নারায়ণগঞ্জ জেলায় ৫ কর্মকর্তা পেলেন (পিপিএম) পদক

32

নিউজ প্রতিদিব ডটনেট : নারায়ণগঞ্জ জেলার পাঁচ পুলিশ কর্মকর্তা প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পেয়েছেন।

রোববার(২৩ জানুয়ারি) পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে এ পুরষ্কার গ্রহন করবেন।

পদক প্রাপ্তরা হলেন, সাহসিকতায়- অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং সেবায় পদক পেলেন কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ আসাদুজ্জামান, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা, বন্দর পুলিশ ফাড়ির ইনচার্জ রেজাউল করিম।

৫ জন পুলিশ কর্মকর্তার প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) প্রাপ্তিতে নিজেদের গর্বিত এবং উজ্জীবিত অনুভব করে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপি মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে নারায়নগঞ্জ জেলা পুলিশ।