বক্তাবলীর নানান অপকর্মের হোতা জাকিরের বিরুদ্ধে মানবন্ধন

59

নিউজ প্রতিদিন: নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের চিহিৃত মামলাবাজ, ভূমিদস্যু,মাদক ব্যবসায়ী ও জুয়াড়ীদের শেল্টার দাতা সহ নানান অপকর্মের হোতা জাকির হোসেনের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচীপালন করেছে উত্তর গোপালনগর ও চরবক্তাবলী বাসী।

বুধবার (৩ এপ্রিল) সকালে চরবক্তাবলী বাজারে ব্যবসায়ী ও জাকির হোসেন কর্তৃক নির্যাতিত আওলাদ হোসেন এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সমাজসেবক সোহরাব হোসেন, মোতালেব খাঁ,দেলোয়ার হোসেন মেসি,দীল মোহাম্মদ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, সমাজসেবক সমান বেপারী, মিন্টু মিয়া, জাহের আলী, মোহাম্মদ মাসুম, মাহবুবুর রহমান মাহবুব, সালাউদ্দিন, মোঃ সলিম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন,জাকির হোসেন বিদেশ হতে দেশে ফিরে এসে নিরীহ লোকদের নামে মামলা করে হয়রানি করতো। সেই সাথে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো। বক্তারা আরো বলেন,এলাকায় মাদক ব্যবসা করাতো এবং জুয়ার আসর বসাতো। তাদেরকে পুলিশ দিয়ে ধরিয়ে নিজেই ছাড়িয়ে নিতো।

জাকিরের শ্বশুর জাকির হোসেন কে হত্যা করে বিভিন্ন লোককে আসামী করে ও আসামি করার ভয়ভীতি প্রদর্শন করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে।
৫ বছর আগেও এলাকায় কোন মামলা ছিলনা। ও আসার পরে একেক জনের নামে একাধিক মামলা দিয়ে হয়রানি করছে। তার সঠিক তদন্ত করার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানান বক্তারা।

সভাপতির বক্তব্যে আওলাদ হোসেন বলেন,জাকির হোসেন নিজে তার শ্বশুর কে হত্যা করে আমাদের নামে মামলা দিয়ে জেল খাটিয়েছে। যে কোন সময় দেশ ছেড়ে পালিয়ে যেতে পাওে ।তার আগেই জাকির হোসেন কে গ্রেফতার করতে আইন শৃঙ্খলা বাহিনী প্রতি জোর দাবী জানান।