নিউজ প্রতিদিন: গত শনিবার ফতুল্লা থানার ফতুল্লা লঞ্চঘাট, ফতুল্লা রেলস্টেশন, কুতুব আইল, শিবুমার্কেট সহ বিভিন্ন স্থানে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করেছে “আলোকিত ফতুল্লা” ফেসবুক গ্রুপ।শীত বস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ওবায়েদউল্লাহ এবং বিশেষ অতিথি ছিলেন ফতুল্লা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আব্দুর রহিম। অনুষ্ঠানে গ্রুপের মডারেটর ইশতেয়ার আহমেদ হিরার পরিচালনাধীন সভাপতিত্ব করেন গ্রুপের এডমিন নাজমুল হাসান। এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়নগঞ্জের খবর ২৪ ডট কম’র প্রকাশক মোঃ সেলিম হোসেন, শিবলী মতিন, রাজন ইমরান, আব্দুল আহাদ, মোঃ মানিক, মেহেদী হাসান জীবন, ফজলে রাব্বী, মোঃ কামাল, মোঃ আমিনুল ইসলামসহ অন্যান্য সদস্যরা। সংগঠনের নেতৃবৃন্দ সমাজের বৃত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।