নিউজ প্রতিদিন ডটনেট : নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন পরিষদের পুরাতন প্যানেল চেয়ারম্যান ভেঙ্গে নতুন ভাবে প্যানেল চেয়ারম্যান পরিষদ গঠন করার লক্ষ্যে আলোচনা সভা ও ভোটাভোটি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ ই সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা শেষে নতুন প্যানেল চেয়ারম্যান পরিষদ গঠন ও পুরাতন প্যানেল চেয়ারম্যান ভেঙ্গে দেওয়ার লক্ষ্যে ভোটাভোটি অনুষ্ঠিত হয়।স্থানীয় সরকার নারায়ণগঞ্জের উপ-পরিচালক মৌরীন করিম এর উপস্থিতিতে গোপন ভোট অনুষ্ঠিত হয়। এতে ১১ জন ইউপি মেম্বার ভোটাভোটিতে অংশ নিলেও একজন ইউপি মেম্বার সেকান্দার আলী অনুপস্থিত ছিলেন।
গোপন ভোটে আব্দুর রশিদ মেম্বার ১০ ভোট ও আকিল উদ্দিন মেম্বার ১ ভোট পান।
ইউপি মেম্বাররা জানান, আগামী দুই-তিন দিনের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সিদ্ধান্ত গ্রহণ করে প্রজ্ঞাপন আকারে জারি করবেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি মেম্বার আব্দুর রশিদ, আকিল উদ্দিন শিকদার, আজিজুর রহমান, আমজাদ হোসেন বাঁধন, ওমর ফারুক, রাসেল চৌধুরী, আলমগীর হোসেন, মহিউদ্দিন ভূইয়া, মহিলা মেম্বার হাসনা বানু, পিংকি আক্তার ও নুপুর আক্তার প্রমুখ।