২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 60

ইটিপি প্লান ছাড়াই চলছে ফতুল্লা পোস্ট অফিস রোডের দীপ্তি ডাইং

নিউজ প্রতিদিন: সরকারী নিয়ম নীতির তোয়াক্কা না করেই চলছে ফতুল্লা পোষ্ট অফিস রোডে অবস্থিত দীপ্তি ডাইং। সরকারী নিদের্শনা অনুযায়ী ইটিপি প্লান ছাড়া ডাইং পরিচালনার ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা থাকলেও প্রায় দেড় যুগেরও বেশী সময় ধরে ইটিপি প্লান ছাড়াই পরিচালিত হচ্ছে দীপ্তি ডাইং।

এ বিষয়ে জেলা প্রশাসক,পরিবেশ অধিদপ্তর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যানকে লিখিত ভাবে অবগত করা হলেও এ ব্যাপারে কেউ কোন পদক্ষেপ নিচ্ছেন না এমন অভিযোগ ভূক্তভোগী মহলের। তবে জেলা প্রশাসকের কার্যালয় থেকে পরিবেশ অধিদপ্তরকে ব্যবস্থা নিতে নিদের্শ দিলেও পরিবেশ অধিদপ্তর কোন ব্যবস্থা না নিয়ে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন।

এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকার সচেতন মহল।
অনুসন্ধানে জানাযায়, দেড় যুগেরও অধিক সময় ধরে ফতুল্লা ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন অবস্থিত দীপ্তি ডাইং ইটিপি প্লান ছাড়াই পরিচালিত হয়ে আসছে। ডাইংয়ে ব্যবহৃত পরিত্যাক্ত বিষাক্ত পানিতে চলাচলের পথ পানির নিতে চলে যায়। পানি নিস্কাষনের ব্যবস্থা না থাকায় অনেক সময় স্থানীয় বসতবাড়ীতে এই পানি প্রবেশ করে। ফলে স্থানীয় বাসিন্দারা চর্মরোগসহ নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। সবচেয়ে বেশী ক্ষতির সম্মুখীন হচ্ছে পথচারী ও স্কুলগামী শিক্ষার্থীরা। ফতুল্লা ইউনিয়ন পরিষদের উন্নয়ন প্রকল্পের আওতা ভুক্ত সরকারী একটি রাস্তাবন্ধ করে দিয়ে দীপ্তি ডাইং কর্তৃপক্ষ নিজেদের কাজে ব্যবহার করছে। যে কারনে অনেকটা বাধ্য হয়েই ডাইংয়ের বিষাক্ত পানি মাড়িয়ে এই পথেই যাতায়াত করতে হচ্ছে প্রায় লক্ষাধীক পথচারীদের। স্থানীয়রা জানায়, ডাইংয়ের পানি মাড়িয়ে এই পথ দিয়ে যাতায়াতের সময় বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত গরম পানিতে পরে জ¦লসে গেছে একাধিক পথচারী।

স্থানীয়দের অভিযোগ, এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরে একাধিক বার লিখিত ও মৌখিক অভিযোগ করা হলেও তারা কোন ব্যবস্থা গ্রহন করেনি। অনেক সময় পরিদর্শনে আসলেও তাদের কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি। উল্টো ডাইং কর্তৃপক্ষের সাথে খোশ গল্পে মেতে থাকতে দেখা গেছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার জানান,দীপ্তি ডাইংয়ের বিরুদ্ধে একটি তদন্ত প্রতিবেদন ঢাকায় পাঠানো হয়েছে। নিদের্শনা পেলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 

ফতুল্লা থানার ওসি আসলাম হোসেনকে “অগ্রসর “এর ফুলেল শুভেচ্ছা

নিউজ প্রতিদিন: সামাজিক সংগঠন অগ্রসর এর পক্ষ থেকে ফতুল্লার থানার ওসি আসলাম হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। মঙ্গলবার বিকেলে তার কার্যালয়ে সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো: বদিউজ্জামান, সাধারন সম্পাদক মো: সুমন আহমেদ, আইন বিষয়ক সম্পাদক মো: সহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মো: সিদ্দিক, অর্থ সম্পাদক মো: আবুল কাশেম প্রমূখ। পরে ওসি আসলাম হোসেন চা চক্রের আয়োজন করেন। সংক্ষিপ্ত আলোচনায় ওসি আসলাম হোসেন অগ্রসর এর নেতৃবৃন্দকে বলেন আপনারা সমাজের উন্নয়নমূলক কাজ করবেন। সমাজ থেকে মাদক,সন্ত্রাস, বাল্য বিবাহ সহ ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকার আহবান জানান। তাছাড়া তিনি বিভিন্ন বিষয়ে উঠান বৈঠক করার উপর গুরুত্বারব করে বলেন এসব কাজে আপনারা আমাকে পাশে পাবেন।

শীতার্তদের পাশে সামাজিক সংগঠন ফেসবুক গ্রুপ ‘আলোকিত ফতুল্লা’

নিউজ প্রতিদিন: গত শনিবার ফতুল্লা থানার ফতুল্লা লঞ্চঘাট, ফতুল্লা রেলস্টেশন, কুতুব আইল, শিবুমার্কেট সহ বিভিন্ন স্থানে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করেছে “আলোকিত ফতুল্লা” ফেসবুক গ্রুপ।শীত বস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ওবায়েদউল্লাহ এবং বিশেষ অতিথি ছিলেন ফতুল্লা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আব্দুর রহিম। অনুষ্ঠানে গ্রুপের মডারেটর ইশতেয়ার আহমেদ হিরার পরিচালনাধীন সভাপতিত্ব করেন গ্রুপের এডমিন নাজমুল হাসান। এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়নগঞ্জের খবর ২৪ ডট কম’র প্রকাশক মোঃ সেলিম হোসেন, শিবলী মতিন, রাজন ইমরান, আব্দুল আহাদ, মোঃ মানিক, মেহেদী হাসান জীবন, ফজলে রাব্বী, মোঃ কামাল, মোঃ আমিনুল ইসলামসহ অন্যান্য সদস্যরা। সংগঠনের নেতৃবৃন্দ সমাজের বৃত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।

ফতুল্লার বুড়ীগঙ্গা নদীতে অভিযান চালিয়ে ১৭ মন জাটকা জব্দ

নিউজ প্রতিদিন: ফতুল্লার বুড়িগঙ্গা নদীতে অভিযান চালিয়ে ১৭ মন জাটকা মাছ জব্দ করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন পাগলা নৌ-ফাঁড়ি পুলিশ।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় ফতুল্লা লঞ্চ ঘাটে এমভি ইয়াদ নামক একটি লঞ্চে অভিযান চালিয়ে ওই মাছগুলো মালিক বিহীন অবস্থায় জব্দ করা হয়।

নৌ-পুলিশের উপ-পরিদর্শক নুরুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক মোজাম্মেল হকের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

পরে দুপুর একটার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃত মাছগুলো স্থানীয় বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন-ফতুল্লা অঞ্চলের এ্যাসিল্যান্ড মো. আজিজ ও সদর উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা সাহরিয়র সালমা।

অভিযানের নেতৃত্বদানকারী নৌ-পুলিশের উপ-পরিদর্শক নুরুল ইসলাম জানান, বরিশালের পাতারহাট থেকে এমভি ইয়াদ নামক একটি লঞ্চে করে ঢাকার উদ্দেশ্যে নিষিদ্ধ জাটকা মাছ আনা হচ্ছে বলে খবর পাই। যেকারণে ভোর রাতে আমরা ফতুল্লা লঞ্চ ঘাটে অবস্থান নেই। সকাল সাড়ে ৯ টার দিকে লঞ্চটি ফতুল্লা ঘাটে আসার সাথে সাথে সেটিতে অভিযান চালাই। এ সময় সেখান থেকে ১৭ মন অবৈধ জাটকা মাছ জব্দ করা গেলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

বক্তাবলী ইউনিয়ন মৎস্যজীবী দলের ৮নং ওয়ার্ড কমিটির অনুমোদন

নিউজ প্রতিদিন:নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন মৎস্যজীবী দলের ১১ সদস্য বিশিষ্ট ৮ নং ওয়ার্ড কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

রবিবার (১২ জানুয়ারী)  সন্ধ্যা ৮ টায় বক্তাবলী বাজারস্থ কিং বার্গার চাইনিজ রেষ্টুরেন্টে কমিটি অনুমোদন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারন সম্পাদক মিলন মেহেদী।

বক্তাবলী ইউনিয়ন মৎস্যজীবী দলের আহবায়ক সলিমুল্লাহ হৃদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বক্তাবলী ইউনিয়ন বিএনপি’র সহ সভাপতি মোঃ ইব্রাহীম আজাদ, ফতুল্লা থানা মৎস্যজীবি দলের সদস্য সচিব মোঃ রাসেল প্রধান, বক্তাবলী ইউনিয়ন মৎস্যজীবী দলের সদস্য সচিব মোঃ মোজাম্মেল প্রধান,মোঃ ওমর ফারুক নাঈম।

এসময় আরো উপস্থিত ছিলেন,বক্তাবলী ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ রাহাত প্রধাণ ও আহম্মদ উল্লাহ দেওয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মোঃ মোরশেদ আলমকে আহবায়ক ও মোঃ জহিরকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট ৮নং ওয়ার্ড কমিটির অনুমোদন প্রদান করা হয়।

নির্বাচিত অন্যান্য নেতৃবৃন্দরা হলেন,যুগ্ম আহবায়ক মোঃ আলালউদ্দিন,মোঃ খলিল,মোঃ মিজানুর রহমান দেওয়ান,মোঃ আলী আহম্মেদ,সদস্য মোঃ সেলিম, মোঃ আলী আকবর,মোঃ ইনুছ, মোঃ আক্তার হোসেন ও মোঃ আবু সাঈদ প্রমূখ।

প্রধান অতিথি মিলন মেহেদী বলেন,জাতীয়তাবাদের আর্দশে অনুপ্রানিত হয়ে বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে।আওয়ামী লীগ সরকার প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বেগম জিয়াকে অন্যায় ভাবে বন্দী করে রেখেছে।আওয়ামী লীগ সরকার বিচার বিভাগকে স্বাধীন করতে অনেক আন্দোলন করেছে।অথচ তাদের সরকারের আমলে বিচার বিভাগ স্বাধীন নয়।সরকার জানে বেগম জিয়া বাইরে থাকলে তাদের পতন নিশ্চিত।
আদালত স্বাধীন হলে বেগম জিয়ার মুক্তি ওয়ান টু ব্যাপার।সরকারের কাছে নয় বেগম জিয়াকে মানবিক কারনে মুক্তি দিতে আদালতের প্রতি জোর দাবী জানান।

বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ডিজিটাল বাংলাদেশ করার –এম শওকত আলী

নিউজ প্রতিদিন: আমরা আজ উপজেলা থেকে শুরু করে আগামী মার্চ মাস পর্যন্ত বঙ্গবন্ধুর উন্নয়ন নিয়ে আলোচনা করা হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ করার আর এ স্বপ্ন পূর্ণ করতে পারলে জননেত্রী শেখ হাসিনা ও আমাদের স্বপ্ন সার্থক হবে।

শনিবার (১১জানুয়ারি) সকাল ১০টায় নারায়নগঞ্জ সদর উপজেলায় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শতবার্ষিকী উপলক্ষ্যে নারায়নগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘বঙ্গবন্ধু উন্নয়ন দর্শন’ শীর্ষক আলোচনা সভায় ফতুল্লা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম.শওকত আলী বক্তব্যে এই উক্ত কথা বলে।

আলোচনা সভাটি নারায়নগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন নারায়নগঞ্জ-৪ আসনের সাংসদ সদস্য এ.কে এম শামীম ওসমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই,সাধারন সম্পাদক এড.আবু হাসনাত মোঃশহীদ বাদল।

আলোচনা সভায় এম.শওকত আলী আরো বলেন,আজকের দিনটি বাঙালির ইতিহাসে সবচেয়ে আনন্দ ঘন মুহূর্ত। ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর পাকিস্তানি দোষররা মনে করেছিল বঙ্গবন্ধু আমাদের মাঝ থেকে হারিয়ে যাবে, বাংলাদেশ পিছিয়ে পড়বে। কিন্তু আল্লাহ অসীম রহমতে সেদিনের ঘটনায় বঙ্গবন্ধুর দুই কন্যা বিদেশে ছিল। ফলে তারা প্রাণে বেচেঁ যায়।পরবর্তীতে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ১৯৮১সালে বাংলাদেশে এসে আওয়ামীলীগের নেতৃত্বে দায়িত্ব পালন করেন এবং এদেশের মেহনতি মানুষের  মুক্তির জন্য সংগ্রাম করেন। দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামীলীগ রাজনৈতিক ক্ষমতায় আসেন। আওয়ামীলীগ ক্ষমতায় এসে বঙ্গবন্ধু হত্যার বিচার অত্যন্ত দ্রুত গতিতে সম্পূর্ণ করেছেন। আজকে বিশ্বের দরবারে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছেন। তাই আজকে ২০২০ সালকে মুজিব বর্ষ হিসেবে ঘোষনা করা হয়েছে।

ফতুল্লা ছাত্রলীগের সাধারন সম্পাদক এম.এ মান্নানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন,নারায়নগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই,সাধারন সম্পাদক এড.আবু হাসনাত মোঃশহীদ বাদল,জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি প্রফেসর এড.শিরিন বেগম, মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক শাহ নিজাম,সহ-সভাপতি চন্দন শীল,জেলা যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন,জেলা কৃষকলীগের সভাপতি  নাজিম উদ্দীন,ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন,কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতি ,জেলা সাবেক ছাত্রলীগের সভাপতির এহসানুল হক নিপু,জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম রাসেল,নারায়নগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান এড.আবুল কালাম আজাদ বিশ্বাস,মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির,ফতুল্লা ছাত্রলীগের সভাপতি সাধারন সম্পাদক আবু মো.শরিফুল হক ও নারায়নগঞ্জ ফায়ার সার্ভিস উপ-পরিচালক আরেফিন সিদ্দিকী প্রমূখ।

বক্তাবলীতে নিখোজের ৫ দিন পর প্রকৌশলী জিসানের লাশ উদ্ধার : স্বজনদের দাবি হত্যাকান্ড

নিউজ প্রতিদিন: ফতুল্লার বক্তাবলীর ধলেশ্বরী নদীতে নিখোঁজের পাঁচদিন পর বাংলা ক্যাট কোম্পানির প্রকৌশলী মাহফুজুর রহমান জিসানের পেট কাটা লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার বেলা এগারোটায় মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান এলাকায় ধলেশ্বরী নদী থেকে লাশটি উদ্ধার করে ডুবুরি দল।

এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন জিসানের সহকর্মী প্রকৌশলী লিখন সরকার। তবে এ ঘটনাকে হত্যাকান্ড বলে দাবি করে সুষ্ঠু তদন্ত চেয়েছেন নিহত জিসানের স্বজনরা।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক স্টেশনের সিনিয়র অফিসার মো: কাজল মিয়া জানান, নিখোঁজ দুই প্রকৌশলীর সন্ধানে শুক্রবার সকাল থেকেই বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি অভিযান শুরু করে ডুবুরি দল।

এক পর্যায়ে মুন্সীগঞ্জের সিরাজদিখান এলাকায় ধলেশ্বরী নদী থেকে ডুবন্ত অবস্থায় জিসানের মরদহে উদ্ধার করা হয়। খবর পেয়ে স্বজনরা গিয়ে জিসানের লাশ শনাক্ত করেন।

তবে জিসানের স্বজনদের দাবি, নদীতে ডুবে তার মৃত্যু হয়নি। জিসানকে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের ক্ষত চিহ্ন পাওয়া গেছে।

জিসানের বড় ভাই মো: শোয়েব আহমেদ বলেন, আমার ভাইয়ের আশ আমরা অক্ষত পাই নি। তার মুখ দিয়ে রক্ত বের হয়েছ্ েপেট কাটা রয়েছে এবং সেখান দিয়ে রক্তক্ষরণ হয়েছে। আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা প্রধানমন্ত্রীর কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।

জিসানের ফুপাতো ভাই মো: সম্রাট বলেন, আমার ভাইয়ের স্বাভাবিক মৃত্যু হয়নি। অবশ্যই কেউ তাকে হত্যা করেছে। কারা আমার ভাইকে হত্যা করেছে প্রশাসন তাদের যেন খুঁজে বরে করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে।

এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে জিসানের বড় ভাই মো: শোয়েব আহমেদ আরো বলেন, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি। প্রয়োজনে আমরা মামলা করব। যারা আমার বাইকে হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার চাই।

এদিকে জিসানের লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর সেখান থেকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ফতুল্লা থানার ওসি মো: আসলাম হোসেন।

একই সাথে এখনো নিখোঁজ থাকা লিখন সরকারের সন্ধানে ফায়ার সার্ভিসের তল্লাশি অভিযান চলছে জানিয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের নারায়লগঞ্জ জেলা উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ঘটনার দুইদিন পর খবর পেয়ে আমরা গত তিনদিন যাবত নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালিয়েছে। একজনের লাশ ইতিমধ্যে উদ্ধার করেছি। নিখোঁজ অপরজনকেও আমরা উদ্ধার না করা পর্যন্ত তল্লাশি অভিযান অব্যাহত রাখব।

প্রসঙ্গত. গত ৫ জানুয়ারী দিনগত রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা বক্তাবলীর রাজাপুর এলাকায় বুড়িগঙ্গা এন্টারপ্রাইজের ভেকু মেরামতের কাজ শেষ করে ফেরার পথে নিখোঁজ হন বাংলা ক্যাট কোম্পানির দুই মেকানিক্যাল ইনিঞ্জনিয়ার মাহফুজুর রহমান জিসান ও লিখন সরকার। এ ঘটনায় জিসানের স্ত্রী রাকিয়া সুলতানা রাজধানীর আশুলিয়া থানায় বাদি হয়ে একটি সাধারণ ডায়েরি করেন।

তবে জিসানের পরিবার শুরু থেকেই দাবি করে আসছেন, এ ঘটনার সাথে ফতুল্লার রাজাপুর এলাকার বুড়িগঙ্গা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারি সজীব ও তার কর্মচারী পায়েলকে দায়ী করে আসছেন। তাদের দাবি, সজীব ও পায়েল ঘটনার বিষয়ে সবকিছু জানেন। কেননা জিসান ও লিখন নিখোঁজের বিষয়টি সজীব একদিন গোপন রেখেছেন এবং তার সাথে যোগাযোগ করলে বিভিন্ন সময়ে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করেছেন।

এছাড়া সজীবের ভড় ভাই ওই এলাকার ইউপি মেম্বার। সেই প্রভাবে সজীব বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেছেন। তাদের দুইজনকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার রহস্য বের হয়ে আসবে বলে মনে করছেন নিহত জিসানের স্বজনরা।

জিসানের ফুপাতো ভাই সম্রাট জানান, জিসান ও লিখন দুজনই পরিবার নিয়ে রাজধানীর আশুলিয়া এলাকায় একই মালিকের বাড়িতে ভাড়া বাসায় থাকতেন। জিসানের তিন বছরের ও তিন মাসের দুইটি পুত্র সন্তান রয়েছে। নিখোঁজের ঘটনার পর থেকে জিসানের স্ত্রী রাকিয়া সুলতানা শোকে পাথর হয়ে গেছেন। পির্তৃহারা এই দুই শিশু সন্তানের ভবিষ্যতের কথা ভেবে কান্নায় ভেঙ্গে পড়ছেন স্বজনরা।

সামাজিক সংগঠন ”অগ্রসর” এর সভাপতি বদিউজ্জামান-সম্পাদক সুমন

নিউজ প্রতিদিন: মোঃ বদিউজ্জামানকে সভাপতি ও মোঃ সুমন আহমেদকে সাধারন সম্পাদক করে সর্বসম্মতিক্রমে ৬ই জানুয়ারি ২০২০ রোজ সোমবার রাতে ২০ সদস্য বিশিষ্ট সামাজিক সংগঠন ”অগ্রসর” এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি ইমরান হাসান মেহেদী, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ হারুন অর রশিদ সাগর, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহরাব হোসেন, মহিলা ও সাংস্কৃতিক সম্পাদক রিয়া খান, আইন বিষয়ক সম্পাদক মোঃ সহিদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মোঃ মনিরুজ্জামান, ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান মনা, দপ্তর সম্পাদক মোঃ সিদ্দিক, অর্থ সম্পাদক মোঃ আবুল কাশেম, প্রচার সম্পাদক মোঃ শাহাদাৎ ভুইয়া, সদস্য মোঃ শাজাহান (বুলু), সদস্য মোঃ হিমেল আহমেদ, সদস্য জাকির, সদস্য খলিল, সদস্য ইসমাইল, সদস্য বাবুল, সদস্য বাবুল হোসেন (বাবু), সদস্য রাব্বি।

ফতুল্লা থানা আ’লীগের সভাপতি বাদলের ছেলে নয়নের  জানাজায় মানুষের ঢল

নিউজ প্রতিদিন: ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফ উল্লাহ বাদলের জেষ্ঠ পুত্র মোছাব্বির আলম নয়ন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………. রাজিউন)।

রোববার ( ৫ জানুয়ারী) দিবাগত রাত ৩ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫।

অত্যন্ত সহজ সরল প্রকৃতির মোছাব্বির আলম নয়ন দুই সন্তানের জনক। আওয়ামী লীগের সভাসমাবেশ ও মিছিল মিটিংয়ে তাকে সবসময় দেখা গেছে। অত্যন্ত সরল অন্তঃপ্রাণ নয়নকে আওয়ামী লীগের নেতাকর্মীরা খুব ভালোবাসতেন। সে ছিল নেতাকর্মীদের অত্যন্ত প্রিয় একজন মানুষ। তার মৃত্যুতে নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে তাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে দেখতে ছুটে আসছেন। এর মধ্যে নয়নের লাশ দেখতে কাশিপুরের পেস্কার বাড়ীতে ছুটে আসেন নারায়নগঞ্জ সদর উপজেলার নির্বাহি অফিসার নাহিদা বারিক,সদর উপজেলার মহিলা ভাইসচেয়ারম্যান ফাতেমা মনির।

বাদ জোহর নয়নের জানাজার নামাজ কাশিপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত জানাজায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের নেতা কর্মীরা ও বিশিষ্ট রাজনীতিবিদ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

এর মধ্যে নারায়নগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান বিএনপি নেতা এড.আবুল কালাম আজাদ বিশ্বাস, ভাইসচেয়ারম্যান কৃষকলীগ নেতা নাজিমউদ্দিন,সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইয়াসিন মিয়া, ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বক্তাবলী ইউপি চেয়ারম্যান শওকত আলী,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী,মহানগর যুবলীগের সভাপতি শাহাদত হোসেন ভূঁইয়া সাজনু,জেলা যুবলীগ নেতা এহসানুল হক নিপু,থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফরিদ আহমেদ লিটন,সাধারন সম্পাদক আনোয়ার হোসেন,থানা ছাত্রলীগের সভাপতি আবু মোঃ শরীফুল হক, সাধারন সম্পাদক আঃ মান্নান, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.কামরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মো.বাবুল মিয়া,ফতুল্লা থানা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.আনোয়ার হুসাইন, নারায়নগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শীতলক্ষা পত্রিকার সম্পাদক দিপু,জেলা প্রেসক্লাবের সেক্রেটারি হাজী দীন মোহাম্মদ দীলু,ফতুল্লা মডেল প্রেসক্লাবের সভাপতি আনিসুজ্জামান অনু,জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক এম এ রাসেল ও আওয়ামীলীগ নেতা গিয়াসউদ্দিন ও জামাল হুসাইন প্রমুখ।

সাইফউল্লাহ বাদলের জৈষ্ঠ পুত্র নয়নের ইন্তেকাল

নিউজ প্রতিদিন: নারায়ণগঞ্জের ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম সাইফউল্লাহ বাদলের জৈষ্ঠ পুত্র মোছাব্বির আলম নয়ন ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহে………রাজেউন)। মৃত্যুকালে নয়নের বয়স ছিলো ৪৫ বছর।

রোববার (৫ জানুয়ারী) দিবাগত রাত দিকে হ্নদযন্ত্রে ক্রিয়া আক্রান্ত হয়ে মরহুমের নিজ বাড়ি কাশিপুর খিলমার্কেটস্থ পেশকার বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। আর মৃত্যুকালে নয়নের বাবা, মা স্ত্রী, দুই কন্যাসহ অসখ্য গুনগাহি রেখে যান।

মরহমের জানাযার নামাজ রোববার বাদ জোহর কাশীপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হইবে। উক্ত জানাযায় শরিক হওয়ার জন্য পরিবার পক্ষ বিশেষভাবে অনুরোধ করছেন।

এদিকে সাইফউল্লাহ বাদলের বড় ছেলে নয়নের মৃত্যুতে ফতুল্লা থানা আওয়ামীলীগ ও কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গসংগঠনের পক্ষ হতে শোক প্রকাশসহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের রুহের আত্মার মাগফিরিত কামনা করেন