৬ বছর পর হচ্ছে জাকের পার্টির জাতীয় কাউন্সিল

33

প্রেস বিজ্ঞপ্তি:  ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ২৫ আগস্ট (শুক্রবার) জাকের পার্টি ৪র্থ তম জাতীয় কাউন্সিল হতে যাচ্ছ। সকল ১০টায় প্রধাণ অতিথি দলের চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল কাউন্সিলের কার্যক্রম উদ্বোধন ও বক্তব্য দিবেন। দুপুর ১২টায় কাউন্সিলের প্রথম পর্ব শেষ হবে। বাদ জুম্মা ঢাকা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে কাউন্সিলের মুল পর্ব শুরু হয়ে বিকাল ৪টায় কাউন্সিলের কার্যক্রম শেষ হবে।

সম্মেলনকে ঘিরে নানা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রস্তুত করা হয়েছে সভামঞ্চ। সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে চলছে সাজসাজ রব। নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বা- উদ্দীপনা বিরাজ করছে। সম্মেলনস্থলের সাজসজ্জার কাজ শেষ পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে সভাস্থালসহ আশে পাশের সড়ক। নেতাকর্মীরা দফায় দফায় ঘুরে ঘুরে দেখছেন সকল প্রকার প্রস্তুতি। যাতে কাউন্সিল সুন্দর ও সফল ভাবে শেষ হয়।

বুধবার (২৩ আগস্ট ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জাকের পার্টির কেন্দ্রীয় সাহিত্য ও সাংস্কৃতিক ফ্রন্ট’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজউদ্দিন সিকদার।