নারায়ণগঞ্জের গোগনগরে জোর করে গরু নামাতে গিয়ে আটক-৫

108

নিউজ প্রতিদিন : নারায়ণগঞ্জের গোগনগরে চাঁদা দাবি করে না পেয়ে ট্রলার থেকে জোর করে ইজারাদার আল মামুনের অস্থায়ী হাটে গরু নামানোর অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোগনগর পলি ফ্যাক্টরী সংলগ্ন আলী আকবরের নিজস্ব ভূমিতে ইজারাদার আল মামুনের অস্থায়ী হাট থেকে তাদেরকে আটক করা হয়।
এর আগে হাটের পাশ দিয়ে যাবার সময় সিরাজগঞ্জের গরু ব্যাপারী আবু বকরের ট্রলার থামিয়ে চাঁদা দাবি করে তারা। চাহিদা মোতাবেক চাঁদা না দেওয়ায় জোর করে ট্রলার থামিয়ে গরু নামানোর চেষ্টা করে তারা। এসময় কয়েকটি গরু নামিয়ে হাটেও নিয়ে যায় তারা।

আটকরা হলেন- ইয়াসিন (২১), শাহীন (২৩), সাব্বির (২০), রাকিব (২১) ও রাজু (২২)
এ ব্যাপারে গরুর ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়। যার মামলা নং-৩১।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ আরো জানায়, জোর করে গরু নামানোর চেষ্টা করায় তাৎক্ষনিকভাবে তাদেরকে আটক করা হয়েছে। সদর থানা এলাকার কোথাও কোন হাটে জোর করে ব্যাপারীদের গরু নামানোর চেষ্টা করলেও কঠোর হবে পুলিশ।