২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 55

আজ ঐতিহাসিক ৭ মার্চ

নিউজ প্রতিদিন: আজ ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালি জাতির দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন। ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন।

এ দিন লাখ লাখ মুক্তিকামী মানুষের উপস্থিতিতে এই মহান নেতা বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একাত্তরের ৭ মার্চ দেওয়া ঐতিহাসিক ভাষণ পরবর্তীতে স্বাধীনতার সংগ্রামের বীজমন্ত্র হয়ে পড়ে। একইভাবে এ ভাষণ শুধুমাত্র রাজনৈতিক দলিলই নয়, জাতির সাংস্কৃতিক পরিচয় বিধানের একটি সম্ভাবনাও তৈরি করে।

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ২০১৭ সালের ৩০ অক্টোবর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো।

একাত্তরের ৭ মার্চ বঙ্গবন্ধুর এই উদ্দীপ্ত ঘোষণায় বাঙালি জাতি পেয়ে যায় স্বাধীনতার দিক-নির্দেশনা। এরপরই দেশের মুক্তিকামী মানুষ ঘরে ঘরে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করে। বঙ্গবন্ধুর এই বজ্রনিনাদে আসন্ন মহামুক্তির আনন্দে বাঙালি জাতি উজ্জীবিত হয়ে ওঠে। যুগ যুগ ধরে শোষিত-বঞ্চিত বাঙালি ইস্পাতকঠিন দৃঢ়তা নিয়ে এগিয়ে যায় কাঙ্খিত মুক্তির লক্ষ্যে।

ধর্মীয় চিন্তা, সাম্প্রদায়িকতার মানসিকতা ও দ্বি-জাতিতত্ত্বের ভিত্তিতে ১৯৪৭ সালে গঠিত পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে ২৩ বছরের আন্দোলন-সংগ্রামের মধ্যদিয়ে বাঙালি জাতিসত্ত্বা, জাতীয়তাবোধ ও জাতিরাষ্ট্র গঠনের যে ভিত রচিত হয় তারই চূড়ান্ত পর্যায়ে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের পর ছাত্র-কৃষক-শ্রমিকসহ সর্বস্তরের বাঙালি স্বাধীনতা অর্জনের জন্য মুক্তিযুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে।

বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধে বিজয়ী হয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় ছিনিয়ে আনে বাঙালি জাতি। এই বিজয়ের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

ঐতিহাসিক ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণে গর্জে ওঠে উত্তাল জনসমুদ্র। লাখ লাখ মানুষের গগনবিদারী শ্লোগানের উদ্দামতায় বসন্তের মাতাল হাওয়ায় সেদিন পত্ পত্ করে ওড়ে বাংলাদেশের মানচিত্র খচিত লাল-সবুজের পতাকা। শপথের লক্ষ বজ্রমুষ্টি উত্থিত হয় আকাশে। সেদিন বঙ্গবন্ধু মঞ্চে আরোহণ করেন বিকেল ৩টা ২০ মিনিটে। ফাগুনের সূর্য তখনো মাথার ওপর। মঞ্চে আসার পর তিনি জনতার উদ্দেশ্যে হাত নাড়েন। তখন পুরো সোহরাওয়ার্দী উদ্যান লাখ লাখ বাঙালির ‘তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ, তোমার নেতা আমার নেতা শেখ মুজিব, শেখ মুজিব’ শ্লোগানে মুখরিত হয়ে ওঠে। তিনি দরাজ গলায় তাঁর ভাষণ শুরু করেন, ‘ভাইয়েরা আমার, আজ দুঃখ-ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি…।’ এরপর জনসমুদ্রে দাঁড়িয়ে বাংলা ও বাঙালির স্বাধীনতার মহাকাব্যের কবি ঘোষণা করেন- ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম…, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’

মাত্র ১৯ মিনিটের ভাষণ। এই স্বল্প সময়ে তিনি ইতিহাসের পুরো ক্যানভাসই তুলে ধরেন। তিনি তাঁর ভাষণে সামরিক আইন প্রত্যাহার, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর, গোলাগুলি ও হত্যা বন্ধ করে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া এবং বিভিন্ন স্থানের হত্যাকাণ্ডের তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি জানান।

বঙ্গবন্ধু বলেন, ‘ভাইয়েরা আমার, আমি প্রধানমন্ত্রীত্ব চাই না, মানুষের অধিকার চাই। প্রধানমন্ত্রীত্বের লোভ দেখিয়ে আমাকে নিতে পারেনি। ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দিতে পারেনি। আপনারা রক্ত দিয়ে আমাকে ষড়যন্ত্র-মামলা থেকে মুক্ত করে এনেছিলেন। সেদিন এই রেসকোর্সে আমি বলেছিলাম, রক্তের ঋণ আমি রক্ত দিয়ে শোধ করবো। আজো আমি রক্ত দিয়েই রক্তের ঋণ শোধ করতে প্রস্তুত।’

তিনি বলেন, ‘আমি বলে দিতে চাই- আজ থেকে কোর্ট-কাচারি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সব অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। কোনো কর্মচারী অফিসে যাবেন না। এ আমার নির্দেশ।’

বঙ্গবন্ধুর ভাষণের সর্বশেষ দু’টি বাক্য, যা পরবর্তীতে বাঙালির স্বাধীনতার চূড়ান্ত লড়াইয়ের দিক-নির্দেশনা ও প্রেরণার হাতিয়ারে পরিণত হয়েছে। বঙ্গবন্ধু বলেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব। এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয়বাংলা’।

দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে ভোর ৬টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু ভবন ও দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।

সিরাজদিখান দুই গ্রুপের গোলাগুলিতে আহত-৪

নিউজ প্রতিদিন : মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার বালুচরে কাশেম নেতার সন্ত্রাসী বাহিনীর অর্তকিত হামলায় হৃদয় সহ ৪ জন আহত হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় বালুচর  চৌরাস্তায়।

আহতরা আকবরনগর গ্রামের সামেদ ও রহিম হাজ্বীর লোকজন।আহতরা হলেন হৃদয়,আরিফ,কবির ও রাজু।আহতরা জানান,তারা কেনাকাটা করার জন্য বালুচর চৌরাস্তায় আসা মাত্র সন্ত্রাসী  সুরুজ্জামাল, হুমায়ুন, শাহআলম, আলী আজগর সহ আরো ২০/২৫ জন এবং  হাসনাবাদ  থেকে আগত সন্ত্রাসী মামুন গংরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত ভাবে হামলা চালায় আমাদের উপর।পরে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শত শত জনতা এসময় আতংকিত হয়ে পড়ে সন্ত্রাসীদের তান্ডবে।

রাজু জানান,আকবরনগরে হারানো প্রভাব ফিরে পেতে সন্ত্রাসীদের গডফাদার কাশেম নেতা মরিয়া হয়ে উঠেছে । তিনি তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের উপর হামলা চালিয়েছে।

এ বিষয়ে সিরাজদিখান থানার ওসি ফরিদ উদ্দিন জানান, ঘটনার সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। উত্তেজনা হয়েছে তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

জুতা পায়ে শহীদ মিনারে ছাত্রলীগের প্রতিবাদ

নিউজ প্রতিদিন: শহীদ মিনারে জুতা পায়ে আড়াইহাজার ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশ নিয়ে তোলপাড় শুরু হয়েছে।

প্রতিবাদ করছেন খোদ দলের নেতা কর্মীরা। কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল ও নোয়াখালি বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা রাকিবকে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের দ্বারা নৃসংশভাবে হত্যার ঘটনায় বিচার দাবি করে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা ছাত্রলীদের নেতাকর্মীরা মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বের করেন।

স্থানীয় শহীদ মিনারে আয়োজিত সভায় থানা ছাত্রলীগের আহবায়ক কাজী রাজিবুল ইসলাম জুয়েলের নেতৃত্বে অংশ নেন আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের ভিপি রাজু, জিএস আয়োবুর রহমান, এজিএস ইকবাল, কলেজ শাখা সভাপতি রমজান, সাধারণ সম্পাদক ফয়সাল, সাবেক ভিপি আমীর হোসেন, সাবেক এজিএস ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, সাবেক সভাপতি সোহান ঢালী, সাবেক জিএস সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা নির্জল, উপজেলা ছাত্রলীগের সদস্য অপুসহ ইউপি ও পৌরসভা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

এ সময় জুয়েল বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে আমাদের ওপর হামলা, এটা হতে পারে না। স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ প্রশাসনের কাছে আমাদের একটি দাবি আপনারা জামায়াত-বিএনপির হাত থেকে ছাত্রলীগকে রক্ষা করবেন। সাবেক ভিপি আমীর হোসেন বলেন, ১৯৪৮ সালের ৪ষ্ঠা জানুয়ারি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সকল আন্দোলন সংগ্রামে থেকেছে। ছাত্রলীগের ভালো কাজের বাহবা কেউ দিতে চায় না। আমরা যখন কোনো ভুল করে ফেলি, তখন ভাইরাল হয়ে যায়। আমাদের ভালো কাজ ভাইরাল হয় না।

আমি আমাদের দুইভাইকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানাই। সাদ্দাম হোসেন বলেন, বঙ্গবন্ধুর বাংলায় কোনো বিএনপির প্রেতাঁতারা থাকতে পারবে না। আমি বলতে চাই, তাদের দ্বারা আর কত ছাত্রলীগ নেতা প্রাণ দিবেন। আমি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে বিচার দাবি করছি।

বক্তাবলীর আ’লীগ নেতা বাবুল মিয়া প্রতারনার শিকার

নিউজ প্রতিদিন: নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ বাবুল মিয়া প্রতারনার শিকার হলেন।
বাবুল মিয়া অনলাইনে মোবাইল ফোনের অর্ডার দিলে নকিয়ার পরিবর্তে তাকে নিন্মমানের ৭/৮শ টাকার মোবাইল ফোন সেট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়।
বাবুল মিয়া বলেন,অনলাইনে রবি ফোন শপে অর্ডার করেন। প্রথমে পাঠানো বাবদ ১৫০/ টাকা খরচ পাঠান। এসএ পরিবহনের মাধ্যমে প্রোডাক্ট কোড নং-৬৭০০,কাস্টমার কোড২১৬৭,তারিখ ২৪/০২/২০২০ইং পাঠান। এসএ পরিবহন কাউন্টারে ১৮৭০ টাকা জমা দেয়ার পর বাবুল মিয়াকে প্যাকেট হাতে তুলে দেন এসএ কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষ। বাবুল মিয়া প্যাকেট খুলে নিন্মমানের ৭/৮শ টাকা মূল্যের নকিয়ার পরিবর্তে মোবাইল ফোন সেট দেখতে পান।
পরে রবি ফোন শপে যোগাযোগ করলে পরিবর্তন করে দিবেন বলে জানান।এখন ফোন করলে ফোন ধরেনা বলে জানান বাবুল মিয়া।
এর আগেও অনলাইনে ঘড়ি অর্ডার করে ২ টি পিয়াজ পেয়েছিল ক্রেতা। অনলাইনে পন্য বিক্রির নামে প্রতারনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ক্ষতিগ্রস্থ হচ্ছে সাধারণ মানুষ।
এ ব্যাপারে রবি ফোন শপে ফোন করলে ০১৪০৭৭৬৭৩৬৬ নাম্বার রিসিভ করে সুমন নামে এক ব্যক্তি বলেন,আমরা অভিযোগ পেয়েছি। কাষ্টমারের কোড নাম্বার লিখে রেখেছি। পরিবর্তন করে দিব।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়ার সমাধিতে না:গঞ্জ মৎস্যজীবী দল

নিউজ প্রতিদিন : জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর মৎস্যজীবী দলের নেতাকর্মীরা। রবিবার (১ মার্চ) সকালে দলের মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ঢাকার চন্দ্রিমা উদ্যাণে অবস্থিত জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক লুতফর রহমান কাজল, মৎস্যজীবী দলের আহবায়ক রফিকুল ইসলাম মাহতাব, সদস্য সচিব আবদুর রহিম, নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের আহবায়ক এড. এইচএম আনোয়ার প্রধান, যুগ্ম আহবায়ক এড. শেখ আনজুম আহমেদ রিফাত, এইচএম হোসেন, দেলোয়ার হোসেন দিলিপ, মহানগর মৎস্যজীবী দলের সদস্য সচিব সাগর প্রধান, যুগ্ম আহবায়ক ঋষিকেশ মন্ডল মিঠু, সদর থানা মৎস্যজীবী দলের আহবায়ক সাখাওয়াত হোসেন জ্যাকি, ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সদস্য সচিব রাসেল প্রধান, যুগ্ম আহবায়ক আজিজুল হক, মোঃ হোসেন, বক্তাবলী ইউনিয়ন মৎস্যজীবী দলের আহবায়ক ছলিমুল্লাহ হৃদয়, সদস্য সচিব মুজাম্মেল প্রধান, কুতুবপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের আহবায়ক ওমর ফারুক নাঈম খান, সদস্য সচিব-সৈয়দ লিটন, কাশিপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন প্রমূখ।শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আইনি প্রক্রিয়ায় কারাবন্দি ও চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন না হওয়ায় আন্দোলনেই তার মুক্তির পথ। আমরা জনগণের কাছে যাচ্ছি এবং তাদের ঐক্যবদ্ধ করার কাজ করছি। আমি বিশ্বাস করি যে, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্রের নেতা খালেদা জিয়া মুক্ত হবেন।মির্জা ফখরুল বলেন, ‘তারা (সরকার) আজকে শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে আটকে রেখেছে। রাজনৈতিক কারণেই প্রাপ্য জামিনটা পর্যন্ত তাকে দিচ্ছে না।’

খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা করেছি ও করছি বলে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘খালেদা জিয়া শুধু বিএনপির নেতা নন, তিনি সমগ্র দেশের মানুষের গণতন্ত্রের মুক্তির নেতা। সেই কারণেই তার অসুস্থতা আমাদের সবাইকে এখন অত্যন্ত উদ্বিগ্ন করেছে। তাকে মুক্ত করার চেষ্টা করছি। গত দুই বছর ধরে তাকে একদিকে আইনগতভাবে, আরেক দিকে রাজনৈতিকভাবে মুক্ত করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। কিন্তু এই ফ্যাসিস্ট সরকার তাকে অন্যায়ভাবে অবৈধভাবে আটকে রেখেছে।’

বিদ্যুতের দাম সামান্য বাড়ানো হয়েছে— বিদ্যুতের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘তারা তো জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছেন। জনগণের দুঃখ-দুর্দশা এখন তাদের কাছে প্রশ্ন নয়। সমস্যাটা হচ্ছে যে, এই আওয়ামী লীগ যেহেতু জনগণের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, সেজন্য জনগণের যে ব্যথা-বেদনা, দুঃখ-কষ্ট এগুলো তারা বুঝতে পারে না।’

তিনি আরও বলেন, ‘আজকে যেটা ওবায়দুল কাদের সামান্য বলছেন, সেটা যে একদম সাধারণ মানুষের জন্য কত অসামান্য, এটা বুঝার শক্তিও তার নেই। কারণ, তারা এমন জায়গায় চলে গেছেন, যেখানে হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা তাদের লোকজনদের বাড়ির মধ্যে, গোডাউনের মধ্যে পাওয়া যায়। তারা তো বুঝবেন না মানুষের কষ্টটা কোথায়।এখন কানাডায় বাড়ি, ইংল্যান্ডে বাড়ি, নিউইয়র্কে বাড়ি— এগুলোই এখন তাদের পাওয়ার। আমরা এটা বুঝি, সেজন্য জনগণ তাদের কাছ থেকে মুক্তি চায়।’

বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি কেন্দ্রীয়ভাবে সোমবার (২ মার্চ) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং সারাদেশে জেলা সদরে মানববন্ধন করবে বলেও জানান মির্জা ফখরুল।

বঙ্গবন্ধুর শতবার্ষিকীতে সন্ত্রাসী খুনি মোদিকে জনগন দেখতে চায়না–পীর সাহেব জৈনপুরী

নিউজ প্রতিদিন : বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক ব্যাক্তি ছিলেন। দেশকে স্বাধীন করতে গিয়ে দীর্ঘ ১৮ বছর জেল খেটেছিলেন। তার জন্ম শত বার্ষিকীর অনুষ্ঠানে বিশ্ব সন্ত্রাসী খুনি মোদিকে বাংলাদেশের মুসলমান দেখতে চায়না।

সাম্প্রদায়িক কসাই মোদির হাতে মুসলমানদের রক্ত লেগে আছে।মুসলমানদের মসজিদ জ্বালিয়েছে, নির্মম ভাবে ৮৫ বছরের এক বৃদ্ধাকে আগুনে জ্বালিয়েছে।

সুতরাং সাম্প্রদায়িক কসাই বিশ্ব সস্ত্রাসী খুনি মোদি যদি বাংলাদেশে প্রবেশ করে তাকে বাংলার জনগন জুতা দিয়ে গণসংবর্ধনা দিবে।

ভারতের মুসলমানদের উপর উগ্র হিন্দুত্ব বাদীদের সহিংস হামলা, মসজিদে অগ্নি সংযোগ এবং মুসলিম বিদ্বেষী খুনি,সন্ত্রাসী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমন নিষিদ্ধ করার দাবিতে ১লা মার্চ (রবিবার) দুপুর ১২টায় আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরিফ মাঠে তাহরীকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশ-নারায়ণগঞ্জ মহানগর কমিটির আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে আমীর, তাহরিকে খাতমে নুবুুওয়্যাত বাংলাদেশ- ড. এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৌনপুরী হুজুর এসব কথা বলেন।

পীর সাহেব জৌনপুরী আরো বলেন,১৯৯২ সালে বাবরী মসজিদে যখন হামলা করা হয়েছিল তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী নরসিমা রাওকে বাংলদেশের জনগন আসতে দেয়নি। তাই এবার মোদিকেও বাংলাদেশে আসতে দেওয়া হবেনা ইনশা আল্লাহ ।

আমাদেরকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আগ্রাসন চপিয়ে দিলে তা প্রতিরোধ করতে হবে। মোদি সরকার ও প্রশাসনের প্রত্যক্ষ মদদে উগ্র হিন্দুত্ববাদীরা নির্বিচারে মুসলমানদেরকে হত্যা করছে। এতে প্রতিবারই সমস্ত মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরন হচ্ছে। এই বর্বোচিত ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। যেই হিন্দুস্থানে মুসলমানদের উপর অত্যাচারের স্টীমরুলার চালানো হচ্ছে সেখানেই উড়বে মুসলমানদের বিজয়ের পতাকা ইনশা আল্লাহ। পরিশেষে পীর সাহেব হুজুর ভারতের মুসলমান সহ বিশ্বের সকল মুসলমানদের জন্য দোয়া করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন,তাহরিকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাঃ মুফতি সাইয়্যেদ এমদাদ উল্লাহ আব্বাসী জৌনপুরী, মাওঃ মুফতি সাইয়্যেদ এহসান উল্লাহ আব্বাসী জৌনপুরী, মাওঃ মুফতি সাইয়্যেদ নেয়ামতুল্লাহ আব্বাসী জৌনপুরী, মাওঃ মুফতি সাইয়্যেদ ওবায়েদুল্লাহ আব্বাসী জৌনপুরী,মাওঃ মুফতি আঃ রহিম , মাওঃ মুফতি বারাতুল ইসলাম, মোঃ আবুল হোসেন, খাজা মামুন ও হায়াত আলী প্রমুখ।

অমর একুশে বইমেলায় সাংবাদিক আব্দুর রহিমের ‘ছড়ার রেলগাড়ি’

নিউজ প্রতিদিন: অমর একুশে বইমেলায় এবার প্রকাশ হয়েছে সাংবাদিক, সংগঠক ও কবি আব্দুর রহিমের ছড়াগ্রন্থ। বিভিন্ন সময়ে প্রকাশিত-অপ্রকাশিত তাঁর লেখা ছড়া নিয়ে প্রকাশিত হয়েছে ‘ছড়ার রেলগাড়ি’।

মাসব্যাপী অমর একুশে বইমেলা ২০২০-এ বইটি পাওয়া যাবে। বাংলা একাডেমির লিটল ম্যাগ চত্বরের বাংলাদেশ রাইটার্স ক্লাবের ৩৬নং স্টল ও কবিতাবাংলার ১৪৮নং স্টল ও সোহরাওয়ার্দী উদ্যানের একাত্তর প্রকাশনীর ৬৫৪নং স্টলে বইটি পাওয়া যাবে। বইটির প্রচ্ছদ এঁকেছেন সাদ্দাম মোহাম্মদ।

বইটি সম্পর্কে সাংবাদিক, সংগঠক ও কবি আব্দুর রহিম বলেন, ‘একজন লেখকের কাছে বই তার সন্তানের মতো। বই প্রকাশের আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। এ বইয়ে ৪০টি ছড়া রয়েছে। সম-সাময়িক লেখা নিয়ে বইটি প্রকাশ হয়েছে। আশাকরি বইটি পড়লে ছোট ও বড় সবাই আনন্দ পাবে’

লেখক প্রকাশ এর কর্ণধার বলেন, সংবাদকর্মী আবদুর রহিম। তার ছড়ায় উঠে এসেছে স্বজন হারানোর বেদনা সহ প্রকৃতির নানা রূপ বৈচিত্র্য। ভাল ছড়াগ্রন্থ বেশি বেশি পাঠ করার মাধ্যমে ছন্দের নানা মাত্রা-দোলায় চলমান প্রথাকে ভেঙ্গে নতুন রূপ-রসে উপস্থাপন করাই একজন ভালো ছড়াকারের কাজ। ‘ছড়ার রেলগাড়ি’ বর্তমানকে ধারণ করে আগামীর পথচলায় অগ্রসর ভূমিকা রাখবে। তরুণ এ ছড়াকারের সাফল্য কামনা করছি।

শিশু কিশোরদের মোবাইল দেয়া যাবেনা–ডিসি নারায়ণগঞ্জ

নিউজ প্রতিদিন:জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দীন বলেছেন,অল্প বয়সে শিশু কিশোরদের হাতে মোবাইল দেয়া যাবেনা। প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি এতইটা সহজ করেছেন যে ৩৩৩ লিখে সেন্ড করলেই আপনি আপনার তথ্য ঘরে বসে পেয়ে যাবেন। আগুন লেগেছে,মারামারি লেগেছে ফায়ার সার্ভিসের ও পুলিশ চলে আসবে। পুষ্টিকর খাবার খেতে হবে এমনটাই নয়। আমাদেরকে সচেতন হতে হবে ও পরিস্কার পরিচ্ছন থাকতে হবে।

তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বিশেষ উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) বিকালে উপজেলা মাঠে সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিকের সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সেলিম রেজা,সদর উপজেলা চেয়ারম্যান এড আবুল কালাম আজাদ বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার আব্দুল গফফার,ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান স্বপন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান ভূইয়া জুলহাস,শাহনাজ মন্জুর রেখা,মহিলা লীগ নেত্রী পিয়ারী বেগম প্রমুখ।

সভাপতির বক্তব্যে নাহিদা বারিক বলেন,বয়স্ক ভাতা- প্রতিবন্ধী ভাতা,বিধবা ভাতার টাকা কোন মেম্বার – চেয়ারম্যানের হাতে থাকবে সেই হাত রাখার প্রয়োজন নেই। প্রয়োজনে আমি মন্ত্রনালয়ে লিখিত জানাবো। তবে স্পষ্ট অভিযোগ থাকতে হবে। শোনা কথায় কান না দিতে সকলের প্রতি আহবান জানান।

সন্তানের দিকে নজর রাখুন: ডিসি নারায়ণগঞ্জ

নিউজ প্রতিদিন: অভিভাবকদের নিজের সন্তানদের প্রতি খেয়াল রাখার আহবান জানিয়েছেন জেলা প্রশাসক জসিম উদ্দিন।

তিনি বলেছেন, পরিবারের সকল সদস্যদের প্রতি খোঁজ খবর রাখতে হবে। অভিভাবকরা তাদের সন্তান কোথায় যায়। কার সঙ্গে মিশে সেদিকে নজর রাখলে, সন্তানরা খারাপ পথে যেতে পারবে না। এক পরিবারের সন্তান কুপথে গেলে পুরো পরিবার ধ্বংষ হয়ে যায়।

বুধবার (২৬ ফেব্রুয়ালী) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের উদ্যোগে উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকা’– শীর্ষক সেমিনারে অনুষ্ঠিত হয়। যেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেমিনার পরিচালনা করেন কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ কমিশনার মাহফুজা লিজা (বিপিএম)। তিনি জনপ্রতিনিধিদেরকে উগ্রবাদ সম্পর্কে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন।

সেমিনারে উপস্থিত ছিলেন বক্তাবলী ইউপি চেয়ারম্যান এম শওকত আলী, কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার প্রধান, মুছাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, পিরোজপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম, সনমান্দি ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, গোগনগন ইউপি চেয়ারম্যান নওশাদ আলী, এনায়েতনগর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, কুতুবপুর ইউপি চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার প্রধান, মুছাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম প্রমুখ।

পি এস সিতে মারজানের ট্যালেন্টপুলে বৃত্তিলাভ

নিউজ প্রতিদিন: ২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী (পি এস সি) পরীক্ষায় – পঞ্চম শ্রেণি ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মেধাবী ছাত্র সামিউল ইসলাম মারজান। বর্তমানে সে কুমিল্লার অন্যতম স্বনামধন্য কুমিল্লা জিলা স্কুলে ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত।

সামিউল ইসলাম মারজান কুমিল্লা জেলার দেবীদ্বার থানাধীন উপজেলা পরিষদ স্কুল থেকে (পি এস সি)-২০১৯ পরীক্ষায় অংশগ্রহণ করে সব বিষয়ে জিপিএ-৫ সহ মোট ৬০০ নম্বরের মধ্যে ৫৭৯ নম্বর পেয়ে ট্যালেন্টপুলে এ বৃত্তি অর্জন করেছে।

শিক্ষার্থীর গর্বিত বাবা খলিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম। তার মাতা মোছা: তাহমিনা আক্তার সেলিনা একজন গৃহিনী। সন্তানের আরও সফলতার জন্য তাঁরা সবার কাছে দোয়া কামনা করেছেন। পাশাপাশি এই কৃতিত্বের জন্য তাঁরা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী),২০১৯ সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রেজাল্ট এর তথ্য অনুযায়ী উপজেলা বা থানার প্রাথমিক শিক্ষা সমাপনী (পি এস সি) পরীক্ষায় অংশ গ্রহণকারী ছাত্র ছাত্রীদের সংখ্যার অনুপাতে উপজেলা বা থানা কোটা নির্ধারণ করে ট্যালেন্টপুল বৃত্তি বণ্টন করা হয়।

মারজান তার এই সাফল্যের জন্য স্কুলের শিক্ষক ও পিতা মাতার অবদানের কথা স্মরন করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামীতেও সকল পরীক্ষায় এ ধারা অব্যাহত রাখতে এবং ভবিষ্যতে একজন দেশ প্রেমিক আদর্শ মানুষ হওয়ার প্রত্যাশায় সকলের নিকট দোয়া কামনা করেন।