নিউজ প্রতিদিন ডটনেট : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার ক্যাম্ব্রিয়ান স্কুলের বিপরীত পাশ থেকে গত বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিখোঁজ ব্যক্তির ছেলে জানান, আমার বাবা ওই দিন সন্ধ্যায় ক্যাম্ব্রিয়ান স্কুলের উল্টো দিক থেকে বের হন। আশে পাশের সিসিটিভি ফুটেজে দেখা যায় তিনি মেইন রোডে আসেন, এরপর থেকেই তার ব্যবহৃত ফোন বন্ধ পাওয়া যায়। আজ ৩ দিন হয়ে গেলেও তার কোনো খোঁজ মেলেনি।
এ ঘটনায় পরিবারের সদস্যরা চরম উদ্বেগে রয়েছেন। তারা জানান, সম্ভাব্য সব জায়গায় খোঁজ করা হলেও এখন পর্যন্ত কোনো সন্ধান মেলেনি।
পরিবারের পক্ষ থেকে সবার কাছে অনুরোধ করা হয়েছে, নিখোঁজ ব্যক্তির কোনো খোঁজ বা তথ্য থাকলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করতে যোগাযোগ নম্বর: 01673222700
পরিবারের লোক জানান,নিউজে দেওয়া এটি বাবার কিছুদিন আগের ছবি। সবাইকে অনুরোধ, খবরটি শেয়ার করুন যাতে বেশি মানুষের কাছে পৌঁছায় এবং আমরা বাবাকে ফিরে পাই।”








