ভারতে যৌন নিপীড়ন রুখতে ‘প্যানিক বাটন’ বাধ্যতামূলক করা হচ্ছে

85

ভারতে মোবাইল ফোন সেটে প্যানিক বাটন বাধ্যতামূলক করা হচ্ছে। আগামী বছর থেকে ভারতের সব মোবাইল ফোন সেটে ‘প্যানিক বাটন’ নামে একটি বিশেষ বাটন রাখা বাধ্যতামূলক করা হচ্ছে।

কর্মকর্তারা মঙ্গলবার জানিয়েছেন, নারীর প্রতি দেশে ক্রমবর্ধমান যৌন নিপীড়নসহ ধর্ষণ প্রতিরোধেই এই ব্যবস্থা।

মঙ্গলবার দেশটির টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বাটনটি জরুরি সেবা পাওয়ার জন্য ব্যবহার করা হবে। মোবাইলের প্যানিক বাটনটি চেপেই নারীরা জরুরি সেবার জন্য ফোন করতে পারবেন।  নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘২০১৭ সালের ১ জানুয়ারিতে প্যানিক বাটন ছাড়া কোনও মোবাইল ফোন সেট ভারতের বিক্রি করা যাবে না।’

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে মোবাইল ফোনে ইনবিল্ট জিপিএসও বাধ্যতামূলক করা হবে। সোমবার রাতে দেশটির টেলিযোগাযোগ মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ জানান, প্রযুক্তি মানুষের জীবনকে উন্নত করার জন্য। নারীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রযুক্তি ব্যবহারের চেয়ে আরও ভালো কী হতে পারে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া