বক্তাবলী পরগণার খালেক মাস্টার ডায়াবেটিস সেন্টারের নবম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

62

নিউজ প্রতিদিন ডটনেট : মানব সেবার ব্রত নিয়ে এগিয়ে যাচ্ছেন ডা.সফিউদ্দিন আহমেদ মিন্টু ও তার প্রতিষ্ঠান খালেক মাস্টার ডায়াবেটিস সেন্টার। বক্তাবলী পরগনার মানুষের কাছে এই প্রতিষ্ঠান এক অন্যতম ভরসার জায়গা করে নিয়েছে। ফ্রি ডায়াবেটিস চিকিৎসা সেবার পাশাপাশি বিভিন্ন রোগের চিকিৎসা ও পরামর্শ দিয়ে যাচ্ছে খালেক মাস্টার ডায়াবেটিস সেন্টার।

৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১১টায় খালেক মাস্টার ডায়াবেটিস সেন্টারের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নিজস্ব কনফারেন্সে রুমে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বক্তাবলী পরগণা ফরায়েজি আন্দোলনের মহাসচিব হাফেজ মাওলানা আতাউল হক সরকারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খালেক মাস্টার ডায়াবেটিস সেন্টারের প্রতিষ্ঠাতা ডা. শফিউদ্দিন আহমেদ মিন্টু।

ডায়াবেটিস রোগীদের উদ্দেশ্যে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ডায়াবেটিস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনা সময় তিনি আরো বলেন, ডায়াবেটিস রোগের পাশাপাশি এখানে উন্নতমানের চোখের ও দাঁতের চিকিৎসা করা হয়। আস্তে আস্তে আমরা এই হাসপাতালে আরো সেবার কার্যক্রম চালু করার চেষ্টা করছি।

অনুষ্ঠান শেষে ডাক্তার মিন্টুর এই অবদানের জন্য সৈয়দ আজিরুননেছা স্মৃতি ফাউন্ডেশন এর পক্ষ থেকে তাকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়।