ফতুল্লায় ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও ভাংচুরের ঘটনায় বাদল গ্রেফতার

120

নিউজ প্রতিদিন ডটনেট:  ফতুল্লার বক্তাবলী ঘাটে সিটি ওয়েল সেন্টার পাম্প নামীয় ব্যবসা প্রতিষ্ঠানে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে লুটপাট ও ভাংচুরের ঘটনার মামলার প্রধান আসামী বাদলকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। শনিবার সন্ধ্যা ৬টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকা থেকে থাকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সুকান্ত দত্ত।

গ্রেফতারকৃত আসামী বাদল ফতুল্লার মুসলিমনগর এলাকার মৃত হাকিম বেপারীর ছেলে।

এর আগে গত শনিবার (৫ অক্টোবর) বাদল ও তার বাহিনীর লোকজন ফতুল্লার বক্তাবলী ঘাটে সিটি ওয়েল সেন্টার পাম্পে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে লুটপাট ও ভাংচুর সহ ব্যাপক ক্ষয়ক্ষতি করে। এ ঘটনায় সিটি ওয়েল সেন্টার পাম্পের মালিক মোঃ সাইদুল ইসলাম বাদী হয়ে ফতুল্লা থানা একটি মামলা দায়ের করেন। মামলা নং- ৩০, ২৩ অক্টোবর ২০২৪ইং তারিখ।

উল্লেখ্য, এর আগে ফতুল্লায় ইউপি সদস্যসহ ৩জনকে কুপিয়ে জখমের ঘটনার ৭দিন কারা ভোগ করে জামিনে আসেন বাদল। তাছাড়াও সিদ্ধিরগঞ্জ থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের একটি হত্যা মামলার আসামী তিনি।