নিউজ প্রতিদিন ডটনেট : জোটে থাকলেও নিজ দলের প্রতীকে ভোটে ইসির নির্দেশনায় শরীকদের আসন ছাড় নিয়ে দ্বিধায় বিএনপি। শুরুতে ৪০ থেকে ৫০টি আসন ছাড়ের কথা উঠলেও এখন তা অর্ধেকে নামিয়ে আনার চিন্তা করছে দলের নীতিনির্ধারণী ফোরাম। এদিকে, জোটের শরীকরাও বলছেন, ধানের শীষে ভোট করলে যতোটা সাড়া মিলতো, নিজ দলের প্রতীকে তা হবে কঠিন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ৩০০ আসনের মধ্যে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এই তালিকায় নেই দলটির সাথে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে থাকা শরীকদের সম্ভাব্য প্রার্থীদের নাম। ঘোষণার অপেক্ষায় থাকা ৬৩টির মধ্যে বেশিরভাগ আসনে জোট শরীকদের জন্য ছাড়ের চিন্তা থাকলেও, সে অবস্থান থেকে সরে আসছে বিএনপি।
সম্প্রতি দলের নীতিনির্ধারণী ফোরাম, স্থায়ী কমিটির বৈঠকেও এ নিয়ে আলোচনা হয়েছে।
দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে বিএনপির সাথে রাজপথে থাকা দলগুলোকে চাহিদামতো আসন যে দেওয়া যাচ্ছে না, তা এরইমধ্যে অবহিত করেছে দলটি। তবে, আরপিও সংশোধনের কারণে জোটে থেকেও নিজস্ব প্রতীকে ভোটের কারণে কিছুটা বেকায়দায় শরীক দলগুলো। ধানের শীষ প্রতীকে ভোট করতে পারলে জয় সহজ হতো, মনে করছেন তারা।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘নিজস্ব প্রতীকে নির্বাচন করা তো একটু ঝুঁকিপূর্ণ, এতে কোনো সন্দেহ নেই। সেদিক থেকে জনপ্রিয় মার্কা বা বেশি পরিচিত মার্কা যেগুলো আছে, তাদের শরীকদের যদি নিজ প্রতীকে নির্বাচন করতে হয় তাহলে পক্ষের সিট কিছুটা কমে যাওয়ারও ঝুঁকি বা আশঙ্কা আছে।’
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমি মনে করি যে মানুষ এটা বুঝবে। মানুষ শুধু এই কারণে অন্য মার্কায় ভোট দেবে, ধানের শীষের বিরুদ্ধে তা আমার মনে হয় না। কিন্তু পরিশ্রমটা বেশি হবে। মানুষ যদি না বুঝতে পারে, বোঝানোর জন্য বেশি পরিশ্রম করতে হবে।’
বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলছেন, বৃহত্তর স্বার্থ বিবেচনা করে শরীকদের মধ্যে আসন বণ্টন করা হবে। সংশ্লিষ্ট এলাকায় তাদের জনপ্রিয়তা ও রাজনৈতিক গ্রহণযোগ্যতা কতটুকু চলছে, তারই বিচার-বিশ্লেষণ হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘অনেকটাই সহায়ক শক্তি হয় এই প্রতীকটি, সেদিক থেকে বাদ হলো। তবুও আমি মনে করি, বিএনপির প্রার্থীরা যদি জোটের প্রার্থীকে সমর্থন দেয় তাহলে তার জিতে আসতে সমস্যা হবে না।’
বিএনপি নেতারা জানান, শরীকদের আসন বণ্টনসহ বাকি ৬৩ আসনে সম্ভাব্য প্রার্থীদের তালিকা কয়েক দিনের মধ্যেই প্রকাশ করবে দলটি।









