৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 46

সংবাদ সম্মেলনকারী জিয়াউলকে নারায়ণগঞ্জ ছাড়ার হুমকি দিলো ওসি কামরুল

শায়েখ আহমাদুল্লাহ’র কাছে ক্ষমা না চাইলে জামাত/বিএনপি কর্মী বলে নাশকতার মামলা দেয়ার হুমকী! 

নিউজ প্রতিদিন : নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জ থানার ভূমি পল্লী জামে মসজিদ কমপ্লেক্সের বিতর্কিত খতিব ও ভূল ফতোয়া প্রদানকারী লা মাজহারী মতাদর্শের প্রবক্তা শায়েখ আহমাদুল্লাকে খতিব পদ থেকে অব্যাহতি প্রদান ও নামাজের পর সম্মিলিত মোনাজাত চালুর দাবীতে সংবাদ সম্মেলন করায় জিয়াউল হক ভূইয়াকে ১ ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে নতুবা নারায়ণগঞ্জ ছাড়ার হুমকি দিয়েছে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামরুল ফারুক।

নইলে জামায়াত বিএনপির কর্মী বলে নাশকতার মামলায় জড়িয়ে দিবে বলে জানান সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য প্রদানকারী জিয়াউল হক ভূইয়া। মামলা ও হয়রানির ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন ভূমি পল্লী জামে মসজিদের সাবেক সদস্য জিয়াউল হক ভূইয়া ও জাহাঙ্গীর হোসেন।

বুধবার (২২ জুলাই) দুপুরে জিয়াউল হক ভূইয়া সাংবাদিকদের জানান,মঙ্গলবার রাত ৯ টায় সিদ্ধিরগঞ্জ থানার এসআই সাঈদ আমাকে ও জাহাঙ্গীর হোসেনকে চা খাওয়ার কথা বলে সিদ্ধিরগঞ্জ থানায় ডেকে নেন। পরে ওসি কামরুল ফারুকের রুমে নিয়ে যান। ওসি ক্ষিপ্ত হয়ে বলেন,তুই ১ ঘন্টার মধ্যে শায়খ আহমাদুল্লাহর নিকট ক্ষমা চাইয়া মিলেমিশে থাকবি। তুই ১নং ওয়ার্ড যুবদল করছ। তোর ঘরে বিধবা বোন আছে। তোরে জামাত বিএনপি নাশকতা মামলায় চালান কইরা দিমু সহ অল্লীল ভাষায় গালিগালাজ করে। আমার সাথে যাওয়া জাহাঙ্গীর হোসেন কে ভয়ভীতি প্রদর্শন করে। তিনি কান্না জড়িত কন্ঠে বলেন,আমি কখনো কোন রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলামনা। আহমাদুল্লাহর অনুসারী আলমগীর হোসেন গংদের বিরুদ্ধে গত ২ মে ২০২০ ইং তারিখ জিডি নং ৮৩ সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করি। এরপর হতে আরো বেশী বেপরোয়া হয়ে উঠেছে আহমাদুল্লাহ।

কারন আমরা দুইজন ভূল ফতোয়া প্রধান কারী আহমাদুল্লাহ এর বিরুদ্ধে থানায় সহ বিভিন্ন স্থানে লিখিত অভিযোগ দায়ের করেছি। ওসি কামরুল ফারুকের মিথ্যা মামলার হুমকিতে পরিবার পরিজন ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।

শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১ টায় শহরের সিনামন হোটেলে সংবাদ সম্মেলন করেন জিয়াউল হক ভূইয়া। পাঠকদের সুবিধার্থে সাংবাদিক সম্মেলনের তথ্য পূনরায় তুলে ধরা হলো।

ভূমি পল্লী জামে মসজিদ কমপ্লেক্সের স্থায়ী কমিটির সদস্য জিয়াউল হক ভূইয়া লিখিত বক্তব্য পেশ করেন। সংবাদ সম্মলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইতুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা আঃ রহিম। সভাপতিত্ব করেন মাওলানা দ্বীন ইসলাম আনছারী।

উপস্থিত ছিলেন মাওলানা মোহাববতুল্লাহ আঃ খালেক,মাহদী হাসান,ইমাম হোসেন,হাফেজ আব্দুল্লাহ,মাওলানা রফিকুল ইসলাম, আদনান পলক,মোঃ আলিফ,শফিকুল ইসলাম, কারী মহিউদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি আব্দুর রহিম বলেন,যে মোনাজাত এটা কোরআন হাদিস সমর্থিত যেমন ইব্রাহিম আঃ খোদ কাবাঘর নির্মানের পরেও দুইহাত তোলে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। অবিলম্বে ভূল ফতোয়া প্রদানকারী শায়েখ আহমাদুল্লাহকে মসজিদ অব্যাহতি প্রদানের জোর দাবী জানান।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.কামরুল ফারুকের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে তিনি তা রিসিভ করেননি।

পঙ্গু হতে বসেছেন মাকুসদা: কাশীপুরে ফ্রেন্ডসশীপ হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ!

নিউজ প্রতিদিন :ফতুল্লার কাশীপুরে ফ্রেন্ডসশীপ হাসপাতাল এন্ড ল্যাব নামের একটি বেসরকারী হাসপাতালের ভুল চিকিৎসায় মাকসুদা নামের এক রোগী পঙ্গু হতে বসেছেন। রোগীর স্বজনদের অভিযোগ, অদক্ষ সার্জন দিয়ে চিকিৎসার কারণে রোগীর বাম পা ধীরে ধীরে অবশ হয়ে যাচ্ছে। এতে ওই রোগী ক্রমেই পঙ্গুত্বের দিকে এগুচ্ছে।

ভুল চিকিৎসার শিকার হওয়ার রোগীর বাড়ি কাশীপুর হাটখোলা এলাকায়।
রোগীর স্বামী মফিজউদ্দিন জানান, পিত্তথলির পাথরের সমস্যা নিয়ে গত ২৯ জুন কাশীপুর ভোলাইল এলাকার ফ্রেন্ডসশীপ হাসপাতাল এন্ড ল্যাব নামের ওই হাসপাতালে মাকসুদাকে ভর্তি করানো হয়। বাইরে থেকে পরীক্ষা-নিরীক্ষা শেষে ২ জুলাই সন্ধ্যায় তার অপারেশন করানো হয়। অপারেশনের পর থেকে রোগী মাকসুদার বাম পা অবশ হতে শুরু করে। এ বিষয়ে প্রতিষ্ঠান মালিকের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, দু’য়েক দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এই অবস্থার মধ্য দিয়ে ৬ জুলাই রোগীকে ছাড়পত্র দেয়া হয়। কিন্তু ১৭ জুলাই পর্যন্ত রোগীর অবস্থার উন্নতি হয়নি। ধীরে ধীরে পা’টি আরও অবশ হচ্ছে।
মফিজউদ্দিন অভিযোগ করেন, হাসপাতাল যে ডাক্তার দিয়ে এনেস্থিয়া দেওয়ানো হয়েছে তিনি অদক্ষ। ওই ইনজেকশনের কারণে রোগী এখন দাঁড়াতেই পারছে না। আস্তে আস্তে কোমরও অবশ হয়ে যাচ্ছে।

এ বিষয়ে হাসপাতালে মালিক রিয়াজউদ্দিন মুঠোফোন বলেন, ডাক্তার বলছেন উনি (মাকসুদা) কয়েকদিনে মধ্যে সুস্থ হয়ে যাবেন। বাম পা’টি অবশ হওয়ার কারণে তাকে ফিজিওথেরাপী করানো হয়েছে।

তিনি আরও বলেন, আমি তিন-চারজন ডাক্তারের সাথে কথা বলেছি, তারা বলেছে ঠিক হয়ে যাবে। আসলে আমরা কিছু করি নাই। নার্ভের দূর্বলতার কারণে এসব হতে পারে।

আপনি কী পেশায় চিকিৎসক বা আপনার কী এমবিবিএস ডিগ্রী রয়েছে-প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে তিনি অবলীলায় স্বীকার করেন, ‘ না আমি ডাক্তার না।’

সিদ্ধিরগঞ্জ ভূমি পল্লী মসজিদের ‘বির্তকিত’ খতিব আহমাদুল্লাহ’র অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

নিউজ প্রতিদিন : সিদ্ধিরগঞ্জে আহমাদুল্লাহ নামের এক বির্তকিত খতিবের অপসারণ দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ইসলামী গবেষণা পরিষদ বাংলাদেশ এর নেতারা। তাদের দাবি, সিদ্ধিরগঞ্জের ভূমি পল্লী জামে মসজিদ কমপ্লেক্সের বিতর্কিত ওই খতিব ভুল ফতোয়া দিয়ে একরোখা নীতিতে সহিংসতার সৃষ্টি করতে চাচ্ছেন।

সংবাদ সম্মেলনে তাকে লা মাজহাবী মতাদর্শের প্রবক্তা শায়েখ আহমাদুল্লাকে খতিব পদ থেকে অব্যাহতি দিয়ে নামাজের পর সম্মিলিত মোনাজাত চালুর দাবী জানান।

শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১ টায় নগরীর সিনামন হোটেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভূমি পল্লী জামে মসজিদ কমপ্লেক্সের স্থায়ী কমিটির সদস্য জিয়াউল হক ভূইয়া লিখিত বক্তব্য পাঠ করেন।সংবাদ সম্মলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইতুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা আঃ রহিম। সভাপতিত্ব করেন মাওলানা দ্বীন ইসলাম আনছারী।

এসময় আরও উপস্থিত ছিলেন-মাওলানা মোহাববতুল্লাহ আঃ খালেক,মাহদী হাসান,ইমাম হোসেন,হাফেজ আব্দুল্লাহ,মাওলানা রফিকুল ইসলাম, আদনান পলক,মোঃ আলিফ,শফিকুল ইসলাম, কারী মহিউদ্দিন প্রমুখ।

প্রধান অতিথি আব্দুর রহিম বলেন, যে মোনাজাত এটা কোরআন হাদিস সমর্থিত যেমন ইব্রাহিম (আঃ) খোদ কাবাঘর নির্মানের পরেও দুইহাত তোলে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। ইতিমধ্যে বির্তকিত বক্তব্য একপেশে মনগড়া ভূল ফতুয়া দিয়ে লা মাজহাবীদের প্রধান মুখপাত্র আহমাদুল্লাহ পল্লী আবাসন এলাকার শান্ত ও সুন্দর পরিবেশকে বিনষ্ট করে তুলছে। তিনি সরলমনা মানুষের ঈমান আকিদা নষ্ট করার জন্য সুকৌশলে কাজ করে যাচ্ছে।

বক্তাবলী পরগণার সামাজিক সংগঠন ধলেশ্বরী তীর’র বৃক্ষ রোপণ কর্মসূচী অনুষ্ঠিত

নিউজ প্রতিদিন :  বক্তাবলী পরগণায় তিন হাজার ফলজ ও বনজ গাছের চারা লাগানোর উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন – ধলেশ্বরীর তীরে । এরই অংশ হিসেবে ।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে আলীরটেক ইউনিয়নের ডিক্রীরচর মাঠে বৃক্ষ রোপণ কর্মসূচির প্রথম পর্ব উদ্বোধন করা হয়।

সকালে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান।

প্রধান অতিথি আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান বলেন, ধলেশ্বরীর তীরে সমাজিক সংগঠনের সকল সদস্যদের সাধুবাদ জানাই তারা এই অঞ্চলের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আলীরটেক ইউনিয়ন ইতিমধ্যে গ্রীনজোন ঘোষণা করা হয়েছে সেই ধারাবাহিকতা বজায় রাখতে এই সংগঠনটি বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচী ঘোষণা করেছে। আমি এই সংগঠনের যেকোনো কাজে পাশে থাকব।

সংগঠন এর সভাপতি ডা. এ কে শফিউদ্দিন আহমেদ মিন্টু বলেন, আমরা সামাজিক দায় বোধ থেকে দুটি ইউনিয়নে বৃক্ষ রোপণ কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ আঙ্গিনায় গাছের চারা রোপণ করা।

সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান বলেন, ধলেশ্বরীর তীরে একটি সামাজিক সংগঠন। আমরা বক্তাবলী পরগণার মানুষের জন্য কাজ করে যাবো। মুজিববর্ষ উপলক্ষে সরকারি কার্যক্রমের পাশাপাশি আমরাও এই এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছি। সেই লক্ষ্যে আজ কর্মসূচীর প্রথম পর্বে আলীরটেক ইউনিয়ন এর ডিক্রীরচর ঈদগাঁ মাঠে বৃক্ষরোপণ শুরু করেছি।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান ফকির, সাংগঠনিক সম্পাদক নেয়ামত উল্লাহ, দপ্তর সম্পাদক মনির হোসেন, অর্থ সম্পাদক ইকবাল হোসেন, প্রচার সম্পাদক রাকিব উদ্দিন, ক্রীড়া সম্পাদক আহাম্মদ আলী, কার্যকরী সদস্য আলী হোসেন, মিজান, মোঃ আলামিন, রাসেল প্রধান, রাশেদুল ইসলাম সুমন। এছাড়া ও উপস্থিত ছিলেন আলীরটেক ইউনিয়ন পরিষদ এর সদস্যবৃন্দ ও ফায়সাল চৌধুরী, মোক্তার হোসেন, শাকিল প্রমূখ।

না.গঞ্জে সুগন্ধা’র জরিমানা ৪ লাখ

নিউজ প্রতিদিন: সুগন্ধা খাবার হোটেল, সুগন্ধা বেকারী, সুগন্ধা মিষ্টি, সুগন্ধা কেক হাউজসহ বাণিজ্যিক জেলা নারায়ণগঞ্জের ছোট্ট শহরে দিনের পর দিন ভোক্তা সাধারণের সাথে নানাভাবে প্রতারণা করে যাচ্ছে প্রতিষ্ঠানটি ৷ ভোক্তা সাধারণের চোখের আড়ালে এঁটো খাবার পরিবেশনসহ নানাভাবে প্রতারণা করে অসংখ্যবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিনানা দিয়ে মুচলেকা দিলেও সংশোধন হয় নাই সুগন্ধা। আরো ভয়ংকর পন্থায় প্রতারণা অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে বলে এমন অভিযোগে অভিযান চালিয়ে হাতেনাতে ধরা পরে প্রতিষ্ঠানটি।

নারায়ণগঞ্জ শহরে প্রথম সারির অভিযাত বেকারী হিসেবে পরিচিতি সুগন্ধা বেকারী। কিন্তু বাহির দিয়ে চাকচিক্য ডেকোরেশনের মধ্য দিয়ে নগরীর বিভিন্ন প্রান্তে শো-রুম গুলো মানুষের চোখে অভিযাত হিসেবে গড়ে তোলা হলেও মাঝে মধ্যে ভোক্তা অধিকার বা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেতরে সদরঘাটের চিহ্ন ফুটে ওঠে। আর সেই অপরাধে প্রতিষ্ঠানটিকে প্রায়শঃই জরিমানা গুনতে হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) ও এর ব্যতিক্রম ঘটেনি। অনিয়ম ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন করায় এদিন সকালে ৪ লাখ জরিমানা গুনতে হয়েছে নগরীর গলাচিপা কলেজ রোডে অবস্থিত প্রতিষ্ঠানটির কারখানাকে।

জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ওই অর্থদন্ডে দন্ডিত করেন। অভিযানটি পরিচালনা করেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো.সলিমুজ্জামান।

অভিযান পরিচালনাকালে একই সাথে কেক তৈরির কাচামালের সাথে দীর্ঘদিন ফ্রিজের ভিতরে মাছ রেখে দেয়ার চিত্র খুজে পায়। আগামী ২০ জুলাই উৎপাদনের তারিখ লিখে হাজারো লাচ্ছা সেমাইয়ের প্যাকেট জব্দ করা হয় ৷ একই সাথে ভোক্তা সাধারণের বিশাল কর্মকাণ্ডের ঘটনা অকপটে স্বীকার করে সুগন্ধার কর্ণধার নূরুল হক।

তিনি জানান, শহরের গলাচিপার ৯নং কলেজ রোডে অবস্থিত সুগন্ধা বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ৩৭, ৪২, ৪৩, ৪৫ ও ৫৯ ধারা অনুযায়ী এ জরিমানা করা হয়।

প্রসঙ্গত, এর আগে এই প্রতিষ্ঠানের অভিযাত কেকের ভেতর থেকে আস্ত এক তেলাপোকা পেয়েছিল এক খদ্দের। সে সময় সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যপক আলোড়ন সৃষ্টি হয়েছিল।

এমন অপকর্মের ঘটনায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনাকালে এলাকার উপস্থিত অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন,  সুগন্ধা বেকার,  হোটেল কিংবা মিষ্টির দোকান থেকে প্রতিনিয়তঃ প্রশাসনের বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের বিনামূল্যে খাবার সরবরাহ কিরা ছাড়াও নিয়মিত মাসোহারা প্রদান করায় এমন অপরাধের বিরুদ্ধে সচরাচর ব্যবস্থা গ্রহণ না করায় প্রতিদিন ভোক্তাদের সাথে প্রতারণা করছে এই প্রতিষ্ঠানটি । আর আজ মংগলবার দুপুরে এমন অভিযানের খবরে এলাকায় অনেকেই সাধুবাদ জানিয়েছেন অভিযানকারী সংস্থার কর্মকর্তাদের ।

ফতুল্লার চাদাবাজ সানাউল্লাহকে চাদা না দেয়ায় ব্যবসায়ীকে প্রাণ নাশের হুমকি

নিউজ প্রতিদিন : ফতুল্লার রেললাইন বটতলায় এক কাঠাল ব্যাবসায়ী চাদা না দেয়ায় তাকে মারধর এবং জীবন নাশের হুমকি দিয়েছে সানাউল্লাহ নামে এক সন্ত্রাসী।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারন ডায়েরি করেছেন ভুক্তভোগী ঐ কাঠাল ব্যাবসায়ী। সাধারন ডায়েরিতে ভুক্তভোগী কাঠাল ব্যবসায়ী ফিরুজ উল্লেখ্য করেছেন  তিনি রেললাইন বটতলায় কাঠাল বিক্রি করছিলেন সন্ধ্যায় সানাউল্লাহ নামে ঐ সন্ত্রাসী অজ্ঞাতনামা আরো কয়েকজনকে সাথে নিয়ে এসে কাঠাল ব্যবসায়ী ফিরুজের কাছে ২শত টাকা চাদা দাবি করে কিন্তু কাঠাল ব্যাবসায়ী ফিরুজ চাদা দিতে অস্বীকার করলে তার কাঠাল রাস্তায় ফেলে দেয় এবং তাকে শারীরিক ভাবে লাঞ্চিত করে।

এছাড়া রেললাইন বটতলায় ব্যাবসা করলে তাকে প্রাননাশের হুমকি দেয় বলে সাধারন ডায়েরীতে উল্লেখ করা হয়। মোঃ সানাউল্লাহ, পিতা শহিদুল্লাহ, সাং কোতালের বাগ সহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করা হয়েছে।

আর কাঠাল ব্যাবসায়ী ফিরুজ ইরান টেক্সটাইলের পিছনে স্বপরিবারে বসবাস করেন তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়।

 

সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন আর নেই 

নিউজ প্রতিদিন : আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন আর নেই ( ইন্নালিল্লাহি… রাজিউন)। থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

বৃহস্পতিবার রাতে তার ব্যক্তিগত সহকারী মজিবুর রহমান  বিষয়টি নিশ্চিত করেছেন।

জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় গত ২ জুন সাহারা খাতুন ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। এখানে তার অবস্থার অবনতি হলে গত ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেয়া হয়।

এরপর অবস্থার উন্নতি হলে তাকে গত ২২ জুন দুপুরে আইসিইউ থেকে এইচডিইউতে (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়। পরে ২৬ জুন সকালে শারীরিক অবস্থার অবনতি হলে আবারও তাকে আইসিইউতে নেয়া হয়।

ধলেশ্বরী তীরে’র সভাপতি মিন্টু-সম্পাদক ইমরান

প্রেস বিজ্ঞপ্তি :  ধলেশ্বরী নদীবেষ্টিত বক্তাবলী পরগণার সামাজিক সংগঠন-ধলেশ্বরীর তীরে’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। খালেক মাস্টার ডায়বেটিস হাসপাতালের প্রতিষ্ঠাতা প্রখ্যাত চিকিৎসক ডা. এ কে শফিউদ্দিন আহমেদ মিন্টুকে সভাপতি ও এস্যুরেন্স ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক প্রেসবাংলা সম্পাদক আব্দুল্লাহ আল ইমরানকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্য’র এ নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাংবাদিক ও ছড়াকার মোহাম্মদ নেয়ামত উল্লাহ।

শুক্রবার বিকালে বক্তাবলীর কানাইনগর ছোবহানীয়া উচ্চ বিদ্যালয়ে নতুন এ কমিটি ঘোষণা করে আহবায়ক কমিটি।

কমিটির অন্যরা হচ্ছেন-সিনিয়র সহ-সভাপতি ইকরামুজ্জামান তুহিন, সহসভাপতি মো: তোরিকুল ইসলাম, মাসুম মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক জিয়াউর রহমান ফকির, মো: নুরুজ্জামান জিকু, সাংগঠনিক সম্পাদক (২) আবুল কাশেম আকাশ, দপ্তর সম্পাদক মো: মনিরুজ্জামান মনির, অর্থ সম্পাদক ইকবাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: রকিব উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এড. আতাউর রহমান রনি, শিক্ষাবিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মো: আব্দুল মান্নান, ক্রীড়া বিষয়ক সম্পাদক আহাম্মদ আলী, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মো: ইসমাঈল হোসেন, আপ্যায়ণ বিষয়ক সম্পাদক আক্তার হোসেন।

কমিটিতে কার্যকরী সদস্যরা হলেন-নওশাদ আলী, নাজির হোসাইন, সালেহ আহমেদ, মীর মোহাম্মদ কবির হোসেন, আবুল হাশেম, আলাউদ্দিন, মাসুদ সরকার, মাহবুব হাসান রতন, মুজিবর রহমান, সাঈদ হোসেন মিলন, বাদশা মিয়া, আলী হোসেন, মো: মোসলেউদ্দিন, আবুল কাশেম মৃধা, কামরুজ্জামান খোকা, তুহিন হাসান মামুন, রাশেদুল ইসলাম সুমন, সাঈদুর রহমান ও আল আমিন।

কাউন্সিলর দিনাকে ছাত্রলীগের হত্যার হুমকি

নিউজ প্রতিদিন : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭, ৮ ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর আয়শা আক্তার দিনা এবং তার স্বেচ্ছাসেবক সদস্যদের উপর হামলার ঘটনা ঘটেছে। আর এই হামলা করেছেন সিদ্ধিরগঞ্জ ৮ নম্বর কিছু নাম ধারী ছাত্রলীগ নেতা। এমনটাই অভিযোগ করেন কাউন্সিলর দিনা।

১৫ জুন সোমবার রাতে সিদ্ধিরগঞ্জের তাঁতখানা এলাকায় অবস্থিত কাউন্সিলর দিনার কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কাউন্সিলর দিনা।

কাউন্সিলর আয়েশা আক্তার দিনা বলেন, গতকাল রাত সাড়ে ১০ টার দিকে তাঁতখানা বৌ-বাজার এলাকায় ৮ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের নাম ধারী কিছু ছেলে আমার উপর হামলা করে। একই সাথে আমার অফিসে ভাংচুর করে। এঘটনায় রাতেই থানায় অভিযোগ দায়ের করেছি।

দিনা আরো বলেন, আমার খালা রাশেদা বেগম তার মেয়েকে সিদ্ধিরগঞ্জ বার্মা স্ট্যান্ডে বাসিন্দা শওকতের কাছে বিয়ে দেয়। রাশেদা বেগম তাদের বাড়ি ভাড়া দিয়ে, মেয়ের জামাইর বাড়িতে তারা থাকেন। লকডাউনের পর আমার খালার বাড়ির এক ভাড়া টিয়া ৩ মাস যাবৎ বাড়ি ভাড়া দিতে পারে না। ভড়া টিয়াদের ঘরে ঠিকমত খাবার নেই। আর এই মুহুর্তে আমার খালাতো ভাই রুবেল নামধারী ছাত্রলীগের কিছু ছেলে পেলে নিয়ে ওই ভাড়া টিয়া মহিলাকে হুমকি দমকি দেয়। তখন আমার মামা এই মহিলার ৩ মাসের ভাড়া মওকুফ করে ভাড়া টিয়াদের বাসা ছেড়ে দিতে বলেন। তারা তা মেনে নেন। আমি খালাতো ভাই রুবেলকে বলি মামা খারলার সাথে কথা বলে ভাড়াঠিয়াদের ভাড়া মওকুফ করে আগামি মাসে বাসা ভাড়া ছেরে দিতে বলেছে। তুমি তাদের কোন সমস্যা করবে না।

তিনি বলেন, আমার খালাদের সাথে কোন দন্ধ থাকলে তা আমাদের ব্যক্তিগত বিষয়। আমরা পারিবারিক ভাবে বসে তা মিট করবো। এখানে ছাত্রলীগের কোন কিছু না। রাত ১১ টার পর থেকে আমি মধ্যবর্তি পরিবারে খাবার দেই। কেননা তারা কারো কাছে চাইতে পারে না। আমি রাত সাড়ে ১০ টায় খাবার বিতরনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এর মাঝে আমার খালা এসে আমাকে গালি গালাজ করে। এক পর্যায় তার সাথে আমার তর্ক হয়। এরই মধ্যে ছাত্রলীগের তামিম, আরিফ, রাকিব, অনিক সহ ২০ থেকে ২৫ জন ছেলে আমাদের উপর হামলা করে।

তারা যাওয়ার সময় আমাকে হুমকি দিয়ে বলে যায়, তারা আমার স্বপরিবারে গুম করে ফেলবে। আমার জনসেবা বন্ধ করে দিবে। যে বাড়িতে আমার অফিস তাদেরকে হুমকি দিয়ে গেছে। আমার গোডাউন ভাংচুর করবে বলে হুমকি দেয়। আমি এমপি শামীম ওসমানকে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য ফোন দেই। তিনি রাতে টকশোতে থাকার কারনে আমার ফোন ধরতে পারেনি। তামিম এবং আরিফের নেতৃত্বে আমাকে হত্যা করবে। এর আগে নারায়ণগঞ্জে সেভেন মার্ডার হয়েছে। ওই খানে ২ জন জন প্রতিনিধি হত্যা হয়। আমরা তাদের কাছে জিম্মি হয়ে আছি। আমি এমপি শামিম ওসমান এবং প্রশাস সহ নারায়ণগঞ্জের সাংবাদিকদের সহযোগিতা চাই।

ওরা কেন আমার উপর হামলা করলো আমি তার বিচার চাই। নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান দিনাকে বলেন, তুমি যার মাধ্যমে যেই ভাবে বিচার চাও ওই ভাবে সঠিক বিচার করে দেয়া হবে। তখন এই সংসদ সদস্যের উত্তরে দিনা বলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান এবং গোদনাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি শাহ আলম ভাইয়ের মাধ্যমে সঠিক বিচার চাই। কিন্ত সঠিক বিচার না পেলে আইনের আশ্রয় নিবেন বলে তিনি জানান।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, কাউন্সিলর দিনার উপর হামলার ঘটনায় রাত ২টার দিকে একটি অভিযোগ দায়ের করেন।

“ধলেশ্বরীর তীরে’র” আহবায়ক ডা.মিন্টুর জন্মদিন পালন

নিউজ প্রতিদিন :  প্রিয়জন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্খীদের ভালোবাসায় সিক্ত হলেন বক্তাবলী পরগণার কৃতি সন্তান ডা. একে শফিউদ্দিন আহমেদ মিন্টু। বর্তমান করোনা পরিস্থিতিতে আনুষ্ঠানিকভাবে নিজের জন্মদিনের অনুষ্ঠান করতে তিনি আগ্রহী নন। তারপরও তার শুভাকাঙ্খীরা তাকে বিভিন্ন ভাবে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। বক্তাবলী পরগণার সামাজিক সংগঠন “ধলেশ্বরীর তীরে’র” পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনটির যুগ্ম-আহবায়ক মোঃ ইকরামুজ্জামান তুহিন এবং সদস্য সচিব আব্দুল্লাহ আল ইমরান। এসময় আরো উপস্থিত ছিলেন আলোকিত বক্তাবলীর সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম ও বিশিষ্ট সমাজ সেবক নুরুজ্জামান জিকু। ডা. একে শফিউদ্দিন আহমেদ মিন্টুর আজ ৪৪তম জন্মদিন। ৪৪ বছর আগে এই দিনে তিনি নারায়ণগঞ্জ সদর থানার আলীরটেক ইউনিয়নের ডিক্রির চর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে মোঃ আব্দুল খালেক মাষ্টারের ঘরে জন্মগ্রহণ করেন। তিনি পরিবারের ৬ষ্ঠতম সন্তান। শৈশবে তিনি ডিক্রীরচর প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শুরু করেন । সেখান থেকে কানাইনগর ছোবহানীয়া উচ্চ বিদ্যালয়ে অধ্যায়ন করেন এবং এসএসসিতে তিনি মেধার সাথে ভালো ফলাফল করে ঢাকার নটরডেম কলেজে পাড়াশোনা করেন। নটরডেম কলেজ থেকে কৃতিত্বের সাথে পাঠ শেষ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটে ভর্তির সুযোগ পান। কিন্তু তার এবং পরিবারের স্বপ্ন ছিল বড় হয়ে তিনি চিকিৎসা পেশায় নিয়োজিত হয়ে মানুষের সেবা করবেন । তাই তিনি বুয়েটে ইঞ্জিনিয়ারিং না পড়ে সিলেট মেডিক্যালে ভর্তি হন। সেখান থেকে তিনি কৃতিত্বের সাথে পাশ করে দেশ বিদেশ থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে চিকিৎসা পেশায় নিয়োজিত হন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের কনসালটেন্ট ও মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার এর কনসালটেন্ট হিসেবে বেশ সুনামের সহিত দায়িত্ব পালন করছেন।

ডা. মিন্টু ২০১২ সালে বক্তাবলী পরগণার মানুষের সেবার কথা ভেবে ডিক্রিরচর নিজ গ্রামে তিনি খালেক মাষ্টার ডায়াবেটিস হাসপাতাল প্রতিষ্ঠা করেন। এছাড়াও তিনি বাংলাদেশ ডায়াবেটলজিষ্ট সোসাইটি নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তিনি বক্তবলী পরগণার আলোচিত সামাজিক সংগঠন ধলেশ্বরীর তীরে’র আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কুড়েরপাড় আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা হিসেবেও দায়িত্বে আছেন। এছাড়া তিনি নারায়ণগঞ্জ ক্লাবের স্থায়ী সদস্য এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের দায়িত্ব পালন করছেন। এলাকায় তিনি একজন সৎ, নিষ্ঠাবান, দানবীর ও নিঃশ্বার্থ সমাজ সেবক হিসেবে সাবার কাছে প্রিয়।

জন্মদিন উপলক্ষ্যে ডা. মিন্টু বলেন, জন্মদিনে প্রিয়জনদের ভালোবাসায় আমি অভিভূত। এই ভালোবাসা আমাকে তারা কৃতজ্ঞতায় আবদ্ধ করল এবং ঋনি করল। সকলের ভালোবাসায় সামনের দিনগুলোকে ভালো কাজ করার জন্য উৎসাহ ও অনুপ্রেরণা জোগাল। সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে অভিনন্দন, ভালোবাসা ও ধন্যবাদ।