বক্তাবলীতে মারামারিতে আওয়ামী লীগের সম্মেলন পণ্ড

148

নিউজ প্রতিদিন ডটনেট :ফতুল্লা থানাধীন বক্তাবলীতে দুই পক্ষের মারামারিতে পণ্ড হয়ে গেছে আওয়ামী লীগের সম্মেলন। দু’দফায় মারামারির পরে ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্মেলন স্থগিত ঘোষণা করেন।

শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বক্তাবলীর রাজাপুরে এ ঘটনা ঘটে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোঃ শহীদ বাদল। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফ উল্লাহ বাদল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শাহ নিজাম, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর সোহেল।

সম্মেলনে উপস্থিত কয়েকজন আওয়ামী লীগ নেতা জানান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শাহ নিজাম বক্তব্য দেবার সময় একজন আওয়ামী লীগ নেতার বারবার উচ্চবাচ্য করায় তিনি বক্তব্য থামিয়ে তাকে শাসান। শাহ নিজামের বক্তব্যের শেষে আবার ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী কর্মীদের উদ্দেশ্যে কঠোর হুশিয়ারী দেন। কিন্তু ভেতরে ভেতরে উত্তপ্ত হতে থাকে পরিবেশ। পরে তা মারামারিতে রূপ নেয়। জেলা ও থানার শীর্ষ নেতাদের সামনেই হাতাহাতি ও চেয়ার ছুঁড়ে মারামারি করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। নেতাকর্মীদের এমন আচরণের পরে দ্রুত সম্মেলনস্থল ত্যাগ করেন অতিথিরা। অতিথিরা চলে যাবার পরে আবারও মারামারিতে জড়ান নেতাকর্মীরা।

এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোঃ শহীদ বাদল।