বক্তাবলীর আকবরনগরে সামেদ আলী- রহিম হাজ্বী গ্রুপের সংঘর্ষে আহত ১০

279

নিউজ প্রতিদিন ডটনেট : নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের আকবরনগর গ্রামের সামেদ আলী ও রহিম হাজ্বী বাহিনীর দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।

আহতদের মধ্যে সাইদুলের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আহত সাইদুল ইসলামের বোন সাবিনা জানান, রহিম হাজ্বীর লোকজন আমাদের উপর অর্তকিত ভাবে হামলা চালায়।

এতে করে আমাদের চারজন রক্তাক্ত জখম হয়।
এদের মধ্যে জসিমের স্ত্রী চম্পা বেগম,কাশেমের ছেলে আমিন ও কাশেমের ছেলে জসিমের অবস্থা আশঙ্কা জনক।

এদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (ক -অঞ্চল) জহিরুল ইসলাম ও ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আজম মিয়া ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধ্যা সাড়ে সাতটায় এলাকায় থমথমে ভাব বিরাজ করছে।

রহিম হাজ্বীর ভাতিজা নবী হোসেন জানান, সামেদ আলীর লোকজন দেশীয় অস্ত্র শস্ত্রে সজিত হয়ে মালেক ও নুরুল আমিনের বাড়ি ভাংচুর, হামলা, লুটপাট চালায়।

উল্লেখ্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সামেদ আলী ও রহিম হাজ্বীর গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবত সংঘর্ষ চলে আসছিল। রবিবার (২৬ মে) দুপুর ২:৩০ থেকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় থমথমে ভাব বিরাজ করছে।

গুরুতর আহত সাইদুলের বোন সাবিনা জানান, আমার ভাইয়ের বুকে টেটাবিদ্ধ হয়েছে। আইসিইউতে আছে।টেটা বের করতে পারেনি। তার বাঁচার আশা কম।