নিউজ প্রতিদিন ডটনেট: কানাইনগর ছোবহানিয়া স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১৫ ফেব্রয়ারী (বুধবার) কানাইনগর ছোবহানিয়া স্কুল এন্ড কলেজ মাঠে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৪ আসনে সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।
ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কানাইনগর ছোবহানিয়া স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি এম শওকত আলীর সভাপতিত্বে ও অত্র স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লুৎফর রহমান স্বপন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টি, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.সফর আলী, কানাইনগর ছোবহানিয়া স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য মো. আলাউদ্দিন বারী, মো. আবু সাইদ রিংকু ও আব্দুল রহিম প্রমূখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা আওয়ামী যুব লীগের সভাপতি মীর সোহেল আলী, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, আব্দুল মান্নান, নারায়ণগঞ্জ জেলা ছাত্র লাীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, ফতুল্লা থানা আওয়ামী যুব লীগের যুগ্ম সম্পাদক মো. আনোয়ার হোসেন, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. বাবুল মিয়া, মো. শফিক মাহমুদ পিন্টু, বক্তাবলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল বারেক মোল্লাসহ বক্তাবলী ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।