নিউজ প্রতিদিন: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পূর্বচর গড়কুল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের গান কবিতা ও বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয় ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে চরগড়কুল উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি মোঃ নাজির হোসেন। এসময় তিনি শিক্ষার্থীদের মাঝে ভাষা দিবসের তাৎপর্য ও এর ইতিহাস তুলে ধরেন এবং প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ।
নাজির হোসেন বলেন, ভাষা শহীদদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি মায়ের ভাষা । তাদের অবদান বাঙ্গালী জাতি চিরকাল মনে রাখবে।
অনুষ্ঠান শেষে ছাত্র ছাত্রীদের মধ্যে দেশাত্মবোধক গান, কবিতা ও একুশের বক্তৃতা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, অবিভাকবৃন্দ ছাড়াও স্কুলের শিক্ষার্থীরা ।