নিউজ প্রতিদিন ডটনেট : পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সা:) উপলক্ষ্যে বক্তাবলী এলাকাবাসীর উদ্যােগে ২০ তম তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১২ ফেব্রুয়ারী (শুক্রবার) বক্তাবলী ফেরীঘাট সংলগ্ন মাঠে তাফসিরুল কুরআন মাহফিল প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাহরিকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশের আমির আল্লামা মুফতি ড.সাঈয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৌনপুরী।তাহরিকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশ বক্তাবলী শাখার উদ্যোগে বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো.শওকত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ ক্বারী, সাইয়্যেদ ওবায়েদুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী জৈনপুরীসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।