বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ডিজিটাল বাংলাদেশ করার –এম শওকত আলী

65

নিউজ প্রতিদিন: আমরা আজ উপজেলা থেকে শুরু করে আগামী মার্চ মাস পর্যন্ত বঙ্গবন্ধুর উন্নয়ন নিয়ে আলোচনা করা হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ করার আর এ স্বপ্ন পূর্ণ করতে পারলে জননেত্রী শেখ হাসিনা ও আমাদের স্বপ্ন সার্থক হবে।

শনিবার (১১জানুয়ারি) সকাল ১০টায় নারায়নগঞ্জ সদর উপজেলায় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শতবার্ষিকী উপলক্ষ্যে নারায়নগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘বঙ্গবন্ধু উন্নয়ন দর্শন’ শীর্ষক আলোচনা সভায় ফতুল্লা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম.শওকত আলী বক্তব্যে এই উক্ত কথা বলে।

আলোচনা সভাটি নারায়নগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন নারায়নগঞ্জ-৪ আসনের সাংসদ সদস্য এ.কে এম শামীম ওসমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই,সাধারন সম্পাদক এড.আবু হাসনাত মোঃশহীদ বাদল।

আলোচনা সভায় এম.শওকত আলী আরো বলেন,আজকের দিনটি বাঙালির ইতিহাসে সবচেয়ে আনন্দ ঘন মুহূর্ত। ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর পাকিস্তানি দোষররা মনে করেছিল বঙ্গবন্ধু আমাদের মাঝ থেকে হারিয়ে যাবে, বাংলাদেশ পিছিয়ে পড়বে। কিন্তু আল্লাহ অসীম রহমতে সেদিনের ঘটনায় বঙ্গবন্ধুর দুই কন্যা বিদেশে ছিল। ফলে তারা প্রাণে বেচেঁ যায়।পরবর্তীতে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ১৯৮১সালে বাংলাদেশে এসে আওয়ামীলীগের নেতৃত্বে দায়িত্ব পালন করেন এবং এদেশের মেহনতি মানুষের  মুক্তির জন্য সংগ্রাম করেন। দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামীলীগ রাজনৈতিক ক্ষমতায় আসেন। আওয়ামীলীগ ক্ষমতায় এসে বঙ্গবন্ধু হত্যার বিচার অত্যন্ত দ্রুত গতিতে সম্পূর্ণ করেছেন। আজকে বিশ্বের দরবারে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছেন। তাই আজকে ২০২০ সালকে মুজিব বর্ষ হিসেবে ঘোষনা করা হয়েছে।

ফতুল্লা ছাত্রলীগের সাধারন সম্পাদক এম.এ মান্নানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন,নারায়নগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই,সাধারন সম্পাদক এড.আবু হাসনাত মোঃশহীদ বাদল,জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি প্রফেসর এড.শিরিন বেগম, মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক শাহ নিজাম,সহ-সভাপতি চন্দন শীল,জেলা যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন,জেলা কৃষকলীগের সভাপতি  নাজিম উদ্দীন,ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন,কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতি ,জেলা সাবেক ছাত্রলীগের সভাপতির এহসানুল হক নিপু,জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম রাসেল,নারায়নগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান এড.আবুল কালাম আজাদ বিশ্বাস,মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির,ফতুল্লা ছাত্রলীগের সভাপতি সাধারন সম্পাদক আবু মো.শরিফুল হক ও নারায়নগঞ্জ ফায়ার সার্ভিস উপ-পরিচালক আরেফিন সিদ্দিকী প্রমূখ।