আসছে শঙ্কা-উৎকন্ঠার ১০ ডিসেম্বর

28

আবদুর রহিমঃ রণপ্রস্ততি চলছে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে। ১০ ডিসেম্বরকে ঘিরে উভয় দল প্রস্তুতি নিতে শুরু করেছে। এমনকি কেউ কাউকে ছাড় দিবে না এমন হুঁশিয়ারী দিচ্ছে আওয়ামী লীগ ও বিএনপির নেতৃবৃন্দ।

ওই দিনটি ঘিরে লোক সমাগম, পাল্টা পাল্টা রাজপথে অবস্থান সহ নানা প্রস্তুতিও চলছে। উভয় দলের নেতাদের হুংকারে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের মানুষও শঙ্কিত হয়ে পরেছে। অন্যদিকে নাশকতা কিংবা যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকেও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মানুষের জান মালের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখেই প্রশাসন প্রস্তুত রয়েছে এমন দাবি প্রশাসনের একাধিক দায়িত্বশীল সূত্রের। তবে সেদিন কী হতে যাচ্ছে এ নিয়ে আগ্রনের কোন কমতি নেই সাধারণ মানুষের। টিভি কিংবা পত্রিকায় চোখ রাখছে নিয়মিত। চায়ের দোকান থেকে বিভিন্ন দফতরের একই বিষয় নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সূত্রমতে, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। ইতোমধ্যে এ সমাবেশকে কেন্দ্র করে রাজনীতিতে নানা আলোচনার জন্ম দিয়েছে। ওইদিন ইতিহাসের সবচেয়ে বড় জনসমাগম ঘটাতে চায় বিএনপি। সমাবেশ সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে দলটি।

সে লক্ষ্যে নানা কৌশলও অবলম্বন করছেন দলটির নেতৃবৃন্দ। এ সমাবেশকে ঘিরে রাজধানীসহ জেলা, মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের পাল্টা কর্মসূচিসহ সতর্ক পাহারা বসানোর পরিকল্পনায় দিনটি ভিন্ন মাত্রা পাচ্ছে। অনেকে রাজনৈতিক সংঘাতের শঙ্কাও করছেন। ফলে ১০ ডিসেম্বর এলেই ঢাকায় কী হতে যাচ্ছে, তা নিয়ে জনমনে কৌতূহল দেখা দিয়েছে। এদিকে সমাবেশের আগে পাবলিক পরিবহন বন্ধ হওয়ার আশঙ্কা করছে বিএনপি। পাশাপাশি হামলা ও পুলিশি ধরপাকড়েরও আশঙ্কা করছে তারা। এজন্য ১০ ডিসেম্বরের আগেই সারাদেশ থেকে নেতাকর্মীদের ঢাকায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে দলটির। সমাবেশে অন্তত ২০ লাখ মানুষের সমাগমের টার্গেট রয়েছে তাদের। মহাসমাবেশ সফল করতে ঢাকা বিভাগের যৌথসভা করেছে বিএনপি। সভায় প্রতিটি সাংগঠনিক জেলাকে প্রস্তুতি নিতে কেন্দ্র থেকে নির্দেশ দেয়াও হয়েছে। জেলা-মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদকদের অধীন সংশ্লিষ্ট ইউনিটকেও প্রস্তুতি নিতে নির্দেশ দেয়া হয়েছে।

যৌথসভায় কোন জেলা বা মহানগর কত লোক নিয়ে মহাসমাবেশে যোগ দেবে তারও একটি প্রতিশ্রুতি দিয়েছেন নেতৃবৃন্দ। সমাবেশ সফল করতে একাধিক উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সারা দেশের মানুষের কাছে মূল আলোচনার এবং উদ্বেগের বিষয় হচ্ছে আগামী ১০ ডিসেম্বরের বিএনপির মহা সমাবেশ।