ফরিদপুর: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ফরিদপুরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা ও শহর বিএনপি। বেলা ১১টার দিকে থানা রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি আলীপুর গোলপুকুর মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। সেখানে দলের নেতাকর্মীরা মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলী আশরাফ নাননু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক একে কিবরিয়া স্বপন, এমটি আক্তার টুটুল, এবি সিদ্দিকী মিতুল, গোলাম মোস্তফা মিরাজ। পুলিশি বাধায় পরে মানববন্ধন কর্মসূচিটি পণ্ড হয়ে যায়।
খাগড়াছড়ি: সকাল ১১টায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধনে খাগড়াছড়ি জেলা শহরের ভাঙ্গাব্রিজ এলাকায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি নাসির আহম্মদ চৌধুরী, সাধারণ সম্পাদক এমএন আফসার, সাংগঠনিক সম্পাদক আ. রব রাজা, জেলা ছাত্রদল যুগ্মসম্পাদক আনিসুল আলম আনিক, জেলা যুবদল সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-নোমান সাগর প্রমুখ।
ঠাকুরগাঁও: খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্তে মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি দুপুরে জেলা বিএনপির আয়োজনে শহরের চৌড়াস্তা মোড়ে পালন করা হয়। এ সময় বক্তব্য দেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সহসভাপতি নূর করিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারেক আদনান, সদর থানা বিএনপির আব্দুল হামিদ, মহিলা দলের সভানেত্রী ফারহাতুন নাহার পেরিস প্রমুখ।
জয়পুরহাট: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জয়পুরহাটে বিএনপির মানববন্ধনের সময় পুলিশ বাধা দিয়েছে এবং লাঠিচার্জ করে দুজনকে আটক করে পরে ছেড়ে দিয়েছে। বেলা ১১টায় শহরের স্টেশন রোডের জয়পুরহাট জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে জয়পুরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. নাফিজুর রহমান পলাশ বক্তব্য শেষ না হতেই পুলিশ বাধা প্রদান করে। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাক্কাধাক্কি শুরু হলে পুলিশ লাঠিচার্জ করে। ঘটনাস্থল থেকে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোজাম্মেল হক ও জেলা যুবদলের সহসাধরাণ সম্পাদক রিপন আকন্দকে আটক করে থানায় নিয়ে যায় এবং কিছুক্ষণ পর আবার ছেড়ে দেয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক নাফিজুর রহমান পলাশ জানান, শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশ বাধা দিয়েছে এবং অফিসের বারান্দা থেকে নেতাকর্মীদের রাস্তায় নামতে দেয়নি। এ সময় নেতাকর্মীরা জটলা করলে পুলিশ কয়েকজনের ওপর লাঠিচার্জ করে বিএনপি ও যুবদলের দুই নেতাকে আটক করে পরে ছেড়ে দেয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রায়হান হোসেন বলেন, মানববন্ধন শেষে নেতাকর্মীরা হইচই শুরু করলে দুজনকে আটকের পর জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে।
নরসিংদী: সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নরসিংদী জেলা বিএনপি। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সুলতান উদ্দিন মিয়া, সহসভাপতি মঞ্জুর এলাহী, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সিনিয়র যুগ্মসচিব হারুন অর রশিদ, জেলা কৃষক দলের সভাপতি আকবর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহজাহান মল্লিক, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আমীরুল হক বাচ্চু, নরসিংদী শহর বিএনপির সভাপতি এ কে এম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভুঁইয়া ও ছাত্রদল নেতা সুমন মিয়া প্রমুখ। বক্তারা খালেদা জিয়ার আশু মুক্তি এবং সুচিকিৎসার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
সুনামগঞ্জ: সুনামগঞ্জে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। সকালে জেলা বিএনপির আয়োজনে বিএনপির কার্যালয়ের সামনে এই মানববন্ধন হয়।
জেলা বিএনপির যুগ্মসম্পাদক নাসিম উদ্দিন লালার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাড. শেরেনুর আলী।
উপস্থিত ছিলেন- অ্যাড. আব্দুল হক, আবুল কালাম, যুগ্মসম্পাদক সুয়েব আহমদ, অ্যাড. আমিরুল হক, জোনাব আলী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, আইন সম্পাদক অ্যাড. শামসুর রহমান, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আশিকুর রহমান আশিক, শ্রমবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম দিলু, জেলা যুবদলের সিনিয়র যুগ্মসম্পাদক তোফাজ্জল হোসেন, মমিনুল হক কালারচান, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা ছাত্রদলের সভাপতি রায়হান উদ্দিন প্রমুখ।
গাইবান্ধা: খালেদা জিয়ার অবিলম্বে মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ স¤পাদক মাহামুদুন্নবী টিটুল, সহসভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, সহসভাপতি শহিদুজ্জামান শহীদ, সাদুল্যাপুর উপজেলা বিএনপির সভাপতি শামছুল ইসলাম শামছুল, সদর থানা বিএনপির আহ্বায়ক খন্দকার ওমর ফারুক সেলু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান নাদিম, পলাশবাড়ী উপজেলা বিএনপির সদস্য সচিব আবু আলা মওদুদ, ফুলছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক সাদেকুল ইসলাম নাননু, জেলা যুবদলের আব্দুর রাজ্জাক ভুট্টু, রকিবুজ্জামান লিটন, শরিফুল ইসলাম রুবেল, ঝরনা মান্নান, রবিন মিয়া প্রমুখ।
বাগেরহাট: পুলিশি বাধার মধ্য দিয়ে বাগেরহাট জেলা বিএনপির মানবন্ধন পালিত হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে সকালে বাগেরহাট জেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন পালন করতে গেলে পুলিশ বাধা দেয়। পরে বিএনপি পুলিশের বাধার মুখে দলীয় কার্যালেেয়র প্রধান ফটকে এ মানবন্ধন পালন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক অধ্যাপক আলী রেজা বাবু। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক মোজ্জাফ্ফর রহমান আলম, বিএনপি নেতা কাজী সেলিমুল হক, মেহেবুবুল হক কিশোর, মোহিতুজ্জামান দুলাল, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ বুলু, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি হাজরা আসাদুল ইসলাম পান্না, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী দীপ, জেলা মহিলাদলের সহসভাপতি শিরিনা আক্তার, মমতাজ মেরী প্রমুখ। অপরদিকে জেলা প্রশাসকে কার্যালয়ের সামনে খুলনা-বাগেরহাট মহাসড়কে জেলা বিএনপির অপর গ্রুপের মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- জেলা বিএনপির উপদেষ্টা এটিএম আকরাম হোসেন তালিম, উপদেষ্টা সৈয়দ নাসির আহমেদ মালেক, জেলা বিএনপির সহসভাপতি কামরুল ইসলাম গোরা, জেলা বিএনপির সহসভাপতি ও শ্রমিক দলের সভাপতি সরদার লিয়াকত হোসেন, সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম পল্টু, জেলা বন্ধুদলের সমন্বয়ক কামরুজ্জামান শিমুল, জেলা যুবদলের যুগ্মসাধারণ সম্পাদক এসকে বদরুল আলম প্রমুখ।
ঝিনাইদহ: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে জেলা আইনজীবী সমিতি কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি। কর্মসূচি চলাকালে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. এস এম মশিয়ুর রহমান, সদস্য সচিব অ্যাড. এমএ মজিদ, বিএনপি নেতা আক্তারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, মুন্সী কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাস, এনামুল হক মুকুল, আশরাফুল ইসলাম পিন্টু, জাহাঙ্গীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
সিরাজগঞ্জ: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা বিএনপির উদ্যোগে সিরাজগঞ্জ শহরের ইবি রোডের পৌর ভাসানী মিলনায়তনের সামনে মানববন্ধন হয়েছে। সকালে সিরাজগঞ্জ জেলা বিএনপি সহসভাপতি ও সদর থানা শাখার সভাপতি মজিবর রহমান লেবুর সভাপতত্বিে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহসভাপতি মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্মসম্পাদক রাশিদুল হাসান রঞ্জন, সাংবাদিক হারুন-অর-রশিদ খান হাসান, নূর কায়েম সবুজ, সাংঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মির্জা মোস্তফা জামান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ, সাংগঠিনক সম্পাদক আব্দুল আলীম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, সাংগঠনিক সম্পাদক মিলন হক রঞ্জু, জেলা কৃষক দলের সভাপতি সাইদুল ইসলাম আলো প্রমুখ।
কালিয়াকৈর (গাজীপুর): খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সকালে গাজীপুরের কালিয়াকৈরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাস টার্মিনাল এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিএনপির নেতাকর্মীরা মানববন্ধন করেন। উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রমবিষয়ক সম্পাদক ও কালিয়াকৈর পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর খান, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি আক্তারুজ্জামান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজভী আহম্মেদ দুলাল, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, পৌর বিএনপির সহসভাপতি হারুন-অর রশিদ, উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শামীম হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সম্রাট ভুঁইয়া, পৌর ছাত্রদলের সভাপতি আমজাদ হোসেন প্রমুখ।