নিউজ প্রতিদিন ডটনেট : নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের ফেরিঘাট সংলগ্ন পশুর হাটের ইজারা পেয়েছেন মোহাম্মদ ইদ্রিস আলী প্রধান।
বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উন্মুক্ত টেন্ডার অনুষ্ঠিত হয়।
এতে সর্বোচ্চ ৯ লাখ টাকা দিয়ে পশুর হাটের ইজারা পান নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম-আহবায়ক মো. ইদ্রিস আলী প্রধান। দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা হিসেবে ছিলেন বক্তাবলী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ তিনি ৮ লক্ষ বিশ হাজার টাকা দরদাতা ছিলেন।
তৃতীয় দরদাতা ছিলেন ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি সলিমউল্লাহ প্রধান জুয়েল। তিনি ২ লাখ ৪৫ হাজার টাকা দরদাতা ছিলেন। সর্বোচ্চ দরদাতা হিসেবে সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিক জাফর চৌধুরী ইদ্রিস আলী প্রধানের নাম ঘোষণা করেন।








