বক্তাবলীবাসীকে যুবদলের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা

36

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বক্তাবলীবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বক্তাবলী ইউনিয়ন যুবদলের সভাপতি মো. নজরুল ইসলাম প্রধাণ ও সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের।

এক শুভেচ্ছা বার্তায় তারা বলেন, ঈদ মানেই আনন্দ ও খুশির উৎসব। ‘ঈদ’ শব্দটি আরবি, শব্দমূল ‘আউদ’, এর অর্থ এমন উৎসব, যা ফিরে ফিরে আসে, পুনরায় অনুষ্ঠিত হয়, রীতি হিসেবে গণ্য হয় প্রভৃতি। এর অন্য অর্থ খুশি-আনন্দ। উচ্ছল-উচ্ছ্বাসে হারিয়ে যাওয়ার মুহূর্ত। ঈদ প্রতি বছর চান্দ্র বর্ষপঞ্জি অনুযায়ী নির্দিষ্ট মাসের নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট রীতিতে এক অনন্য আনন্দ-বৈভব বিলাতে ফিরে আসে। এক মাস কঠোর সিয়াম সাধনার মাধ্যমে নানা নিয়ম কানুন পালনের পর উদযাপিত হয় ঈদুল ফিতর; অন্য কথায় রোজার ঈদ।

তারা আরো বলেন, পবিত্র ঈদুল ফিতরের উসিলা সৃষ্টিকর্তা দেশ থেকে এ বৈশ্বিক মহামারী দূর করে দিন। আমীন!!

নিরাপদ দূরত্ব বজায় রাখুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন।