নীলফামারীতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

143

নীলফামারীর ডোমারে পুকুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ শিশু আর্নিকা আক্তারের (৯) মৃতদেহ উদ্ধার করেছে রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরীর দল।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হরিনচড়া ইউনিয়নের উত্তর হরিনচড়া ডাঙ্গাপাড়া গ্রামের আজহারুল ইসলামের পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

আর্নিকা ডোমার পৌরসভার ৯নং ওয়ার্ড ভাটিয়াপাড়া গ্রামের আনারুল ইসলামের মেয়ে এবং ছোটরাউতা জলপাখুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

জানা যায়, দুপুরে আর্নিকাসহ দুইজন পুকুরে মাছ ধরতে আসে। এরপর সে আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোজাখুঁজি করে না পেয়ে পুকুরে পড়তে পারে ভেবে ডোমার ফায়ার সার্ভিসে খবর দেয়।

ডোমার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ভূপেন্দ্র নাথ বর্মন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরীর দলের সহযোগীতায় মৃতদেহটি উদ্ধার করা সম্ভব হয়েছে।সূত্র-জাস্ট নিউজ