বক্তাবলী ইউপি নির্বাচনে ৫নং ওয়ার্ডে বৈদ্যুতিক পাখা প্রতীক পেলেন আল আমিন

84

নিউজ প্রতিদিন ডটনেট : বৈদ্যুতিক পাখা প্রতীক পেয়েছেন সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. আল আমিন।

বুধবার (২৭ অক্টোবর) রিটার্ণিং অফিসার তাকে এ প্রতীক বরাদ্দ দেন।

প্রতীক পাবার পরে নির্বাচনে জয়ের আশাবাদ ব্যক্ত করে মো. আল আমিন বলেন, জীবনে যখনই সুযোগ হয়েছে, মানুষের উপকার করেছি। কারো ক্ষতি করিনি। তবে মানুষের ভালবাসা রয়েছে। আশা করি জনগণের ভালবাসার প্রতিফলন ঘটবে। এবং আমি এই নির্বাচনে জয়লাভ করবো ইনশাল্লাহ।

বুধবার সদর, বন্দর ও রূপগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১১ নভেম্বর। এই দিন নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর, গোগনগর, আলীরটেক, এনায়েতনগর; বন্দর উপজেলার বন্দর, কলাগাছিয়া, ধামগড়, মুছাপুর, মদনপুর এবং রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ও ভোলাব ইউপিতে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই ১১ ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন ৪৬ জন। অন্যদিকে সাধারণ সদস্য পদে ৫৩৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন।