সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফতুল্লায় প্রতিবাদ সমাবেশ

11

নিউজ প্রতিদিন ডটনেট : দৈনিক সংবাদচর্চা পত্রিকার সম্পাদক মোঃ মুন্না খান ও দৈনিক সংবাদচর্চার নির্বাহী সম্পাদক, দৈনিক শেয়ার বিজের নারায়ণগঞ্জ প্রতিনিধি আবদুর রহিম এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ফতুল্লার সাংবাদিক সমাজ।

বৃহস্পতিবার দুপুরে ফতুল্লা প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ফতুল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি সেলিম মুন্সীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুমের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ফতুল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি পিয়ার চাঁন,  ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি রনজিৎ মোদক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, সাংবাদিক শফিকুল ইসলাম আরজু, ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকুল্লাহ রিপন, রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সুজন, ফতুল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আঃ আলিম লিটন, সাংবাদিক পম আজিজ, মাসুদ আলী, মোঃ সেলিম হোসেন, জসিম উদ্দিন, মুন্না, সাব্বির, রাকিব চৌধুরী শিশির,এম এ সুমন, সোহেল রানা, দুলাল আহমেদ, বাহারুল হক বাহু প্রমুখ।

উল্লেখ্য, কাশিপুর ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল বেপারী ওরুফে গোয়াইল্লা কামালের লুটপাট, দখলের বিরুদ্ধে দৈনিক সংবাদচর্চা তথ্যবহুল সংবাদ প্রকাশ করলে পত্রিকার সম্পাদক মোঃ মুন্না খান ও নির্বাহী সম্পাদক আবদুর রহিমের বিরুদ্ধে আদালতে ৫কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন।

প্রসঙ্গত, ৫ আগষ্টের পর জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন সাংবাদিকদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। ক’দিন পূর্বে ফতুল্লার ধর্মগঞ্জে বিএনপি আয়োজিত সমাবেশে বক্তব্যে জেলা বিএনপি’র সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, বিএনপি’র কোনো নেতাকর্মীর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলে সাংবাদিকদের  তিনি ‘বাপ ডাকিয়ে দেবেন’ এবং ফতুল্লা সাংবাদিকদের সংগঠন ফতুল্লা প্রেসক্লাবকে ‘সোজা হয়ে যাও’ বলে হুমকি দেন। তার এই বক্তব্যের ভিডিও ফুটেজ ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান জাতীয় পর্যায়ে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত জেলার সাংবাদিকরা।