জিয়াউর রহমানের ডাকে এদেশ স্বাধীন হয়েছিল-টিটু

34

নিউজ প্রতিদিন ডটনেট : বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিজেদের মধ্যে ঐক্য গড়ে তোলার আহবান জানিয়েছেন জেলা যুবদল সভাপতি শহীদুল ইসলাম টিটু।

তিনি বলেছেন, গণতন্ত্র এখন কারাগারে। ভেদাভেদ ভুলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলে গণতন্ত্রকে মুক্ত করতে হবে। খালেদা জিয়া আজ কারাগারে বন্ধি। খালেদা জিয়া বন্ধি মানে গণতন্ত্র বন্ধি। আমাদের খালেদা জিয়াকে মুক্ত করে আবারও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে।

রোববার (৩০ মে) সদর উপজেলার বক্তাবলীতে জাতীয়তাবাদী যুবদলের দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তাবলী ইউনিয়ন যুবদলের আহবায়ক আমির হোসেন বেপারীর সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ফতুল্লা থানা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান মাসুদ, সদস্য সচিব সালাউদ্দিন আহমেদ, যুগ্ম আহবায়ক ইসমাঈল খাঁন, বক্তাবলী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হাসান আলী।

বক্তাবলী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নজরুল ইসলাম প্রধানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন- জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মতিউর রহমান ফকির, ফতুল্লা থানা মৎসজীবি দলের সভাপতি রাসেল প্রধান প্রমুখ।

সভায় শহীদুল ইসলাম টিটু বলেন, জিয়াউর রহমানের ডাকে এদেশ স্বাধীন হয়েছিল। তিনি এদেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। তাই এদেশের মানুষ কখনোই তাকে ভুলতে পারবে না।