নিউজ প্রতিদিন ডটনেট : ডাকাতি, হত্যা, মাদক, চাঁদাবাজিসহ ১৫টি মামলার আসামি রিপনকে (৫১) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
আজ রোববার সন্ধ্যায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত রিপন মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত বাতেন সরকারের পুত্র।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এজাহারনামীয় আসামী কুখ্যাত ডাকাত, চিহ্নিত সন্ত্রাসী, অস্ত্রবাজ, মাদক ব্যাবসায়ী রিপনকে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের তেজগাঁও জোনাল টীম কর্তৃক অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়।’
‘থানার রেকর্ডপত্র পিসিপিআর যাচাই করে রিপনের নামে ১৫টি মামলা পাওয়া যায়। এর মধ্যে ৭টি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিলো।’
পুলিশ জানায়, ‘প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, সে তার সহোদর একাধিক ভাইসহ সহযোগী নৌ ডাকাতদের সহযোগিতায় মুন্সিগঞ্জ, চাঁদপুর ও শরীয়তপুর জেলার সীমান্তবর্তী মেঘনা নদী ও তার আশপাশের এলাকায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্রবাজি, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ইত্যাদির মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করে থাকে। তার বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।’