৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 59

বক্তাবলীতে কালভার্ট নির্মাণকাজের উদ্বোধন করেন শওকত আলী

নিউজ প্রতিদিন: নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীর আনন্দবাজারে একটি কালভার্ট নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রকল্পের এ নির্মাণকাজের উদ্বোধন করেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান আলহাজ্ব এম শওকত আলী।

এসময় উপস্থিত ছিলেন-প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজলু ইসলাম, বক্তাবলীর ৩নং ওয়ার্ড সদস্য আতাউর রহমান, ৭নং ওয়ার্ড সদস্য জলিল গাজী, ৯নং ওয়ার্ড সদস্য আমজাদ হোসেন, আওয়ামীলীগ নেতা ছিদ্দিকুর রহমান, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক আফসারউদ্দিন, নুরুল ইসলাম মোল্লা, মান্নান ছিদ্দিকি, আমান উল্লাহ মোল্লা, শাহাদাত হোসেন, সিরাজ মিয়া, হাজী দেলোয়ার, মাহমুদ মাদবর, চুন্নু চৌধুরী, মোশারফ চৌধুরী, মোকলেছ মোড়ল প্রমুখ।

৩০ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে আনন্দবাজারের মীরগঞ্জ খালের উপর ১৫ মিটার দৈর্ঘ্যের এ কালভার্টটি নির্মাণ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স বাঁধন এন্টারপ্রাইজ।

ফতুল্লার কাশীপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি শ্যামল গ্রেফতার

নিউজ প্রতিদিন : ফতুল্লার কাশীপুরে ধর্ষিতার বিরুদ্ধে প্রহসন মূলক বিচার করে ধর্ষককে ছেড়ে দেওয়ায় ধর্ষিতার মা ইয়াছমিন মামলা দায়ের করলে কাশীপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি শ্যামলকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২১ জানুয়ারী) ভোরে কাশীপুর গোয়ালবন্ধস্থ তার নিজ বাড়ি থেকে এস আই মোবারক আসামী শ্যামলকে গ্রেফতার করেন ।

পুলিশ জানায়, মামলার বাদি ইয়াছমিন খানমের মেয়েকে ধর্ষণ করার পর এ নিয়ে কাশীপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি শ্যামল বিচার করার নাম করে ঘটনা ধামাপাচা দিয়ে ধর্ষককে ছেড়ে দেন। এই ঘটনায় অসন্তুষ্ট হয়ে ধর্ষিতার মা শ্যামলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ধর্ষককে সহোযোগিতা করার অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, শ্যামল স্থানীয়ভাবে দলীয় প্রভাব খাটিয়ে অন্যায়ভাবে বিচারকার্য পরিচালনা করে থাকেন । তার বিরুদ্ধে অসখ্য অভিযোগ থাকা সত্বেও স্থানীয় প্রভাবশালী আওয়ামীলীগ নেতার ছত্রছায়ায় থাকায় তাকে কেউ কিছু বলতে পারেনা।

মন্ত্রিত্ব হারাচ্ছেন ওবায়দুল কাদের-শ.ম রেজাউল করিম!

নিউজ প্রতিদিন: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনের পরই মন্ত্রিসভায় রদবদল করা হচ্ছে। তখনই সরকারের হেভিওয়েট দুইজন মন্ত্রীকে সরিয়ে দেয়ার আভাস পাওয়া গেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং সরকারের উচ্চ পর্যায় থেকে। কয়েকজন ব্যর্থ মন্ত্রীদের সাথে নতুন করে মন্ত্রীত্ব হারানোর তালিকায় যোগ হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এ্যাডভোকেট শ.ম রেজাউল করিম। আওয়ামী লীগের সর্বোচ্চ ফোরাম থেকে শুরু করে গণভবনের বিশস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, সরকার এবং দলকে আলাদা করার জন্যই ওবায়দুল কাদেরকে সরিয়ে দেয়া হচ্ছে মন্ত্রণালয় থেকে। অসুস্থতার পর থেকে তিনি আরো বেশি কর্মস্পৃহা দেখাতে পারলেও সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে থাকার সময় স্বরসতী পূজার দিনই (৩০ জানুয়ারি) সিটি নির্বাচন হবে-এমন একটি বক্তব্য শেখ হাসিনার সঙ্গে আলোচনা না করেই গণমাধ্যমে খুব জোরালোভাবে উপস্থাপন করেন। এছাড়া হাতঘড়ি কেলেংকারি থেকে শুরু করে গত মেয়াদে সাধারণ সম্পাদক থাকাকালে সারাদেশে আওয়ামী লীগে সবচে বেশি অনুপ্রবেশকারীদের সুযোগ করে দেয়ার মতো ঘোরতর অভিযোগ রয়েছে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে।

এমনকি, স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের আগ পর্যন্ত ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার যে পরিকল্পনা ছিল, সেটিও ভেস্তে যাচ্ছে। কেননা পদ্মা সেতু বাস্তবায়ন এবং বিশ্বব্যাংকের ঋণ কেলেংকারি থেকে দায়মুক্তি পাওয়া সাবেক মন্ত্রী আবুল হোসেনকে আবারো মন্ত্রীত্বে ফিরিয়ে আনার ইচ্ছের কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ঘনিষ্ঠজনদের জানিয়েছেন।

অপরদিকে, পিরোজপুর-১ আসন থেকে প্রথমবার নির্বাচিত হয়েই সরকারের অতি গুরুত্বপূর্ণ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পান এ্যাডভোকেট শ. ম রেজাউল করিম। আসন্ন মন্ত্রিসভা রদবদলের সময় তার কপালেও মন্ত্রীত্ব আর থাকছে না বলে জানিয়েছে সরকারের উচ্চ পর্যায়ের সূত্রটি।

জানা গেছে, শ. ম রেজাউল করিম স্থানীয় রাজনীতিতে আওয়ামী লীগেরই একজন সাবেক সংসদ সদস্যকে কোণঠাসা করতে উঠে পরে লেগেছেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অভিযোগও জানানো হয়েছে।

অপরদিকে, নিজে সরাসরি দুর্নীতির সাথে সম্পৃক্ত না হলেও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম রেজাউল করিমের পরিবার বিশেষ করে তার ভাই এবং ব্যক্তিগত সহকারী বিভিন্ন পর্যায়ের দুর্নীতির সাথে জড়িত রয়েছে। বিশেষ করে গণপূর্ত অধিদপ্তরের টেন্ডারবাজির সাথে গণপূর্ত মন্ত্রীর ভাইদের নগ্ন হস্তক্ষেপের বিষয়ে সুনিদির্ষ্ট অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, আওয়ামী লীগের নতুন কমিটিতেও ঠাঁই পাননি আগের কমিটির আইনবিষয়ক সম্পাদক শ.ম রেজাউল করিম।    সূত্র:ভোরের পাতা

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে  তিন সাংবাদিকসহ পাঁচ দালাল আটক

নিউজ প্রতিদিন: সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে তিন সাংবাদিকসহ পাঁচ দালালকে আটক করেছে সিআইডি।

তাদের কাছ থেকে ৮৮টি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে সিআইডি নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার মো. হারুন-অর-রশিদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

আটক তিন সাংবাদিক হলেন- বাংলাদেশ সংবাদ ডটনেটের জেলা প্রতিনিধি রিফাত (২০), প্রেস নিউজ ২৪ ডটকমের জুনায়েদ আহমেদ জনি (২৮), প্রভাতী নিউজের আল আমিন (২৩)। তাদের কাছ থেকে ওই তিনটি পত্রিকার পরিচয়পত্রও উদ্ধার করা হয়েছে। আটক অন্য দুই ব্যক্তি হলেন- মনির হোসেন (৩৫) ও রাশেদ (৩২)।

তাদের কাছ থেকে ৮৮টি পাসপোর্ট, ৬০৫টি পাসপোর্ট ডেলিভারির মূল রশিদ, বেশ কয়েকটি জাতীয় পরিচয়পত্র, সত্যায়িত করার জন্য সরকারি বিভিন্ন দফতরের প্রথম শ্রেণির কর্মকর্তাদের ১০টি ভুয়া সিল উদ্ধার করেছে পুলিশ।

নাঃগঞ্জ যুব উন্নয়ন উপ-পরিচালক শাহরিয়ার রেজাকে “অগ্রসর” এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

নিউজ প্রতিদিন: জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শাহরিয়ার রেজাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক সংগঠন অগ্রসর এর নেতৃবৃন্দ। রোববার দুপুরে তার কার্যালয়ে গিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ বদিউজ্জামান, সাধারন সম্পাদক মোঃ সুমন আহমেদ, যুগ্ম সাধারন সম্পাদক হারুনুর রশিদ সাগর,আইন বিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ সিদ্দিক। এসময় শাহরিয়ার রেজা আপ্যায়ন পর্ব শেষে সংগঠনের নেতৃবৃন্দকে বলেন, আপনারা সমাজের জন্য ভালো ভালো কাজ করেন আমি আপনাদের পাশে আছি।

ফতুল্লা থানা আ’লীগের সভাপতি বাদলের পুত্র নয়নের মাগফেরাত কামনায় দোয়া

নিউজ প্রতিদিন: ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফউল্লাহ বাদলের বড় পুত্র মোসাব্বির আলম নয়নের আত্মার মাগফেরাত কামনা করে কোরআন খতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারী) বাদ আছর বক্তাবলী কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজ্বী আফাজ উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান আলহাজ্ব এম শওকত আলী।

এসময় আরো উপস্থিত ছিলেন,ফতুল্লা থানা ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আবুল হোসেন প্রধান, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল মিয়া,আতাউর রহমান প্রধান,মনির হোসেন মেম্বার,ওমর ফারুক মেম্বার, আমজাদ হোসেন মেম্বার, মজিবুর রহমান শিকদার,ফতুল্লা থানা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, আব্দুর রফিক নান্নু, আলী হোসেন, তৈয়ব আলী ভূইয়া,মো.বাছির সরদার,মো.সিরাজুল ইসলাম, আরব আলী ভূইয়া,হাজ্বী মোঃ সামেদ আলী ও মোঃ মিন্টু প্রমুখ।

ফতুল্লায় গলাকেটে ও কুপিয়ে হত্যার ঘটনায় মা-খালাসহ গ্রেপ্তার-৩

নিউজ প্রতিদিন: নারায়ণগঞ্জের ফতুল্লায় আব্দুর রহিম (৩৫) নামে এক ইলেকট্রিক মিস্ত্রিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের মূল হোতা সাদ্দাম হোসেন আসিফসহ (২৭) তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে হত্যার আলামত নষ্টের অভিযোগে আসিফের মা ও খালাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (১৭ জানুয়ারি) গভীর রাতে মুন্সিগঞ্জের বিক্রমপুরের হাসাইল এলাকা থেকে আসিফ এবং মাসদাইর গুদারাঘাট এলাকা থেকে তার মা ও খালাকে গ্রেফতার করা হয়।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে আসিফকে প্রধান আসামি করে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা করেন নিহতের মা রহিমা বেগম। গ্রেফতার আসিফ ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকার আমির খসরুর ছেলে।

নিহত আব্দুর রহিম শরীয়তপুরের জাজিরা থানার মাঝিকান্দির ইমান আলীর ছেলে। তারা সপরিবার ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকার ইলিয়াস সরদারের বাড়িতে ভাড়া থাকতেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মাসদাইর গুদারাঘাট এলাকার ইমান আলীর ছেলে আব্দুর রহিম ইলেকট্রিকের কাজ করেন। কিছুদিন আগে আসিফের বাড়িতে ইলেকট্রিকের কাজ বাবদ পাঁচ হাজার টাকা পাওনা রয়েছেন রহিম।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাসদাইর গুদারাঘাট এলাকায় আসিফকে দেখে পাওনা টাকা চান রহিম। টাকা চাওয়ায় আসিফের সঙ্গে কথা কাটাকাটি হয় রহিমের। একপর্যায়ে আসিফসহ আরও কয়েকজন রহিমকে ছুরিকাঘাত করে ফেলে যান। স্থানীয়রা রহিমকে উদ্ধার করে নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, পাওনা পাঁচ হাজার টাকা চাওয়ায় রহিমকে ছুরিকাঘাতে হত্যা করে আসিফসহ কয়েকজন। এ ঘটনায় আসিফকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে হত্যার আলামত নষ্টের অপরাধে আসিফের মা রাজিয়া ও খালা সুলতানা বেগমকে গ্রেফতার করা হয়েছে।

অবশেষে আলাউদ্দিন হাওলাদার গ্রেফতার

নিউজ প্রতিদিন: ফতুল্লার পাগলায় মধ্যযুগীয় কায়দায় দুই যুবককে নির্যাতনের অভিযোগে অবশেষে আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন হাওলাদারকে গ্রেফতার করেছে ফতুল্লা থানা পুলিশ । তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাকে ঢাকার ওয়ারী থেকে শুক্রবার ভোর ৬টায় গ্রেফতার করা হয়।
ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন জানান, এসআই সালেকের নেতৃত্বে পুলিশের একটি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় আলাউদ্দিন হাওলাদারকে ওয়ারী থেকে গ্রেফতার করে।

ফতুল্লার পাগলায় দুই যুবককে ছাগল চোর আখ্যা দিয়ে মধ্যযুগীয় কায়দায় পেটানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। পিটুনিতে আহত নাঈম (২৫) কুতুবপুর ইউনিয়নের মুসলিমপাড়া এলাকার আব্দুর রব মাস্টারের ছেলে এবং অপরজন একই এলাকার রাতুল (৩০)।
বছরের প্রথম দিন ১ জানুয়ারি ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য ও কুতুবপুর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হাওলাদারের নিজ বাড়ির কার্যালয়ে এঘটনা ঘটে।পিটিয়ে এদিনই গুরুতর আহত যুবকদের পুলিশে দেন আলাউদ্দিন হাওলাদার। একইদিন উল্টো সাজানো ঘটনায় ফতুল্লা মডেল থানা পুলিশ আহত যুবকদের ছাগল চুরির মামলায় আদালতে প্রেরণ করে।
ওই সময় ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করেছিলেন, ২০১৯ সালের ১২ ডিসেম্বর শাহী মহল্লা এলাকার শফিকুল ইসলামের দুটি বিদেশি জাতের ছাগল চুরি হয়। তথ্য প্রযুক্তি ব্যবহার করে দুজন চোরকে ধরে তাদের স্বীকারুক্তিতে মুন্সিগঞ্জ থেকে ছাগল দুটি উদ্ধার করা হয়।
আলাউদ্দিন হাওলাদার বলেন, নাঈম ও রাতুলকে মারধরের সময় ছাগলের মালিক শরীফ মিয়া নিজেই তার মোবাইলে ভিডিও ধারণ করেন। এদিকে ভিডিওতে দেখা গেছে, দুই যুবককে পেটানো হচ্ছে। আর সেই পেটানোর নির্দেশ দিচ্ছেন আলাউদ্দিন হাওলাদার।
নাঈমের মা নাজমা বেগম বলেন, আমার ছেলে প্রিন্টিং কারখানায় কাজ করে। ৩১ ডিসেম্বর রাতুলের সঙ্গে তাকেও মারতে মারতে নিয়ে গেছে। পরে আবার আলাউদ্দিন হাওলাদার তার অফিসে নিয়ে গিয়া ইচ্ছামত পিটিয়ে গুরুতর আহত হয়েছেন।
একটা পাগলা কুকুরকেও মানুষ এভাবে পিটায় না। আমার ছেলে অন্যায় করলে আমাদের জানাতে পারতো, পুলিশে দিতো। আমরা ওই বর্বরদের নির্যাতনের বিচার চাই।
এ বিষয়ে ফতুল্লা থানার এস আই মোদাচ্ছের জানায় ছাগল চুরির অভিযোগ পেয়ে আমি তদন্তে গিয়ে ছাগল উদ্বার সহ চোরদের গ্রেফতার করতে পারিনি।তবে একটি ভিডি ও ফুটেজে চুরির ঘটনাটি দেখা গেছে।পরবর্তীতে বাদী একদিন ফোন করে আমাকে জানায় চোরেরা জালকুড়ী এলাকায় অবস্থান করছে।ঐ এলাকায় আমার ডিউটি না থাকায় আমি তখন এস আই সালেক কে বিষয়টি অবগত করি।সালেক তখন গিয়ে চুরির সাথে জড়িতদের গ্রেফতার করে পরবর্তীতে তাদের স্বীকারোক্তি মোতাবেক মুন্সিগঞ্জ থেকে চুরি যাওয়া ছাগল উদ্বার করা হয়ে।আটককৃত চোরদের বিরুদ্বে মামলা হয় এবং তাদেরকে আাদালতে চালান দেয়া হয়।

নারায়ণগঞ্জে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নিউজ প্রতিদিন: নারায়ণগঞ্জে ৩ সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে সাংবাদিকরা। বুধবার (১৫ জানুয়ারি) বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় সাংবাদিকরা আনন্দ টিভির জেলা প্রতিনিধি ও নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর প্রকাশক ও সম্পাক সৈয়দ সিফাত আল রহমানসহ ৩ সাংবাদিকের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের করে উপযুক্ত বিচারের দাবি জানায়।

মানববন্ধনে সাংবাদিকরা বলেন, আমরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সময় হামলা-মামলার শিকার হই। কিন্তু উপযুক্ত বিচার পাইনা। সাংবাদিকরে উপর হামলার উপযুক্ত বিচার হলে তারা আর এমন কাজ করতে সাহস পেতো না। সাংবাদিকরা একের পর এক হামলার শিকার হচ্ছে। আমরা সাংবাদিকরা যদি একদিন আমাদের কাজ বন্ধ রাখি তাহলে দেশ অচল হয়ে যাবে। তাহলে কেনো আমরা বিচার পাবো না। সাংবাদিকরা জাতির বিবেক, সমাজের দর্পণ। আর এ সাংবাদিকদেরকে যখন পারে মিথ্যা মামলা ঠোকে দেয়।

সাংবাদিকরা আরো বলেন, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি। নারায়ণগঞ্জে ৩ সাংবাদিকদের উপর হামলাকারী সোয়াদকে দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। ৪৮ ঘন্টার মধ্যে সন্ত্রাসী সোয়াদকে গ্রেফতার করা না হলে শুধু নারায়ণগঞ্জ নয় সারাদেশের সাংবাদিকদের নিয়ে কঠোর আন্দোলনে নামবো।

নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটুর সভাপতিত্বে এবং নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এনামুল হক সিদ্দিকীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মাহমুদুল হাসান কচি, ফতুল্লা মডেল প্রেসক্লাবের সভাপতি আনিসুজ্জামান অনু,ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম,সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ বাঁধন, দৈনিক ভোরের কথা পত্রিকার সম্পাদক আরিফুজ্জামান, অনলাইন নিউজ পোর্টাল টপ নিউজ ডট কম এর সম্পাদক মহসীন আলম, দৈনিক অপরাধ রিপোর্ট পত্রিকার সম্পাদক মাসুদুর রহমান দিপু, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আরজু, বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি সাব্বির সেন্টু, অনলাইন নিউজ পোর্টাল ঢাকার নিউজ ডট কম এর প্রধান সম্পাদক ও মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রীতি, দৈনিক খবর পত্রের জেলা প্রতিনিধি মনির হোসেন, সাংবাদিক সাহাদাৎ হোসেন ভূইয়া ও সাংবাদিক জামান খান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, এশিয়া টেলিভিশনের জেলা প্রতিনিধি হাবিবুর রহমান মামুন, বিজয় টিভির ফতুল্লা প্রতিনিধি মো:বদিউজ্জামান, সময়ের চিন্তার সম্পাদক সুলতান মাহমুদ, দৈনিক অগ্রবানীর সহ সম্পাদক উত্তম কুমার সাহা, সিটি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান কাউসার, সাংবাদিক জাহাঙ্গীর ডালিম, জয়যাত্রা টেলিভিশনের জেলা প্রতিনিধি আলী হোসেন, চ্যানেল এস এর ফতুল্লা প্রতিনিধি আর জে জনি, চ্যানেল ৭১ এর ফতুল্লা প্রতিনিধি রাসেল, নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর সহকারী বার্তা সম্পাদক সৈয়দ রিফাত আল রহমান, নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর স্টাফ রিপোর্টার মো. রাব্বী সরকার, সিটি নিউজ ২৪ এর ফটো সাংবাদিক রতন, ভোরের সমাচার প্রত্রিকার ফটো সাংবাদিক এর জুয়েল আলী, নারায়ণগঞ্জ প্রতিদিনের ফটো সাংবাদিক রিপন, আয়েশা, খাদিজা আক্তার ভাবনা ও সঙ্গীত শিল্পী রিয়া খান সহ বিভিন্ন স্তরের সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ৩টার দিকে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে সোনারগাঁ যাওয়ার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন আনন্দ টিভির জেলা প্রতিনিধি ও নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডটকম এর প্রকাশক ও সম্পাদক সৈয়দ সিফাত রহমান লিংকন, অগ্রবানী প্রতিদিনের ফটো সাংবাদিক জামাল তালুকদার ও জনতার কাগজের সম্পাদক মিজানুর রহমান মিজান। এ ঘটনায় মূল আসামী সোয়াদ গ্রেফতার না হলেও জরিত আবদুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

সিলেটে আজহারীর সকল মাহফিল নিষিদ্ধ করেছে প্রশাসন

নিউজ প্রতিদিন: সিলেটে মাওলানা মিজানুর রহমান আজহারীর সকল ওয়াজ মাহফিল নিষিদ্ধ করেছে প্রশাসন। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে সিলেটের ৩ উপজেলার আলেম, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও রাজনীতিবিদদের সাথে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আগামী ২০ জানুয়ারি সিলেট কানাইঘাটের মুকিগঞ্জ বাজার জামেয়া মাঠে অনুষ্ঠিতব্য তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে আসার কথা ছিল তার। তবে আজাহারির আগমনের সংবাদ নিয়ে ইতোমধ্যে কানাইঘাটে দেখা দিয়েছে উত্তেজনা। মাহফিলের পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়েছেন উপজেলার আলিয়া ও কওমিপন্থী আলেম-ওলামা এবং দু’পক্ষের সমর্থকরা।

ওই দিন দরবস্তের হাজারী সেনাগ্রাম মাঠে ও সিলেটের ওসমানীনগরসহ ৩টি মাহফিলে তার বয়ান রাখার কথা ছিল। আজহারি সিলেটে আসছেন এমন খবরে গত দুই দিন থেকে কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলার মানুষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছিল। তাকে প্রতিহতের ডাকও দিয়েছিলেন কানাইঘাট ও জইন্তাপুরের মানুষ।

উত্তপ্ত পরিস্থিতি নিয়ে বুধবার বিকেল ৩ টায় জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম সিলেটের আলেম সমাজ, ব্যবসায়ী, রাজনীতিবিদদের নিয়ে এক বৈঠক করেন।

বৈঠকে মিজানুর রহমান আজহারীর বিভিন্ন বিতর্কিত ওয়াজ নিয়ে আলোচনা করা হয়। হযরত আলী (রা.) মদ খেয়ে নামাজে দাঁড়িয়ে ছিলেন, বিবি খাদিজা (রা.) তালাকপ্রাপ্ত, নবী (স.) এর শরীর ৬ প্যাক ছিল, এধরণের বিতর্কিত ওয়াজ করায় আলেম সমাজে নানান প্রতিক্রিয়া দেখা দেয়। সভায় আলেমগণ বলেন, এরকম ওয়াজ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

সভায় সিদ্ধান্ত নেয়া হয়, যেহেতু তার বয়ান বিতর্ক তৈরী করছে, সুতরাং সিলেটে আজহারীর অনুষ্টিতব্য সকল মাহফিলে তিনি উপস্থিত থাকতে পারবেন না। ভবিষ্যতে তাকে নিয়ে সিলেটে কোন ওয়াজ মাহফিলের আয়োজন করলে প্রশাসনের অনুমতি নিতে হবে প্রথমে। কেবল প্রশাসন অনুমতি দিলে সিলেটে তিনি ওয়াজ মাহফিলে বয়ান করতে পারবেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন, দারুল উলুম কানাইঘাট মাদ্রাসার মুহতামিম মাওলানা আলীম উদ্দিন দৌলতপুরি, হরিপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা হিলাল আহমদ, হেম দারুল উলুম মাদ্রাশার মুহতামিম মাওলানা জিল্লুর রহমান, দরবস্ত মাদ্রাশার মুহতামিম মাওলানা আবু হানিফ, জৈন্তাপুর লাম্নিগ্রাম মাদ্রাশার মুহতামিম আব্দুল জব্বার, হরিপুর মাদ্রাশার শায়খুল হাদিছ মাওলানা নজরুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলা উদ্দিন, যুগ্ন সম্পাদক ফয়েজ আহমদ বাবর, উপদপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদ, কানাইঘাট উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ সাকের, কানাইঘাট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, চতুল ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন, ব্যবসায়ী ফারুক আহমদ। এছাড়া জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা, এবং সংশ্লিষ্ট থানার ওসি উপস্থিত ছিলেন।