নারায়ণগঞ্জের বক্তাবলীতে দানবীর মেছবাহুল বারীর ৩৪তম মৃত্যুবার্ষিকী পালিত

6

নিউজ প্রতিদিন ডটনেট: বক্তাবলী পরগনার বিশিষ্ট দানবীর,বক্তাবলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ,লক্ষীনগর ইসলামিয়া আলিম মডেল মাদ্রাসা,সরিফুন্নেছা দার্তব্য চিকিৎসালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম মেছবাহুল বারীর ৩৪ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মিলনায়তনে বিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল মান্নান খানের সভাপতিত্বে স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সাবেক সভাপতি আলাউদ্দিন বারী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাব পত্রিকার সহ-সম্পাদক জামাল উদ্দিন বারী, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হারুনুর রশিদ দুলাল, সহকারী শিক্ষক আব্দুল খালেক, নুরুল হক, নাজনিন সুলতানা ও জহির উদ্দিন বারী রতন প্রমুখ।

বক্তারা বলেন প্রয়াত মেছবাহুল বারীর কারণে আজ বক্তাবলী পরগনার মানুষ শিক্ষিত হয়ে উঠেছে।
এ অঞ্চলের মানুষ ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, শিক্ষক, আইনজীবী সহ বিভিন্ন পেশায় সমানতালে অবদান দেখে চলছে। উনি যদি শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান গড়ে না তুলতেন তাহলে বক্তাবলী পরগনা আজ অন্ধকারে নিমজ্জিত হয়ে থাকতো।

আমরা মহান আল্লাহতালার দরবারে মরহুম মেজবাহুল বারীর রুহের মাগফেরাত কামনা করি যেন মহান আল্লাহ তাকে জান্নাতবাসী করেন। সেই সাথে তার যারা উত্তরাধিকারী রয়েছেন তারা যেন মেজবাহুল বারীর মতো সামাজিক সেবা করে যেতে পারেন সে কামনা করছি।

,শিক্ষক, আইনজীবী সহ বিভিন্ন পেশায় সমানতালে অবদান দেখে চলছে। উনি যদি শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান গড়ে না তুলতেন তাহলে বক্তাবলী পরগনা আজ অন্ধকারে নিমজ্জিত হয়ে থাকতো।

আমরা মহান আল্লাহতালার দরবারে মরহুম মেজবাহুল বারীর রুহের মাগফেরাত কামনা করি যেন মহান আল্লাহ তাকে জান্নাতবাসী করেন। সেই সাথে তার যারা উত্তরাধিকারী রয়েছেন তারা যেন মেজবাহুল বারীর মতো সামাজিক সেবা করে যেতে পারেন সে কামনা করছি।