদ্দিক নক্সেবন্দী, পরিচালনায় ছিলেন তাহরিকে খাতমে নুবুয়্যাতের ভারপ্রাপ্ত মহাসচীব মাওলানা আরিফুর রহমান পীর সাহেব বলেন, প্রতিদিন বিভিন্ন মিডিয়ায় সারাদেশের ধর্ষন, গণধর্ষন, খুন, গুম, দূর্নীতি, অত্যাচার, লুটপাটসহ নানা অপকর্মের সংবাদ প্রকাশিত হচ্ছে।

আঈন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ যদি দ্রুত এসব অপকর্মের বিচার
করে সর্বোচ্চ শাস্তি দিতেন তাহলে দেশ শান্তিময়, অপরাধমুক্ত, সমৃদ্ধ জাতিতে পরিনত হত।
তিনি আরো বলেন, বিচ্ছিন্ন দুয়েকটি ঘটনার বিচারের বিষয়ে পত্রিকা তথা গণমাধ্যমে ফলাও করে প্রকাশ করা হয়, তাতে সারাদেশের হাজারো অন্যায় অবিচার ধর্ষন, খুন গুম বন্ধে কোন প্রভাব ফেলে না।
তিনি বলেন, ভারতের টিভি চ্যানেল সমূহের অশ্লীলতা, নগ্নতা এবং মাদকাসক্ততা ধর্ষন মহামারীর মূল কারন। এবস কারনেই পাকিস্তান, চীন, নেপাল, রাশিয়া সহ বিভিন্ন দেশ ভারতীয় নগ্নতার প্রচার প্রদর্শনের চ্যানেল সমূহ নিষিদ্ধ ঘোষনা করেছে। বাংলাদেশ একটি মুসলিম দেশ। এদেশের রাষ্ট্র প্রধান হচ্ছেন একজন মুসলিম নারী।

এতদসত্তেও ধর্ষন বন্ধে নগ্নতা ও অশ্লীলতার ভারতীয় টিভি চ্যানেল সমূহ নিষিদ্ধ করা হচ্ছে না। তিনি আরো বলেন, এসব অপকর্মের বিরুদ্ধে সকল রাজনৈতিক সংগঠন, বেসরকারী সংগঠন এবং সারা দেশের আবাল বৃদ্ধ বনিতাকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে গণ প্রতিরোধ গড়ে

তুলতে হবে। সরকার যদি ধর্ষনের বিষয়ে দ্রত ফাসির আইন না করে তবে
সরকারকে গণ বিস্ফোরনের মুখোমুখি হতে হবে।

বক্তাবলীতে খালেদার জিয়ার সুস্থতা কামনায় নজরুল প্রধাণের উদ্যোগে দোয়া

স্টাফ রিপোর্টার : সাবেক ৩ বারের প্রধাণমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি জাকির খাঁনের ৪৭ তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।২৮ সেপ্টেম্বর (সোমবার) বাদ এশা বক্তাবলীর কিং বার্গার চাইনিজ রেস্টুরেন্টে  বক্তাবলী ইউনিয়ন যুবদল নেতা নজরুল ইসলাম প্রধাণের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দল নেতা মতিউর রহমান ফকির

ফতুল্লা থানা মৎস্যজীবী দল নেতা রাসেল প্রধান,বক্তাবলী ইউনিয়ন বিএনপির নেতা
ইব্রাহম আজাদ,বক্তাবলীর ইউনিয়ন যুবদল নেতা আনোয়ার হোসেন, মোঃ মিলন মিয়া
আওলাদ ফকির।

আরো উপস্থিত ছিলেন, নবি হোসেন, আলমগীর কবির, দিদার প্রধান, দিদার হোসেন, মাছুম, আলামিন সরকার ও আলামিন প্রধান প্রমূখ।

আল্লামা শফীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, আলাউদ্দিন জিহাদী গ্রেফতার

নিউজ প্রতিদিন : ফেসবুকে হেফাজতে ইসলামের সাবেক আমীর আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে কটূক্তি করে স্ট্যাটাস দেয়ার অভিযোগে ৪ জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। রোববার দুপুরে নারায়ণগঞ্জ মহানগর ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি হারুনুর রশিদ এ মামলা দায়ের করেন।

এ দিনই পুলিশ ফতুল্লার মাহমুদপুর এলাকায় অভিযান চালিয়ে আবতাহী মুজাদ্দেদিয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মুফতি আলাউদ্দিন জিহাদীকে (৩৫) গ্রেফতার করেছে।

মামলার অপর আসামিরা হলেন- চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার জাহাপুর গ্রামের ঝন্টু বিশ্বাসের ছেলে মানিক (১৫), ফরিদপুর জেলার আব্দুল্লাহ আল মামুন (১৮) ও কুমিল্লা জেলার আহসান উল্লাহ (১৮)।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, কারও মৃত্যু নিয়ে কটূক্তি করা ঠিক নয়। এ বিষয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। যে আইডি থেকে কটূক্তি করা হয়েছে সেই ‘মুফতি আলাউদ্দিন’ নামে ফেসবুক আইডিটি শনাক্ত করা হয়েছে। ওই আইডির অ্যাডমিন মুফতি আলাউদ্দিন জিহাদী। এ আইডি থেকে কটূক্তিকর স্ট্যাটাস দেয়ার পর অপর আসামিরা তা শেয়ার করেছে। এ বিষয় আরও তদন্ত চলছে।

এদিকে ‘মুফতি আলাউদ্দিন’ নামে আইডিতে প্রবেশ করে দেখা যায়- কটূক্তিকর স্ট্যাটাসটি ডিলেট করে দুঃখ প্রকাশ করে আরেকটি স্ট্যাটাস দেয়া হয়েছে। সেই স্ট্যাটাসে লেখা রয়েছে ‘পূর্বের পোস্টটি অত্র পেজের একজন অ্যাডমিন আমাকে না জানিয়ে দিয়েছিল। এরূপ পোস্ট অবশ্যই অনুচিত ও বেমানান। পোস্টটির জন্য দুঃখ প্রকাশ করছি।’

বক্তাবলীতে লিপি ওসমানের সুস্থতা কামনায় আমজাদ মেম্বারের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ প্রতিদিন : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের সহর্ধমিনী লিপি ওসমান সহ পরিবারের সকলের সুস্থতা কামনায় বক্তাবলী ইউনিয়ন ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য মো. আমজাদ হোসেন বাদনের উদ্যোগে তার নিজস্ব কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ আছর বক্তাবলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আমজাদ মেম্বারের  নিজস্ব কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ছিদ্দিকুর রহমান, ইদ্রিস আলী, নুরুল হক মোল্লা, মো. সুলতান হাজি, মনির হোসেন, সিরাজ শেখ, নাজির আলী মেম্বার, মোজাম্মেল বেপারী, নুর ইসলাম মোল্লা, নুরুজ্জামাল, ছাত্তার মোল্লা, শাহাবুদ্দিন, সাফাত আলী মোল্লা, নবির হোসেন, আবুল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তাবলীর রাধানগরে লিপি ওসমানের সুস্থতা কামনায় দেলোয়ারের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ প্রতিদিন : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের সহধর্মিনী লিপি ওসমানসহ পরিবারের সকলের সুস্থতা কামনায় বক্তাবলীর তরুণ ব্যবসায়ী মো. দেলোয়ারের উদ্যোগে বক্তাবলীর রাধানগর  দক্ষিণপাড়া  জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ জুম্মা বক্তাবলীর এলাকার রাধানগর দক্ষিণপাড়া  জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় বক্তাবলীর তরুণ ব্যবসায়ী দোয়া চেয়ে বলেন, করোনার হটস্পট খ্যাত নারায়ণগঞ্জে লকডাউনের শুরু থেকেই সাধারণ মানুষের পাশে যে কয়েকজন ব্যক্তিগত ভাবে পাশে এসে দাঁড়িয়েছেন, তাদের মধ্যে সালমা ওসমান লিপি অন্যতম। যখনই খবর পেয়েছেন কিংবা গণমাধ্যমে কোনো অসহায় মানুষের সংবাদ প্রকাশ হয়েছে, লিপি ওসমান নিজেই ছুটে গেছেন। কখনও আবার পাঠিয়েছেন তার প্রতিনিধি। দিয়েছেন সাহস, করেছেন সার্বিক সহযোগিতা।

গত মার্চের শেষ সপ্তাহ থেকে এ পর্যন্ত তিনি প্রায় ত্রিশ হাজার দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

তিনি আরো বলেন, করোনায় আক্রান্ত বহু পরিবার ও তাদের সন্তানদের দায়িত্ব নিয়ে তিনি হয়ে ওঠেন সাধারণ মানুষের কাছে মমতাময়ী। প্রায় এক হাজার মধ্যবিত্ত পরিবারকে গোপনে অর্থ ও উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন এ মমতাময়ী নারী। তিনি সবার পাশে থাকতে থাকতে আজ তিনিই করোনায় আক্রান্ত হয়ে পরেছেন। তাই আমি তার দ্রুত আরোগ্য কামনা করি এবং সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করছি। যেন তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।

বক্তাবলীতে খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালন করতে এসে ধাওয়া খেলেন স্বপন চৌধুরী

স্টাফ রিপোর্টার : বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ১৩তম কারামুক্তি দিবস রাতের অন্ধকারে পালন করতে এসে ধাওয়া খেলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহ সভাপতি মো.স্বপন চৌধুরী।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহ সভাপতি স্বপন চৌধুরী কয়েকজন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে বেগম খালেদা জিয়ার ১৩তম কারামুক্তি দিবস পালন করতে বক্তাবলী বাজারস্থ কিংবার্গার ফাস্টফুড চাইনিজ রেস্টুরেন্টে অবস্থাম নেয়।এসংবাদ পেয়ে বক্তাবলী ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দরা অনুষ্ঠানে এসে ব্যানার ছিড়ে ফেলে অনুষ্ঠানটি পন্ড করে দেয় এবং দাওয়া করে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টায় বক্তাবলীতে এঘটনা ঘটে।

এব্যাপারে জেলা যুবদলের সহ সভাপতি স্বপন চৌধুরী বলেন, এধরণের কোন ঘটনা ঘটেনি।

বক্তাবলীর জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব এম শওকত আলী সুস্থ

নিউজ প্রতিদিন : বক্তাবলী ইউনিয়ন পরিষদের রাষ্ট্রিয় স্বর্ণপদক প্রাপ্ত জনপ্রিয় চেয়ারম্যান ফতুল্লা থানা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ্ব এম শওকত আলী আল্লাহ রহমতে সকলের দোয়ায় অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন।

বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী ইফতেখারুজ্জামান শাহীন মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে জানান,জননেতা আলহাজ্ব এম শওকত আলী অসুস্থ হওয়ার পর তার সুস্থতা কামনা করে যারা মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়েছেন তাদের কাছে কৃতজ্ঞ।

বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী  ইফতেখারুজ্জামান শাহীন আরো জানান, বাংলাদেশ আওয়ামী লীগ ফতুল্লা থানার গরিব দুঃখী ও মেহনতী মানুষের সুখ দুঃখের সাথী বক্তাবলী ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান (রাষ্ট্রীয় স্বর্ণপদক প্রাপ্ত) জননেতা আলহাজ্ব এম শওকত আলী এখন আগের চাইতে অনেকটাই সুস্থ। ইনশাআল্লাহ আগামী কিছুদিনের মধ্যেই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে নিজের সকল কার্যকর্মে ফিরবেন। ইনশাল্লাহ।

তার সুস্বাস্থ্যসহ দীর্ঘায়ু কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করছি।