নিউজ প্রতিদিন ডটনেট : এ এস কে ফ্যাশনে প্রবেশ করে প্রতিষ্ঠানের মালিক আমির হোসেনকে মারধরের ঘটনায় মামলাবাজ আকবর হোসেনকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে গাবতলী তাগাড়পাড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
মোঃ আমির হোসেন জানান, গ্রেফতারকৃত আকবর আমার বিরুদ্ধে এরআগে একটি মামলা দায়ের করে। ঐ মামলা আপোষ করার জন্য আলোচনার নামে কয়েকজন সন্ত্রাসী নিয়ে আমার কারখানায় প্রবেশ করে আমাকে মারধর এবং কারখানা ভাংচুর করে। এ ঘটনায় আমি থানায় মামলা দায়ের করি।
অভিযোগের তদন্ত অফিসার ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর অপারেশন কাজী মাসুদ রানা জানান, অভিযোগের সত্যতা প্রমান পাই এবং থানায় মামলা দায়ের করে আকবর হোসেন, তার ম্যানেজারসহ তিনজন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
আকরের বিরুদ্ধে নিজ পরিবারসহ আশপাশের একাধিক ব্যাক্তির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে।