কাশীপুর যুবলীগের সভাপতি শ্যামল বহিস্কার

211

নিউজ প্রতিদিন: ফতুল্লা এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় মিমাংসা করার নামে ধর্ষককে পালিয়ে যেতে সহযোগিতা করার অপরাধে কাশীপুর ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিসুর রহমান শ্যামলকে বহিস্কার করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খাঁন স্বাক্ষরিত এক পত্রে শ্যামলের বহিস্কারের আদেশের কথা জানানো হয়।

ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, বহিস্কারের আদেশের একটি কপি আমাকে দেয়া হয়েছে।

ধর্ষক পালিয়ে যেতে সহায়তা ও ধর্ষণের আলামত নষ্টের অভিযোগে মঙ্গলবার তাকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

বহিস্কার আদেশে বলা হয়, ফতুল্লার কাশীপুরে এক কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় ধর্ষককে বাঁচাতে মিমাংসা করার কথা বলে কিশোরীসহ তার মাকে শ্যামলের অফিসে ঢেকে নিয়ে যায়। আর সেখানে মিমাংসার নামে ধর্ষককে বাঁচাতে কিশোরীর মাকে হুমকি-ধামকি দিয়ে ধর্ষককে পালিয়ে যেতে সহায়তা করে। আর এ ঘটনায় ধর্ষণের মামলায় আনিছুর রহমান শ্যামলকে পুলিশ গ্রেপ্তার করে এবং ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়। আর এ মর্মে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হয়। আর সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে সম্পৃক্ততার অভিযোগে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক আনিছুর রহমান শ্যামলকে সংগঠন থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। একই সাথে কেন তাকে স্থায়ীভাবে বহিস্কার করা হবে না মর্মে সংগঠনের চেয়ারম্যান/সাধারণ সম্পাদক এর বরাবর তার লিখিত জবাব প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।