১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 74

পত্রিকার সম্পাদকদের সাথে জৈনপুরী পীর এনায়েতুল্লাহ আব্বাসী মতবিনিময়

নিউজ প্রতিদিন:নারায়ণগঞ্জের বহুল প্রচারিত দৈনিক প্রিন্ট মিডিয়া ও অনলাইন পোর্টাল সম্পাদকদের সাথে সন্ত্রাস,মাদক নির্মুল ও সমসাময়িক ঘটনার প্রেক্ষিতে মতবিনিময় সভা করেছেনে জৈনপুরী পীর ড. এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী।

১৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)বেলা ১২টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের একটি রেস্টুরেন্টে এ মতবিনমিয় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় জৈনপুরী পীর ড. এনায়েতুল্লাহ আব্বাসী সমসাময়িক ও বিভিন্ন ইস্যু নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন। নারায়ণগঞ্জ জেলার সাংবাদিকদের সাথে পরিচিতি বৃদ্ধি করেতাদের সাথে দূরত্ব ঘোচাতেই এ সভার আয়োজন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সম্প্রতি বিভিন্ন ইস্যুতে পত্রিকার হেডলাইন হয়েছেন জৈনপুরী পীর ও তার ভাইয়েরা। এসব বিষয়েও উক্ত সভায় নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী।

যেকোন অভিযোগ কিংবা অন্য কোন বিষয়ে তাকে বা তার পরিবারের কাউকে নিয়ে পত্রিকায় লেখালেখি করার পূর্বে তাদের সাথে যোগাযোগ করার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী।

উক্ত সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পোর্টালের সম্পাদক ও জাতীয় পত্রিকার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

নাতির বিশেষ ‘অঙ্গ’ কেটে দিল দাদি

নিউজ প্রতিদিন: আলমডাঙ্গা উপজেলার পাইক পাড়া গ্রামের সাজ্জাদ আলীর দুই সন্তানের জননী স্ত্রী শখের বানুকে (৩০) রেখে গত ১১ মাস আগে বিদেশে পাড়ি জমিয়েছে। এই সুযোগে স্ত্রী শখের বানু প্রতিবেশি নাতি সম্পর্কের যুবক মানিকের (২৭) সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় প্রেমিক নাতির বিয়ের খবরে রাতে ঘরে ডেকে লিঙ্গ কেটে দিল দাদি। ঘটনাটি ঘটেছে জেলার আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া গ্রামে। রাতেই গুরুতর রক্তাক্ত অবস্থায় নাতি মানিককে (২৭) আলমডাঙ্গা শহরের শেফা ক্লিনিকে ভর্তি করা হয়েছে। কর্তিত লি’ঙ্গ ৮টি সেলাই দেওয়া হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, মানিক পাইকপাড়া গ্রামের আলমঙ্গীর আলীর ছেলে। দীর্ঘদিন ধরে নাতি মানিক ও দাদি শখের বানুর শারীরিক সম্পর্ক করে বলেও জানা যায়। এরই মধ্যে বিপত্তি। অবিবাহিত প্রেমিক নাতি মানিকের বিয়ে পাকাপোক্ত হয়। সে বিয়েতে মত ছিল প্রেমিক নাতির। এতে রাগে-ক্ষোভে পড়ে দাদি। তিনি প্রতিশোধের আগুন বুকে নিয়ে ঘুরছিলেন।

হঠাৎ গত ১৬ সেপ্টেম্বর দিনগত রাতে দাদি প্রেমিক নাতিকে তার ঘরে মোবাইলফোনে ডেকে নেন। পরে উত্তেজিত অবস্থায় প্রেমিক নাতির লি’ঙ্গে লুকিয়ে রাখা ব্লেড দিয়ে পোস মারেন। এতে গুরুতর রক্তাক্ত জখম হন প্রেমিক নাতি। তার অবস্থা বেগতিক হলে নাক-লজ্জ্বার মাথা খেয়ে চিকিৎসার জন্য আলমডাঙ্গার শেফা ক্লিনিকে ভর্তি করা হয়।এদিকে ক্লিনিকসূত্রে জানা যায়, মানিকের কর্তিত লিঙ্গে মোট আটটি সেলাই দিতে হয়েছে। বর্তমানে সে ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।

নারায়ণগঞ্জে সেভেন মার্ডারের পর ট্রিপল মার্ডার

নিউজ প্রতিদিন: সেভেন মার্ডারের পর সিদ্ধিরগঞ্জে এবার ট্রিপল মার্ডারের ঘটনা ঘটেছে। একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের সিআই খোলা এলাকার আনোয়ারের বাড়ি থেকে ওই তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন- সিদ্ধিরগঞ্জের জোনাকি ফিলিং স্টেশনের কর্মচারী সুমনের স্ত্রী নাসরিন (২৮), শিশু নুসরাত (৬) ও খাদিজা (২)। এ ঘটনায় গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, আব্বাস মাদকাসক্ত। নারায়ণগঞ্জ পুলিশ সুপার হারুন-অর রশীদসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন । হত্যাকান্ডের আলামত সংগ্রহ করতে পিবিআই এবং ঢাকা থেকে সিআইডির ফরেনসিকের বিশেষজ্ঞ টিমও আসেন। পারিবারিক কলহের কারনে এই হত্যাকান্ড কি না তার তদন্ত করছে পুলিশ।

নারায়ণগঞ্জ পুলিশ সুপার বলেন, পারিবাারিক কারনে এই হত্যাকান্ড কি না তা তদন্ত করা হচ্ছে। আব্বাসের সাথে তার স্ত্রীর ঝগড়া হয়, পরে আব্বাসের স্ত্রী নিহত ছোট বোন নাজমীনের বাসায় চলে আসে। ঘটনার দিন আব্বাসের স্ত্রী ইয়াসমিন সকালে গামেন্টসে চলে যাওয়ার পর আব্বাস নাজমীন এর বাসায় আসে। এর পরে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এই সূত্র ধরেই হত্যা কান্ডটি হতে পারে। আব্বাসকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে।। ঘটনার সত্যতা এবং বিস্তারিত তদন্ত করে জানা যাবে।

বাংলাদেশের সাফল্য কাজে লাগাতে বক্তাবলীতে ইউএনডিপি প্রতিনিধি দল

নিউজ প্রতিদিন ডট নেট: শহুরে দারিদ্রতা হ্রাসে বাংলাদেশের সাফল্য ও অভিজ্ঞতা বিনিময় করতে সদর উপজেলার বক্তাবলীতে ডিজিটাল সেন্টার প্রকল্প পরিদর্শন করেছে ফিলিপাইন সরকার ও জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) একটি দল। প্রতিনিধি দলটি এ প্রকল্পে ‘ডিজিটাল প্রযুক্তি’ ব্যবহারে বাংলাদেশের অগ্রগতির বিষয়টিও গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করে। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ফিলিপাইন সরকার ও ইউএনডিপি’র ওই দল বক্তাবলী ইউনিয়ন পরিষদে আসেন।

ইউএনডিপি ফিলিপাইনের আবাসিক প্রতিনিধি টাইটন মিত্রের নেতৃত্বে এসময় প্রতিনিধি দলে ছিলেন-ইউএনডিপির ফিলিপাইনের জেষ্ঠ্য প্রকল্প উপদেষ্টা উপদেষ্টা অ্যান্ড্রু পার্কার, ফিলিপাইনের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কারিগরী সহকারী ফৌজিয়া আবদুল্লাহ, মোহাম্মদ নূর আবদুল্লা অ্যাঙ্গি, ইউএনডিপি বাংলাদেশের দারিদ্র্য ও নগরায়ণ প্রকল্প প্রধান আশিকুর রহমান প্রমুখ।প্রতিনিধি দল বাংলাদেশ সরকারের এটুআই প্রকল্পের অধীন ইউনিয়ন পরিষদগুলোতে ডিজিটালাইজেশন প্রকল্পের প্রশংসা করেন। তাদের মতে, আধুনিককালে এ প্রযুক্তির ব্যবহারের বাংলাদেশ সরকার প্রশংসীয় সাফল্য অর্জন করেছে।

বক্তাবলী ইউনিয়ন পরিষদে প্রতিনিধি দলটিকে স্বাগত জানান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী। এসময় যুবলীগ নেতা আনোয়ার হোসাইন, নাসির মাদবর, খোরশেদ আলম মাস্টার ও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি দলটি এর আগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন পরিদর্শন করেন। তাদের স্বাগত জানান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। উভয় পক্ষ দু’দেশের শহুরে দারিদ্রতা নিরসনে স্ব-স্ব প্রকল্প নিয়ে আলোচনা করেন।

এসময় মেয়র আইভী বলেন, এই প্রকল্পটি দরিদ্র বিশেষত মহিলাদের দারিদ্র্য থেকে উন্নত হতে সহায়তা করছে। এ প্রকল্পের মাধ্যমে দারিদ্র জনগোষ্ঠি সিটি কর্পোরেশনের আরও কাছাকাছি এসেছে। এ উদ্যোগের জন্য ইউএনডিপিকে ধন্যবাদ জানিয়ে মেয়র আরও বলেন, আমরা আশা করছি প্রকল্পটি সারাদেশে প্রসারিত হবে।

পরে প্রতিনিধি দলটি ফতুল্লায় এলআইইউপিসি প্রকল্পের সাইট পরিদর্শন করেন।

রক্তের গরম কতটুকু আমি সেটা জানি-শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমান বলেছেন, যুদ্ধাপরাধী গোলাম আজমকে নিষিদ্ধ করেছিলাম এটাই কি আমাদের দোষ। এই অপরাধে আমাদের অফিসে বোম হামলা করা হয়েছিল। সারা দেশে কোথাও আরডিএস মারা হয় নাই। আমাদের উপর আরডিএস মারা হয়েছিল। চন্দনের পা উড়ে গিয়ে পরেছিল দুরে। আমার হাত খুলে গিয়েছিল পা নষ্ট হয়ে গিয়েছিল আমার বিশটা ছেলে মুহূর্তে নাই হইয়া গেল। রক্তের উপর শুয়েছিলাম। রক্তের গরম কতটুকু আমি সেটা জানি।

(১৭ সেপ্টেম্বর ২০১৯) মঙ্গলবার  সন্ধ্যা ৭টায় ফতুল্লা বাজারে শাহ্ ফতেহউল্লাহ কনভেনশন হলের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাকে বারবার জিজ্ঞেস করছিলেন ‘কিছু বলবেন’। আমি বারবার বলছিলাম, শেখ হাসিনাকে বাঁচান। আমি মরে গেলে এই দেশের কিছু হবে না। হয়তো বউ বাচ্চারা একটু কাঁদবে। আপনারা যারা ভালোবাসেন তারা কয়েকদিন মনে রাখবেন। কিন্তু শেখ হাসিনার কিছু হলে দেশ পিছিয়ে যেত। তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

শামীম ওসমান আরো বলেন, আমরা নিজেরাই জাতীর পিতা বঙ্গবন্ধুকে হত্যা করেছি। আমরা কাকে হত্যা করেছি, একটা বার কল্পনা করে দেখেছেন। আজ বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশ আরো এগিয়ে যেতো। তারই ধারাবাহিকতা ধরে রাখতে তার কন্যা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তোমাদেরই পূর্ব পুরুষরা হত্যা করেছে বঙ্গবন্ধুকে তোমাদের কিছু করার নাই কিন্তু যারা বঙ্গবন্ধু কে হত্যা করেছে তাদের ঘৃণা করতে শিখো।

এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো.শওকত আলী, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী, সিনিয়র সহ-সভাপতি ও এনায়েত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক ও ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন, তদন্ত ওসি হাসানুজ্জামান, ফতুল্লা থানা কমিউনিটি পুলিশিং সভাপতি মীর মোজাম্মেল আলী।

ছাত্রলীগের সভাপতি শোভন ও সম্পাদক রাব্বানীর বিলাসী জীবনের খণ্ডচিত্র

আলোকিত ডেস্ক: ছাত্রলীগ নেতাদের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়শই প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উক্তিটি শেয়ার করেন, “উচ্চ আদর্শ ও সাদামাটা জীবনযাপন, এই হোক তোমাদের আদর্শ।” ছাত্রলীগের উদ্দেশ্যে তিনি বহুবার এই কথা বলেছেন।

তবে আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ থেকে সদ্য পদ হারানো সভাপতি ও সাধারণ সম্পাদকের ক্ষেত্রে ভিন্ন ধারণা পাওয়া যায়। ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলে থেকে সাধারণ জীবনযাপনেই অভ্যস্ত ছিলেন। কিন্তু, পদ পাওয়ার পরপরই তারা রাজধানীর কাঁঠালবাগান ও হাতিরপুলে যথাক্রমে ৭০ হাজার ও ৪০ হাজার টাকার ভাড়া ফ্লাটে জীবনযাপন শুরু করেন। যদিও ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী তাদের কোনো চাকরি অথবা ব্যবসায়ে জড়িত থাকার সুযোগ ছিলো না।

রাব্বানীর দাবি, অবস্থান বিবেচনায় অবিশ্বাস্য মূল্যের হওয়া সত্ত্বেও হাতিরপুলের ২ হাজার ৬শ’ বর্গফুটের ওই ফ্লাট তিনি ভাড়া নিয়েছিলেন মাত্র ৪০ হাজার টাকায়।

তিনি জানিয়েছেন যে, ২০১৫ সাল থেকে বাবা এবং ছোটভাই তার বাসাভাড়া দিয়ে আসছেন।

গত বছর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হওয়ার পরদিন থেকে রাব্বানী টয়োটা কোম্পানির নোয়া মডেলের একটি মাইক্রোবাস ব্যবহার করতে শুরু করেন। তিনি কীভাবে এই গাড়ির মালিক হলেন? এমন প্রশ্নের উত্তরে রাব্বানি বলেন, মাইক্রোবাসের সম্পূর্ণ মূল্য পরিশোধ করা হয়নি, কিস্তির টাকা বকেয়া রয়েছে। তবে সেই কিস্তির টাকা তিনি কী করে পরিশোধ করেন, তা জানাতে চাননি। শোভনেরও এরকম একটি গাড়ি রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের হলে থাকাকালীন ক্যাম্পাসের কোথাও যেতে হলে এই দুজন অন্য সবার মতোই রিকশা ব্যবহার করতেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) রাব্বানী গতমাসে ডাকসু ভবনে তার নিজ কক্ষে একটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) লাগিয়েছেন। এ বিষয়ে তার দাবি, এক শুভাকাঙ্ক্ষী তাকে উপহার হিসেবে এসি লাগিয়ে দিয়েছেন।

গত ৫ সেপ্টেম্বর রাতে শোভন সিলেট থেকে ঢাকায় ফেরার পথে অনেক নেতাকর্মী নিয়ে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহার করেন।

সূত্র (খবর-দ্য ডেইলি স্টার)

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে আগুন

নিউজ প্রতিদিন: নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ভিতরে ও বাইরে আগুন। চারিদিকে শুধু কালো ধোঁয়া আর ধোঁয়া। উপর থেকে চার পাঁচ জন চিৎকার করে বলছে বাঁচাও বাঁচাও। কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিস ও ডিফেন্সের উদ্ধারকারী সদস্যরা ছুটে আসেন জেলা প্রশাসকের কার্যালয়ে।

ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা সদস্যরা প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের ভবনের উপরে ও ভিতরে আটকে থাকা লোকজনদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে হাসপাতালে পাঠান।

রোববার ( ১৫ সেপ্টেম্বর ) সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উদ্যোগে এভাবেই মহড়া প্রদর্শনের আয়োজন করা হয়। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় সুরক্ষায় অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের বিভিন্ন বিষয়ে এ মহড়া অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো.জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক  (শিক্ষা ও আইসিটি) রেহানা আক্তার, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন, ঢাকা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক সালেহ উদ্দিন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তা রঞ্জন সরকার, আড়াইহাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা সোহেল হোসেন, সদর উপজেলার চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান মো.শাহজাহান ভূঁইয়া, আড়াইহাজার উপজেলার চেয়ারম্যান মোজাহিদুর রহমান হেলো সরকারসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাই।

আলীরটেকে পুলিশ ফাঁড়ির প্রয়োজন-এসপি হারুন

নিউজ প্রতিদিন:  বক্তাবলি ইউনিয়নের অনুষ্ঠান শেষে শনিবার(১৪ সেপ্টেম্বর দুপুর ১টায় সদর মডেল থানাধীন আলীরটেক ইউনিয়নের কুড়েরপাড় হাই স্কুল মাঠে ওপেন হাউজ ডে (উন্মুক্ত দিবস)২০১৯ অনুষ্ঠিত হয়।

উক্ত ওপেন হাউজ ডে(উন্মুক্ত দিবসে)  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ। আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত, মো: মেহেদী ইমরান সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (ক -সার্কেল), সালেহ উদ্দিন আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) সহ মো: মতিউর রহমান মতি, চেয়ারম্যান, আলীরটেক ইউনিয়ন পরিষদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো: আ্সাদুজ্জামান, অফিসার ইনচার্জ, সদর মডেল থানা।

উক্ত অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, আপনার সন্তানরা স্কুলে যায় কিনা সেদিকে অভিভাবকরা খেয়াল রাখবেন৷ আমরা এমন তথ্য পাই, সন্তানকে আপনারা এতো আদর করেছেন, এখন সেই সন্তান বাবাকেও মারে, মাকেও মারে৷ তাদের বিরুদ্ধে আমাদের অভিযান৷ যদি কোন সন্তান তার বাবা-মাকে অত্যাচার করে সে তথ্যটুকু আমাদের দিবেন৷ তার বিরুদ্ধে আমরা কঠোর এ্যাকশনে যাবো৷ কারা মাদক ব্যবসা, সন্ত্রাসী, চাঁদাবাজি করে সেটা আপনারা জানেন৷ সে হয়তো কোন চেয়ারম্যান, মেম্বার কিংবা কোন মুরুব্বির ছেলে হতে পারে৷ আপনারা সাহস পাচ্ছেন না, ভয় পাচ্ছেন৷ আপনারা সে ভয়টি পাবেন না৷আমাদের তথ্য দিন। কাউকে ছাড় দেওয়া হয় নাই, অন্যায় কাজ করলে কাউকে ছাড় দেওয়া হবেও না৷ আলীরটেকে একটা পুলিশ ফাঁড়ির প্রয়োজন৷ আমরা পুলিশ হেডকোয়াটার্সে এ বিষয়ে প্রস্তাব রাখবো৷ এর আগে কিছু পুলিশ সদস্য দিয়ে এখানে একটি মোবাইল টিম করে দেবো৷ যাতে প্রতিদিন পুলিশ এসে এখানে খবর রাখতে পারে৷ তাছাড়া আপনাদের কাছেই নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়, আপনারা যেকোন সময়ে আসবেন সমস্যা জানাবেন৷ অন্যায়ের বিরুদ্ধে সকলে একত্রে কাজ করলে, রুখে দাড়ালে সন্ত্রাস থাকবে না৷ সকলে মিলে কাজ করতে হবে৷ নারায়ণগঞ্জে একটা পরিবর্তন এসেছে৷ কোন পুলিশ সদস্য মাদক ব্যবসায়ী, সন্ত্রাসকে প্রশ্রয় দিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷

বক্তাবলীকে অপরাধ মুক্ত সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই-এসপি হারুন

নিউজ প্রতিদিন: পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, আইনে আপনাদের ক্ষমতা দেওয়া আছে। আপনারা অপরাধ হতে দেখলে তা নিবারণ করবেন এবং দুষ্কৃতিকারীকে ধরবেন। আমরা ওয়ার্ডের চৌকিদারের সাথে সংযোগ স্থাপন করতে চাই, নেতৃবৃন্দের সাথে সংযোগ স্থাপন করতে চাই, যাতে সমাজের সকল তথ্য পুলিশের কাছে চলে আসে।

(১৪ সেপ্টেম্বর ২০১৯) শনিবার সকাল সড়ে ১১ টায় বক্তাবলী ইউনিয়নের কানাইনগর সোবাহানীয়া স্কুল এন্ড কলেজ মাঠে ফতুল্লা মডেল থানার উদ্যোগে ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আপনাদের মাঝে অনেক চাঁপা কষ্ট আছে আমি জানি। অনেক ভূমিদস্যু চাঁদাবাজদের বিরুদ্ধে কিছু বলতে পারেন না। এবার নির্ভয়ে কথা বলার সুযোগ এসেছে। সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যুদের দিন শেষ। আপনাদের কাছে এসেছি সে সকল ভূমিদস্যুদের নাম জানতে, যারা আপনাদের ভূমি দখল করছে, যারা চাঁদাবাজ-সন্ত্রাসী, এদের নাম চাই। জেলা পুলিশ আপনাদের পরিচয় গোপন রাখবে।

পুলিশ সুপার বলেন, স্কুল-কলেজে মেয়েদের বিভিন্ন সময়ে ইভটিজিং করা হয়। আমরা ঐ সকল ইভটিজারদের নাম চাই, তাদেরকে আমরা শক্ত হাতে দমন করব। আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। ভূমিদস্যুতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আমরা সবাই মিলে বক্তাবলীকে সকল প্রকার অপরাধ মুক্ত সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।

উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, আপনারা যে কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ। নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে আমি চাই জনগণের সাথে পুলিশের সম্পৃক্ততা। পুলিশ জনগণের বন্ধু এই কথাটা প্রতি পদে পদে হওয়া চাই।আমরা জনগণের সাথে সম্পৃক্ত হতে চাই।

অনুষ্ঠানে পুলিশের প্রশংসা করে আরও বক্তব্য রাখেন, কানাইনগর সোবাহানীয়া স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক এবং একজন বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আসলাম হোনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো.মেহেদী ইমরান সিদ্দিকী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) সালেহ উদ্দিন আহমেদ, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.শওকত আলীসহ নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফতুল্লায় বিয়ের প্রলোভনে দৈহিক সম্পর্ক গড়ে আকাশের বিয়েতে অস্বীকার

নিজস্ব সংবাদদাতা : নারায়ণগঞ্জের গলাচিপা এলাকায় বাদল হোসেনের কলেজ পড়ুয়া কন্যাকে বিয়ের প্রলোভন দিয়ে দৈহিক সর্ম্পক গড়ে এখন বিয়ে করতে অস্বীকার করেছে ফতুল্লার বক্তাবলী মধ্যনগর এলাকার আবুল কালাম মালের পুত্র আকাশ মাল। এ ঘটনায় কলেজ পড়ুয়া ছাত্রীটি বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আকাশের বিরুদ্ধে। তবে থানা পুলিশ বিষয়টিকে এড়িয়ে যাচ্ছে এবং এ ব্যাপারে কোনো ধরনের সহযোগিতা করছে না বলে অভিযোগকারী ছাত্রীর দাবি।

অভিযোগে জানা গেছে, শহরের গলাচিপা এলাকায় ভাড়া থাকেন আবুল হোসেন। তার মেয়ে সুমা (ছদ্মনাম) এইচএসসি পাশ করে অনার্সে ভর্তির অপেক্ষায়। এক পর্যায়ে সহপাঠীর পরিচয়সূত্রে সে আকাশ মালের সাথে ভালবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে। অভিযুক্ত আকাশ মাল বক্তাবলী ইউনিয়নের মধ্যনগর এলাকার মো. আবুল কালাম মালের ছেলে। আকাশ মাল সুমা (ছদ্মনাম) কে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় এবং বিয়ের প্রলোভন দিয়ে বেশ কয়েকবার দৈহিক মেলামেশা করে। এক পর্যায়ে তাদের অবৈধ মেলামেশায় কলেজ ছাত্রীটি গর্ভবতী হয়ে পড়লে মেয়িটি তখন বিয়ের জন্য চাপ প্রয়োগ করতে শুরু করে। এমন পরিস্থিতিতে জোড়পূর্বক আকাশ মাল মেয়েটিকে পরপর ২বার ‘এমএমকিট’ নামের একটি ওষুধ খাইয়ে তার গর্ভপাত ঘটায়। বিয়ের আগেই সন্তান পেটে থাকার খবর পেলে আকাশের পরিবার তাকে মেনে নেবে না এমনটা বুঝিয়ে সে সন্তানটি নষ্ট করে। এরপর গত ৬ সেপ্টেম্বর বিকেলে কলেজ ছাত্রীটি আকাশ মালকে পূণরায় বিয়ের কথা বললে সে বিয়ে না করার সিদ্ধান্ত জানায়, এমনকি বিয়ে নিয়ে বা এই ঘটনা নিয়ে বাড়াবাড়ি করলে তাকে মেরে ফেলার হুমকী দেয়। একপর্যায়ে কলেজ ছাত্রী ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে আকাশের বিরুদ্ধে।

এ ব্যাপারে ফতুল্লা থানা মডেল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন জানান, ”ভীকটীমের সাথে কথা বলেছি। তার কাছে জানতে পেরেছি তার মেলামেশা হয়েছে সিলেট। সুতরাং মামলা হলে সিলেট হবে। আবার বাচ্চা নষ্ট করছে খানপুর সুতরাং মামলা হলে সদর থানায় হবে। নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করে ওয়ারেন্ট নিয়ে আসলে আমি তাকে আসামী গ্রেপ্তারের জন্য সহায়তা করবো।”

এদিকে অভিযুক্ত আসামী আকাশের মন্তব্য জানতে চাইলে তার মোবাইল ফোন ০১৭১৭৮০৩৩২৭ নাম্বারে কথা বললে সে রিসিভ করে কথা না বলে কেটে দেয়। পরে মোবাইল বন্ধ করে রাখে।

ভুক্তভোগি ছাত্রীর দাবি, যেহেতু থানা পুলিশ কখনো এটি সিলেট এর মামলা, কখনো এটি সদর থানার মামলা বলে আসামীর বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন না, সেহেতু আমি মাননীয় পুলিশ সুপারের কাছে আমার প্রতি অন্যায়ের বিচার দাবি করছি। তিনিতো অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে নারায়ণগঞ্জবাসীর কাছে সেরা হিরো হিসেবে পরিচিত। আমি আমাদের সেই হিরোর কাছে আমার প্রতি এই অন্যায়ের বিচার দাবি করি। যদি কোনোভাবেই আমি বিচার না পাই, তবে আত্মহত্যা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না।

এব্যাপারে বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম.শওকত আলী বলেন, আমি বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখবো।