সন্তানের দিকে নজর রাখুন: ডিসি নারায়ণগঞ্জ

71

নিউজ প্রতিদিন: অভিভাবকদের নিজের সন্তানদের প্রতি খেয়াল রাখার আহবান জানিয়েছেন জেলা প্রশাসক জসিম উদ্দিন।

তিনি বলেছেন, পরিবারের সকল সদস্যদের প্রতি খোঁজ খবর রাখতে হবে। অভিভাবকরা তাদের সন্তান কোথায় যায়। কার সঙ্গে মিশে সেদিকে নজর রাখলে, সন্তানরা খারাপ পথে যেতে পারবে না। এক পরিবারের সন্তান কুপথে গেলে পুরো পরিবার ধ্বংষ হয়ে যায়।

বুধবার (২৬ ফেব্রুয়ালী) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের উদ্যোগে উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকা’– শীর্ষক সেমিনারে অনুষ্ঠিত হয়। যেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেমিনার পরিচালনা করেন কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ কমিশনার মাহফুজা লিজা (বিপিএম)। তিনি জনপ্রতিনিধিদেরকে উগ্রবাদ সম্পর্কে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন।

সেমিনারে উপস্থিত ছিলেন বক্তাবলী ইউপি চেয়ারম্যান এম শওকত আলী, কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার প্রধান, মুছাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, পিরোজপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম, সনমান্দি ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, গোগনগন ইউপি চেয়ারম্যান নওশাদ আলী, এনায়েতনগর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, কুতুবপুর ইউপি চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার প্রধান, মুছাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম প্রমুখ।