বক্তাবলীর রামনগরে হাজ্বী গোলাম হোসেন প্রাথমিক স্কুলে বই উৎসব পালন

50

নিউজ প্রতিদিন: বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছে সদর উপজেলার বক্তাবলীর রামনগর হাজ্বী গোলাম হোসেন প্রাথমিক বিদ্যালয়।

বুধবার (১ জানুয়ারি) সকালে স্কুল প্রাঙ্গণে এ বই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-অত্র বিদ্যালয়ের দাতা সদস্য, ব্যবসায়ী ও শিক্ষানুরাগী প্রকৌশলী আবু সাঈদ রিংকু।

স্কুলের প্রধান শিক্ষক আলী হোসেনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন-রামনগর পঞ্চায়েত প্রধান নাসির উদ্দিন, সাংবাদিক ইকবাল হোসেন, আলম মাদবর, সাবেক ইউপি সদস্য মোতালিব, রিয়াজউদ্দিন, ফখরুদ্দিন, আক্তার হোসেন, আব্দুল মান্নান, নাজির মাহমুদ, শরীয়ত উল্লাহ, আতাউর রহমান ও সাইদুল ইসলাম প্রমুখ।

এসময় শিক্ষার্থীদের অভিভাবকগণ ও স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আবু সাঈদ রিংকু বলেন, আজকের শিশুরাই আগামী ভবিষ্যত। প্রাথমিক শিক্ষা হচ্ছে শিক্ষার মূল ভিত্তি। তাই প্রাথমিক শিক্ষার ভীত মজবুত হলে এ শিক্ষার্থীর শিক্ষাজীবনও উজ্জ্বল হয়।