কাশিপুরে শাহ আলমের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

43

নিউজ প্রতিদিন ডটনেট : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলমের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ আগষ্ট) কাশিপুর হাটখোলা সমাজ উন্নয়ন সংসদে সকাল থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন, জান্ নাহ্ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিনিধি মো. নূরে আলম লিটু ও মো. আরাফাত আলম জিতু।

এসময় উপস্থিত ছিলেন কাশিপুর সমাজ উন্নয়ন সংসদের সদস্যবৃন্দ ও ফতুল্লা থানা বিএনপির নেতৃবৃন্দ।

আফিয়া জালাল ফাউন্ডেশন এবং জাননাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যৌথ ব্যবস্থাপনায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়নে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। বিভিন্ন রোগে অভিজ্ঞ এমবিবিএস চিকিৎসকগণ অসহায়, গরীব ও দুঃস্থদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন। এ সময় চিকিৎসা সুবিধা প্রাপ্তরা মোহাম্মদ শাহ আলমের ভূয়সী প্রশংসা করেন।