বক্তাবলীর আ’লীগ নেতা বাবুল মিয়া প্রতারনার শিকার

322

নিউজ প্রতিদিন: নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ বাবুল মিয়া প্রতারনার শিকার হলেন।
বাবুল মিয়া অনলাইনে মোবাইল ফোনের অর্ডার দিলে নকিয়ার পরিবর্তে তাকে নিন্মমানের ৭/৮শ টাকার মোবাইল ফোন সেট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়।
বাবুল মিয়া বলেন,অনলাইনে রবি ফোন শপে অর্ডার করেন। প্রথমে পাঠানো বাবদ ১৫০/ টাকা খরচ পাঠান। এসএ পরিবহনের মাধ্যমে প্রোডাক্ট কোড নং-৬৭০০,কাস্টমার কোড২১৬৭,তারিখ ২৪/০২/২০২০ইং পাঠান। এসএ পরিবহন কাউন্টারে ১৮৭০ টাকা জমা দেয়ার পর বাবুল মিয়াকে প্যাকেট হাতে তুলে দেন এসএ কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষ। বাবুল মিয়া প্যাকেট খুলে নিন্মমানের ৭/৮শ টাকা মূল্যের নকিয়ার পরিবর্তে মোবাইল ফোন সেট দেখতে পান।
পরে রবি ফোন শপে যোগাযোগ করলে পরিবর্তন করে দিবেন বলে জানান।এখন ফোন করলে ফোন ধরেনা বলে জানান বাবুল মিয়া।
এর আগেও অনলাইনে ঘড়ি অর্ডার করে ২ টি পিয়াজ পেয়েছিল ক্রেতা। অনলাইনে পন্য বিক্রির নামে প্রতারনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ক্ষতিগ্রস্থ হচ্ছে সাধারণ মানুষ।
এ ব্যাপারে রবি ফোন শপে ফোন করলে ০১৪০৭৭৬৭৩৬৬ নাম্বার রিসিভ করে সুমন নামে এক ব্যক্তি বলেন,আমরা অভিযোগ পেয়েছি। কাষ্টমারের কোড নাম্বার লিখে রেখেছি। পরিবর্তন করে দিব।