‘বক্তাবলি শোক দিবস’পালনে বক্তাবলি ওয়েলফেয়ার এসোসিয়েশন প্রস্তুতি সভা

92

প্রেস বিজ্ঞপ্তি: ২৯শে নভেম্বর ‘বক্তাবলি শোক দিবস’পালনের প্রস্তুতি নিয়েছে বক্তাবলি ওয়েলফেয়ার এসোসিয়েশন।

১৯৭১ সনের ২৯শে নভেম্ববরের এই দিনে বক্তাবলিতে পাকিস্তানি সামরিক বাহিনীর সাথে মুক্তি বাহিনির এক সমরাস্ত্র যুদ্ধ সংগঠিত হয়েছিল। সেই মুখোমুখি সংঘর্ষে বক্তাবলি পরগনার ১৩৯ জন লোক শহিদ হয়েছিলেন। সেই থেকে এই দিনটিকে বক্তাবলির মানুষ তাদের শোক দিবস হিসেবে পালন করে আসছে।

প্রতি বছর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষে দোয়া মিলাদ ও শহিদ বেদিতে পুষ্প অর্পন করা হয়।

দিনটিকে কেন্দ্র করে প্রতিবছরের ন্যায় এবারও বক্তাবলি ওয়েলফেয়ার এসোসিয়েশন দিন ব্যাপি কর্মসূচি গ্রহণ করেছে।

তাদের কর্মসূচির মধ্য রয়েছে অসহায় শহিদ পরিবারকে আর্থিক সন্মাণনা প্রদান, শহিদদের জন্য মিলাদের মাধ্যমে দোয়া প্রার্থনা ও শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্প অর্পন করার সিদ্বান্ত গৃহিত হয়েছে।

এ বিষয়ে ২৭ নভেবর (বুধবার) বাদ মাগরিব বক্তাবলীর লক্ষীনগর নিজস্ব কার্যালয়ে নেতৃবৃন্দদের নিয়ে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তি জানিয়েছেন সংগঠনের সাধারন সম্পাদক মতিউর রহমান ফকির।

সভায় উপস্থিত ছিলেন, সহসভাপতি জামালউদ্দিন বারি, সহসভাপতি লোকমান হোসেন, সহসভাপতি এম এ মতিন, সাংগঠনিক সম্পাদক আহম্মদ আলী ও সহ সাধারন সম্পাদক রাজিব হোসেন সাগরসহ অন্যান্য নেতৃবৃন্দ।